IPL 2021: আজ থেকে গোটা মহারাষ্ট্রে নাইট কার্ফু, কী হবে আইপিএল ম্যাচের

Last Updated:

আইপিএলের (IPL 2021) মধ্যেই করোনা সংক্রমণের (Coronavirus) মারণ নৃত্য৷ মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে সঙ্কটজনক৷ ওয়াংখেড়েতে (Wankhede) বাকি এখনও ৮ টি ম্যাচ৷

#মুম্বই: কোভিড ১৯ -র সংক্রমণ (Covid 19) প্রবল গতিতে বেড়ে চলেছে৷  মহারাষ্ট্র সরকার মঙ্গলবার ১৩ এপ্রিল বড় ঘোষণা করল৷ ১৪ এপ্রিল থেকে এক মাসের জন্য নাইট কার্ফু (Maharashtra Curfew)  জারি করেছে তারা৷ তবে এই কার্ফুর কোনও প্রভাব পড়বে ওয়াংখেড়ের (Wankhede Stadium) আইপিএল (IPL 2021) ম্যাচে পড়ছে না৷ আইপিএল আয়োজক কমিটি সূত্রে খবর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪ তম মরশুমের সূচি অনুযায়ি খেলা হবে৷ সূত্রে -র খবর অনুযায়ি মুম্বইতে হওয়া ম্যাচের জন্য বিশেষ অনুমতি নিয়েছে৷ জরুরি সাবধানতা মেনেই পুরনো পরিকল্পনা অনুযায়ি এই বিষয়টা হবে৷
মুম্বইতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলে ১০ টি ম্যাচ হওয়ার কথা৷ এরমধ্যে ২ টি ম্যাচ খেলা হয়ে গেছে৷ আট ম্যাচ বাকি রয়েছে৷ রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটাল্সের মধ্যে বৃহস্পতিবার ১৫ এপ্রিল পরের ম্যাচ খেলা হবে৷ শুক্রবার ১৬ এপ্রিল পঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংসের লড়াই হবে৷ মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উদ্ধব ঠাকরে কার্ফু -র মধ্যে অত্যাবশক পণ্যের পরিষেবায় ছাড় থাকবে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছে লকডাউনের সময় সমস্ত বিধিনিষেধ লাগু থাকবে যা ১৪৪ ধারায় হয়৷ আর নিয়মভঙ্গকারীদের শাস্তিতে পড়তে হবে৷
advertisement
মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছে, ‘‘আমরা শক্ত প্রতিবন্ধকতা লাগিয়েছি৷ পুরো রাজ্যে বুধবার থেকে ১৪৪ ধারা জারি হবে৷ আমি লকডাউন করছি না৷ লোকাল ট্রেন, বাস, জরুরি পরিষেবা চলবে৷ পেট্রোল পাম্প , ব্যাঙ্ক, নির্মাণ কাজ, হোটেল, রেস্তোঁরা, বন্ধ থাকবে৷ লোকে খালি বাড়িতে জিনিস নিয়ে যেতে পারবেন৷ অর্থাৎ হোম ডেলিভারি হবে৷ সিনেমা হল , অ্যামিউমেন্ট পার্ক , জিম সব বন্ধ থাকবে৷ ’’
advertisement
advertisement
মহারাষ্ট্রে করোনা সংক্রমণের জেরে এখন পরিস্থিত অত্যন্ত চিন্তাজনক৷ মঙ্গলবার রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণের ৬০ হাজারেরও বেশি নতুন কেস এসেছে৷ মৃত্যু হয়েছে ২৮১ জনের৷ সংক্রমণ রুখতে সরকারকে এই পদক্ষেপ নিতে হয়েছে৷
মুম্বইতে আইপিএলের বাকি ম্যাচ
১৫ এপ্রিল - রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটাল্স
১৬ এপ্রিল- পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস
advertisement
১৮ এপ্রিল- দিল্লি ক্যাপিটাল্স বনাম পঞ্জাব কিংস
১৯ এপ্রিল - চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস
২১ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস
২২ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স বনাম রাজস্থান রয়্যালস
২৪ এপ্রিল - রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স
২৫ এপ্রিল -চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: আজ থেকে গোটা মহারাষ্ট্রে নাইট কার্ফু, কী হবে আইপিএল ম্যাচের
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement