IPL 2021: KKR জার্সিতে হরভজন সিংয়ের অভিষেক, ৬৯৯ দিন পরে ৪০ এ নতুন শুরু

Last Updated:

এদিন ইয়ন মর্গ্যান কেকেআর ইনিংসের প্রথম ওভারের বল তুলে দেন অভিজ্ঞ হরভজন সিংয়ের হাতে৷

#চেন্নাই: অভিজ্ঞ অফস্পিনার হরভজন সিং (Harbhajan Singh) আইপিএলে কেকেআরের (KKR) প্রথম ম্যাচেই অভিষেক (debut cap) করে ফেললেন নাইট জার্সিতে ৷ ২০২১ মরশুমে কেকেআরের প্রথম ম্যাচেই ২ কোটি টাকায় কেনা হরভজনকে প্রথম একাদশে রাখেন  নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান৷ এর আগে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছেন ৪০ বছরের তারকা স্পিনার৷ এবারের মিনি নিলামে তাঁকে ২ কোটি টাকায় কিনেছিল শাহরুখ খানের দল৷
হরভজন ২ বছর বা বলা ভালো ৬৯৯ দিন পরে আইপিএলে ফিরলেন৷ ২০১৯ এ সিএসকে-র জার্সিতে আইপিএল ফাইনাল খেলেছিলেন ভাজ্জি৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০১৯ এ ১২ মে খেলেছিলেন টার্বনেটর৷ প্রথম মরশুমে আইপিএলে (Indian Premier League) রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে প্রথম খেলেছিলেন তিনি৷
advertisement
advertisement
হরভজন আইপিএলের সফলতম বোলারদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন৷ তাঁর আগে রয়েছেন লসিত মলিঙ্গা,মিশ্র (১৬০),চাওলা (১৫৬).ব্র্যাভো (১৫৩)৷এর ঠিক পরেই ১৫০ উইকেট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন হরভজন সিং৷ তাঁর এই অভিজ্ঞতাতে আস্থা রেখেই তাঁকে সুনীল নারিন, কুলদীপ যাদবকে না নিয়ে প্রথম একাদশে রাখা হয়৷ পাশাপাশি চিপকের মাঠের পরিস্থিতি নিয়ে তাঁর তিন বছরের অভিজ্ঞতা ছিল৷
advertisement
এদিকে এদিনের ম্যাচে প্রথম ওভারেই বল করছিলেন তিনি৷ তাঁর বলেই ডেভিড ওয়ার্নার কার্যত বাড়ি যেতেন কিন্তু সেই সময় প্যাট কামিন্স ক্যাচ ফেলায় তাঁর উইকেট মিস হয়৷
advertisement
এদিনের ম্যাচে ১ ওভার বলে করে ৮ রান দেন ভাজ্জি৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: KKR জার্সিতে হরভজন সিংয়ের অভিষেক, ৬৯৯ দিন পরে ৪০ এ নতুন শুরু
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement