IPL 2021: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় টালমাটাল অশ্বিনের পুরো পরিবার, খেলবেন না আইপিএলে

Last Updated:

করোনার জেরে আইপিএল থেকে নাম তুলে নিলেন দিল্লি ক্যাপিটাল্সের (Delhi Capitals) রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin)৷

ipl 2021: Ravichandran Ashwin taking a break from this years ipl due to second wave of covid 19- Photo -R Ashwin/Twitter
ipl 2021: Ravichandran Ashwin taking a break from this years ipl due to second wave of covid 19- Photo -R Ashwin/Twitter
#নয়াদিল্লি: করোনা ভাইরাস  (Coronavirus) দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পুরো দেশ লড়াই করছে৷ সর্বত্র ওষুধ , বেড, অক্সিজেন জোগাড় করার জন্য পাগলের মতো অবস্থা৷ করোনার জেরে আইপিএল থেকে নাম তুলে নিলেন দিল্লি ক্যাপিটাল্সের রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin)৷
অশ্বিন সোশ্যাল মিডিয়ায় এই সংবাদ দিয়েছেন৷ তিনি ট্যুইট করে জানিয়েছেন মঙ্গলবার থেকে তিনি আর আইপিএলে খেলবেন না৷ তিনি জানিয়েছেন তাঁর পুরো পরিবার কোভিড ১৯ -র সঙ্গে লড়াই করছে৷ এই খারাপ সময়ে তাঁদের পাশে থেকে সহযোগিতা করতে চাই৷ যদি সব ঠিক হয় তাহলে খেলায় ফেরবার আশা রাখি৷
advertisement
advertisement
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সুপার ওভার জিত হাসিল করার পর অশ্বিন ট্যুইট করেন৷ দিল্লি ক্যাপিটাল্স এরপর নিজেদের খেলা খেলবে ২৭ এপ্রিল৷ ৷ প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ তবে তিনি মাঠে নামবে অশ্বিনকে ছাড়াই৷ হায়দরাবাদের জয়ের জন্য দিল্লি পয়েন্ট টেবলের ২ নম্বরে রয়েছেন৷
দিল্লি প্রথমে ব্যাট করে এদিন ৪ উইকেটে ১৫৯ রান করে৷ জবাবে হায়দরাবাদ সুপার ওভারে দিল্লি ক্যাপিটাল্স জয় হাসিল করেছে৷ যদিও তিনি ৪ ওভারে ২৭ রান দিয়েছেন৷ দিল্লি ক্যাপিটাল্স তিনি গত পাঁচ ম্যাচে মাত্র একটি উইকেট নিয়েছেন৷ গত চার ম্যাচে তিনি খালি হাত ছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় টালমাটাল অশ্বিনের পুরো পরিবার, খেলবেন না আইপিএলে
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement