‘‘আমি ছাড়ব না হে’’ মাঠের মধ্যেই পিছনে পিছনে ছোটাছুটি, CSK vs KKR আবেগপ্রবণ ভিডিও ভাইরাল
- Published by:Debalina Datta
Last Updated:
মাঠের মধ্যেই সে কী কাণ্ড, সে কী কাণ্ড ...
#মুম্বই: IPL চলাকালীন বর্ষীয়ান ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh)-এর পা ছুঁলেন তাঁর একদা সতীর্থ ও বর্তমানে প্রতিদ্বন্দ্বী সুরেশ রায়না (Suresh Raina)। ঘটনায় প্রথমের দিকে খানিকটা হকচকিয়ে গিয়ে, পরে অবশ্য রায়নাকে বুকে টেনে নিলেন হরভজন। খেলার মাঠে এমন দৃশ্য দেখে কার্যত আবেগে ভেসেছে গোটা নেট-মাধ্যম। দুই ক্রিকেটারের একে অন্যের প্রতি এই সৌজন্যবোধ তথা সম্মান প্রদর্শন নজর কেড়েছে নেটিজেনদের। প্রশংসায় পঞ্চমুখ সকলে।
বুধবারের কলকাতা বনাম চেন্নাই ম্যাচ ছিল টানটান উত্তেজনায় ভরপুর। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ( Wankhede Stadium) প্রথমে ব্যাট করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে ২২০ রান তোলে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। সৌজন্যে চেন্নাইয়ের তারকা ব্যাটসম্যান ফাফ দু প্লেসিস ( Faf Du Plessi)। ৬০ বলে ৯৫ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। অন্যদিকে যোগ্য সংগত দেন রুতুরাজ গায়কোয়াড়ও ( Ruturaj Gaykowad)। ৪২ বলে ৬৪ রান করেন তিনি। দু'জনে মিলে মোট ১১৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। যা খুব সহজেই চেন্নাইকে ২২০ রানের ইনিংসে পৌঁছে দিতে সাহায্য করে।
advertisement
— Sportzhustle_Squad (@sportzhustle) April 21, 2021
advertisement
জবাবে ব্যাট করতে নেমে এক সময় ৩১ রানে পাঁচ উইকেট খুইয়ে দেয় কলকাতা। বিশেষজ্ঞরা একরকম ধরেই নিয়েছিলেন, ম্যাচ খুব সহজেই ঢলে পড়তে চলেছে চেন্নাইয়ের দিকে। ঠিক তখনই ব্যাট হাতে নিজেদের জাদু দেখাতে শুরু করেন আন্দ্রে রাসেল ( Andre Russel) ও প্যাট কামিন্স ( Pat Cummins)। ব্যাট হাতে রাসেলের সংগ্রহ ২২ বলে ৫৪ রান। কামিন্স করেন ৩৪ বলে ৬৬ রান। এই দু'জনকে যোগ্য সঙ্গত দেন দীনেশ কার্তিক ( Dinesh Kartik)। তাঁর সংগ্রহ ২৪ বলে ৪০ রান। মুখ্যত এই তিনজনের ব্যাটে ভর করেই হারা ম্যাচে জয়ের দোড়গোড়ায় পৌঁছে গিয়েছিল কলকাতা। তবে শেষরক্ষা হয়নি। মহেন্দ্র সিংহ ধোনির ( Mahendra Singh Dhoni) অধিনায়কত্বের সৌজন্যে শেষ পর্যন্ত ২০২ রানে থেমে যায় কলকাতার ইনিংস। ১৮ রানে ম্যাচ জিতে নেয় চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে ২৯ রান দিয়ে চার উইকেট নেন দীপক চাহার ( Deepak Chahar)।
advertisement
মাঠের যখন উত্তেজনায় ভরপুর। ঠিক তখনই মাঠের বাইরে দেখা যায় হরভজন-রায়না'কে। চেন্নাই সুপার কিংসের অফিশিয়াল ট্যুইটারঅ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করা হয়েছে।ভিডিওতে দেখা যাচ্ছে, হরভজনকে ডেকে তার পায়ে হাত দিচ্ছেন সুরেশ রায়না। পরিবর্তে রায়নাকেও বুকে জড়িয়ে ধরছেন হরভজন। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই আবেগে ভাসছেন ২২ গজের ভক্তরা। ২০১১ সালের বিশ্বকাপজয়ী দুই ক্রিকেটারের মধ্যে পারস্পরিক সম্মান ও ভালোবাসা দেখে সবাই আপ্লুত।
advertisement
বুধবারের ম্যাচ জিতে এক নম্বরে উঠে এসেছিল চেন্নাই সুপার কিংস। ম্যাচ শেষে অধিনায়ক ধোনি জানান, প্রথমে তাড়াতাড়ি উইকেট তুলে নেওয়াটাই তাঁদের কাছে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। তবে মন জিতে নিলেন রায়না।
view commentsLocation :
First Published :
April 23, 2021 2:51 PM IST

