IPL 2021, SRH vs MI : ঈশান, সূর্যের ব্যাটে রানের পাহাড়ে মুম্বই ইন্ডিয়ান্স
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
IPL 2021 SRH vs MI Ishan Kishan and Surya Kumar Yadav helps Mumbai Indians put big score. ৩১ বলে ৮৪ রানের অনবদ্য ইনিংস খেললেন ঈশান কিষান, শেষ দিকে সূর্য কুমার যাদব আক্রমনাত্মক ব্যাটিং করলেন
মুম্বই ইন্ডিয়ান্স - ২৩৫/৯
আবুধাবি: প্লে-অফে উঠতে হলে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিততেই হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। অবশ্য খেতাব জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন টিকিয়ে রাখতে গেলে শুধু জিতলেই চলবে না, বড় ব্যবধানে জেতা জরুরি। কিন্তু সেই লক্ষ্যমাত্রা এতটাই উঁচু যে, তার নাগাল পাওয়া অসম্ভব। কারণ, নেট রান-রেটের হিসেবে রোহিতদের (-০.০৪৮) চেয়ে অনেক এগিয়ে রয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বী কেকেআর (০.৫৮৭)। ফলে হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচে অন্তত ১৭১ রানের ব্যবধানে জিততে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। আর পরে ব্যাট করলে জয় নিশ্চিত করতে হবে ১৯ ওভার হাতে রেখে, যা একপ্রকার অসম্ভব ব্যাপার।
advertisement
প্লে-অফের লড়াই থেকে অনেক আগে ছিটকে গিয়েছে হায়দরাবাদ। পয়েন্ট টেবিলে একেবারে নীচে রয়েছে তারা। তবু প্রতিপক্ষকে হাল্কাভাবে নিচ্ছে না মুম্বই শিবির। তবে রোহিত যাই বলুন, তাঁদের সামনে অসাধ্য সাধনের পরীক্ষা। মুম্বইকে সমস্যায় ফেলেছে মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব। সূর্যকুমার যাদব (২৩৫ রান), হার্দিক পান্ডিয়া (১১৭ রান), কিয়েরন পোলার্ড (২৩২ রান), সৌরভ তিওয়ারিরা (১১৪ রান) নির্ভরতা জোগাতে পারেননি। ফর্ম হারানোর জন্য কয়েকটি ম্যাচে বাদ পড়েছিলেন ঈশান কিষানও।
advertisement
advertisement
তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। নড়বড়ে মিডল অর্ডারের জন্যই রোহিতের (৩৬৩ রান) সঙ্গে ঈশানের ওপেনিং জুটির গুরুত্ব বাড়ছে। শেষ ম্যাচে মুম্বই বোলাররা মাত্র ৯০ রানে আটকে রেখেছিল রাজস্থানকে। যশপ্রীত বুমরাহ (১৯ উইকেট), ট্রেন্ট বোল্ট (১২ উইকেট) তো আছেনই, রয়্যালসের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন দুই বিদেশি পেসার জেমস নিশাম ও নাথান কুল্টার-নাইল।এমন অবস্থায় দাঁড়িয়ে শুক্রবার ভাগ্য সঙ্গ দিল রোহিত শর্মাকে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ানস অধিনায়ক।
advertisement
ঈশান এবং রোহিত মিলে আগুনের গতিতে শুরু করলেন। বিশেষ করে ঈশান। মাত্র ১৬ বলে ৫০ করে ফেললেন। রোহিত শর্মা অবশ্য রশিদ খানের বলে মারতে গিয়ে নবীর হাতে ধরা পড়লেন ১৮ করে। ঈশান নিজের ধ্বংসলীলা চালিয়ে গেলেন। কিন্তু হার্দিক পান্ডিয়া মাত্র ১০ রান করে ফিরে গেলেন হোল্ডারের বলে। তবে শেষ পর্যন্ত উমরান মালিকের বলে ৮৪ করে ঋদ্ধিমান এর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ঈশান।
advertisement
A cracking half-century from SKY! 💪 The @mipaltan right-hander brings up his fifty in 24 balls - his fastest ever IPL half-century. 👏👏 #VIVOIPL #SRHvMI #MumbaiIndians zoom past 200. Follow the match 👉 https://t.co/STgnXhy0Wd pic.twitter.com/sxqcm4dcFP
— IndianPremierLeague (@IPL) October 8, 2021
advertisement
পোলার্ড এবং সূর্য রান বাড়ানোর চেষ্টা করলেন। পোলার্ড অভিশেক শর্মার বলে মারতে গিয়ে ১৩ করে ফিরে গেলেন রয়ের হাতে ক্যাচ দিয়ে। পরের বলেই জিমি ফিরে গেলেন নবির হাতে ক্যাচ দিয়ে। ক্রানাল এবং সূর্যকুমার চেষ্টা চালিয়ে গেলেন দলের রান ২০০ পার করার। ক্রুনাল ফিরে গেলেন মাত্র ৯ রান করে। উইকেট নিলেন রশিদ খান। ২৪ বলে অর্ধশত রান পূর্ণ করে ফেললেন সূর্য। উইকেটের চারিদিকে শট খেলতে দেখা গেল তাঁকে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তার ফর্ম খুশি করবে ভারতীয়দের। সানরাইজার্স বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন সূর্য। উমরান মালিকের বলে হেলমেটে আঘাত পেলেন। শেষ পর্যন্ত ৮২ করে ফিরে গেলেন। চারটি উইকেট পেলেন হোল্ডার।
Location :
First Published :
October 08, 2021 9:32 PM IST