IPL 2021: হায় হায় এ কী করে ফেলল Swiggy, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

Last Updated:

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা কেকেআরের বিরুদ্ধে ৩২ বলে ৪৩ রান করেন৷

#চেন্নাই: আইপিএল ২০২১ (IPL 2021) -র ১৪ তম মরশুমের খেলা ক্রমশ জমে উঠছে৷ মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এখনও অবধি শুধুমাত্র নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলেছে৷ বাকি সব কটি দলই এখনও অবধি একটি করেই ম্যাচ খেলেছে৷ আইপিএল ২০২১ পয়েন্ট টেবল- আইপিএলের ১৪ তম মরশুমে এখনও অবধি পাঁচ ম্যাচ হয়েছে৷ আইপিএলের পয়েন্ট টেবলে এই মরশুমে প্রথমবার ২ নম্বরে পৌঁছেগেল মুম্বই৷ ২ পয়েন্ট আর +০.৭৭৯ নেট রানরেটে এক নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটাল্স৷ মুম্বই এখনও অবধি একটি ম্যাচে জিতেছে আর একটি ম্যাচে হেরেছে৷ চেন্নাই সুপার কিংস এখনও ক্রমতালিকার সবচেয়ে শেষ স্থানেই রয়ে গেছে৷ KKR একটা হারের ধাক্কায় একেবারে ২ থেকে ৫ এ নেমে গেল৷ মুম্বই কলকাতাকে ১০ রানে হারিয়ে প্রথম ম্যাচ জিতেছে৷
এরই মধ্যে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ সুইগি (Swiggy) ফ্যানেদের নিশানায় এসেছে৷ Swiggyআসলে ম্যাচ শুরুর আগে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে কমেন্ট করেছিল৷ তাদের এই কাণ্ডের জেরে বয়কট সুইগি (BoycottSwiggy)  ট্রেন্ড করতে শুরু করে৷
advertisement
ম্যাচের আগে  একজন ইউজার রোহিতের একটি এডিট হওয়া ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন৷ সেখানে দেখা যায় রোহিত বড়াপাও ধরার জন্য লাফাচ্ছেন৷ এই ছবিটাকে রি ট্যুইট করে সুইগি আবার কমেন্ট করে৷
advertisement
সুইগি বলেছিল যারা ব্যাঁকা কথা ভাবেন তাঁরা বলবেন এই ছবিটা ফটোশপ করা হয়েছে৷ তারা ফ্যানদের হাসাবেন ভেবেছেন৷ কিন্তু তাদের এই চালটা উল্টে যায়৷ তাদের ট্রোল করতে শুরু করে৷ এরপর সুইগি নিজেদের ট্যুইটি ডিলিট করে দিতে বাধ্য হয়৷
advertisement
এরপর নাছোড় ফ্যানরা সেই ডিলিট হওয়া ট্যুইটের স্ক্রিন শট দিয়েও ট্যুইট জারি রাখেন৷ কিছু কিছু গ্রাহক আবার নিজেদের ফোন থেকে সুইগি আনইনস্টল করে দেন৷ আবার সেই আনইনস্টল করার ছবির স্ক্রিনশটও সোশ্যাল হ্যান্ডেলে দিয়ে দেন৷
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা কেকেআরের বিরুদ্ধে ৩২ বলে ৪৩ রান করেন৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: হায় হায় এ কী করে ফেলল Swiggy, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement