KKR -র কারণে সকলের কাছে ক্ষমা চাইতে হল কিং খানকে, কী হল শাহরুখের

Last Updated:

হঠাৎ কি হল শাহরুখ খানের? কেন তাঁকে এরকম করতে হল৷

#মুম্বই: কলকাতা নাইট রাইডার্স (KKR)  আইপিএল ২০২১ (IPL 2021) নিজেদের দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে হেরে গেছে৷ একটা সময় মনে হচ্ছিল কেকেআর সহজেই ম্যাচ জিতে যাবে৷ কিন্তু এরপর শেষ দিকের ওভারে মুম্বই ইন্ডিয়ান্স খেলার পাশা উল্টে দেয়৷ মুম্বইয়ের বোলার রাহুল চাহার (Rahul Chahar) হয়ে ওঠেন গেম চেঞ্জার৷
মুম্বইয়ের ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেকেআর এক সময় বিনা উইকেটে ৭২ রান ছিল৷ এরপর ৭২ রানে শুভমান গিল আউট হয়ে যায়৷ আর এরপর থেকেই খেলা থেকে ধীরে ধীরে হারিয়ে যায় কেকেআর৷ এরপর ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রানে শেষ হয়ে যায়৷
কেকেআরের জন্য নীতিশ রাণা সবচেয়ে বেশি ৫৭ রান ও শুভমান গিল ৩৩ রান করেছিল৷ এছাড়া আর কোনও ক্রিকেটার দু‘ অঙ্কের রান ছুঁতে পাননি৷ কলকাতা এই হারের পর দলের কর্ণধার ও বলিউডের কিং- শাহরুখ খান (shahrukh khan) খুবই নিরাশ৷ তিনি সকলের থেকে ক্ষমা চেয়েছেন৷
advertisement
advertisement
শাহরুখ খান হারের পর ট্যুইট করে বলেছেন, নিরাশজনক প্রদর্শন৷ কম শব্দ খরচ করে তিনি বলেছেন ‘কলকাতা নাইট রাইডার্স কে ফ্যান্স সে মাফি চাহুঙ্গা ’ - বাদশার এই ট্যুইটে সকলেই স্তম্ভিত হয়ে গেছেন৷ কারণ বেশিরভাগ ক্ষেত্রেই শাহরুখ খান দলের ক্রিকেটারদের উৎসাহ দিয়ে থাকেন৷
advertisement
হারের পরেও বেশিরভাগ ক্ষেত্রেই তিনি দলের হারের পরেও দলের ক্রিকেটারদের মনোবল বাড়াচ্ছিলেন৷ এটাই সম্ভবত প্রথমবার যখন কেকেআরের পর সর্বসমক্ষে ফ্যানদের কাছে ক্ষমা চান৷ আসলে এদিন কেকেআর জেতা ম্যাচ মাঠে ফেলে আসেন৷ আর এতেই ফ্যানদের পাশাপাশি হৃদয় ভেঙেছে কেকেআর কর্ণধার শাহরুখের৷ আর এর ফলেই সামনে এসে ক্ষমা চাইলেন বাদশা৷ কেকেআর এখনও অবধি এবারের আইপিএলে দু‘টি ম্যাচ খেলেছে৷ তার একটিতে জিতেছে অন্যটিতে হেরেছে৷ পয়েন্ট টেবলে তারা পাঁচ নম্বরে রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
KKR -র কারণে সকলের কাছে ক্ষমা চাইতে হল কিং খানকে, কী হল শাহরুখের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement