KKR -র কারণে সকলের কাছে ক্ষমা চাইতে হল কিং খানকে, কী হল শাহরুখের

Last Updated:

হঠাৎ কি হল শাহরুখ খানের? কেন তাঁকে এরকম করতে হল৷

#মুম্বই: কলকাতা নাইট রাইডার্স (KKR)  আইপিএল ২০২১ (IPL 2021) নিজেদের দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে হেরে গেছে৷ একটা সময় মনে হচ্ছিল কেকেআর সহজেই ম্যাচ জিতে যাবে৷ কিন্তু এরপর শেষ দিকের ওভারে মুম্বই ইন্ডিয়ান্স খেলার পাশা উল্টে দেয়৷ মুম্বইয়ের বোলার রাহুল চাহার (Rahul Chahar) হয়ে ওঠেন গেম চেঞ্জার৷
মুম্বইয়ের ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেকেআর এক সময় বিনা উইকেটে ৭২ রান ছিল৷ এরপর ৭২ রানে শুভমান গিল আউট হয়ে যায়৷ আর এরপর থেকেই খেলা থেকে ধীরে ধীরে হারিয়ে যায় কেকেআর৷ এরপর ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রানে শেষ হয়ে যায়৷
কেকেআরের জন্য নীতিশ রাণা সবচেয়ে বেশি ৫৭ রান ও শুভমান গিল ৩৩ রান করেছিল৷ এছাড়া আর কোনও ক্রিকেটার দু‘ অঙ্কের রান ছুঁতে পাননি৷ কলকাতা এই হারের পর দলের কর্ণধার ও বলিউডের কিং- শাহরুখ খান (shahrukh khan) খুবই নিরাশ৷ তিনি সকলের থেকে ক্ষমা চেয়েছেন৷
advertisement
advertisement
শাহরুখ খান হারের পর ট্যুইট করে বলেছেন, নিরাশজনক প্রদর্শন৷ কম শব্দ খরচ করে তিনি বলেছেন ‘কলকাতা নাইট রাইডার্স কে ফ্যান্স সে মাফি চাহুঙ্গা ’ - বাদশার এই ট্যুইটে সকলেই স্তম্ভিত হয়ে গেছেন৷ কারণ বেশিরভাগ ক্ষেত্রেই শাহরুখ খান দলের ক্রিকেটারদের উৎসাহ দিয়ে থাকেন৷
advertisement
হারের পরেও বেশিরভাগ ক্ষেত্রেই তিনি দলের হারের পরেও দলের ক্রিকেটারদের মনোবল বাড়াচ্ছিলেন৷ এটাই সম্ভবত প্রথমবার যখন কেকেআরের পর সর্বসমক্ষে ফ্যানদের কাছে ক্ষমা চান৷ আসলে এদিন কেকেআর জেতা ম্যাচ মাঠে ফেলে আসেন৷ আর এতেই ফ্যানদের পাশাপাশি হৃদয় ভেঙেছে কেকেআর কর্ণধার শাহরুখের৷ আর এর ফলেই সামনে এসে ক্ষমা চাইলেন বাদশা৷ কেকেআর এখনও অবধি এবারের আইপিএলে দু‘টি ম্যাচ খেলেছে৷ তার একটিতে জিতেছে অন্যটিতে হেরেছে৷ পয়েন্ট টেবলে তারা পাঁচ নম্বরে রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
KKR -র কারণে সকলের কাছে ক্ষমা চাইতে হল কিং খানকে, কী হল শাহরুখের
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement