হোম /খবর /খেলা /
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় টালমাটাল অশ্বিনের পুরো পরিবার, খেলবেন না IPLএ

IPL 2021: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় টালমাটাল অশ্বিনের পুরো পরিবার, খেলবেন না আইপিএলে

ipl 2021: Ravichandran Ashwin taking a break from this years ipl due to second wave of covid 19- Photo -R Ashwin/Twitter

ipl 2021: Ravichandran Ashwin taking a break from this years ipl due to second wave of covid 19- Photo -R Ashwin/Twitter

করোনার জেরে আইপিএল থেকে নাম তুলে নিলেন দিল্লি ক্যাপিটাল্সের (Delhi Capitals) রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin)৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনা ভাইরাস  (Coronavirus) দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পুরো দেশ লড়াই করছে৷ সর্বত্র ওষুধ , বেড, অক্সিজেন জোগাড় করার জন্য পাগলের মতো অবস্থা৷ করোনার জেরে আইপিএল থেকে নাম তুলে নিলেন দিল্লি ক্যাপিটাল্সের রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin)৷

অশ্বিন সোশ্যাল মিডিয়ায় এই সংবাদ দিয়েছেন৷ তিনি ট্যুইট করে জানিয়েছেন মঙ্গলবার থেকে তিনি আর আইপিএলে খেলবেন না৷ তিনি জানিয়েছেন তাঁর পুরো পরিবার কোভিড ১৯ -র সঙ্গে লড়াই করছে৷ এই খারাপ সময়ে তাঁদের পাশে থেকে সহযোগিতা করতে চাই৷ যদি সব ঠিক হয় তাহলে খেলায় ফেরবার আশা রাখি৷

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সুপার ওভার জিত হাসিল করার পর অশ্বিন ট্যুইট করেন৷ দিল্লি ক্যাপিটাল্স এরপর নিজেদের খেলা খেলবে ২৭ এপ্রিল৷ ৷ প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ তবে তিনি মাঠে নামবে অশ্বিনকে ছাড়াই৷ হায়দরাবাদের জয়ের জন্য দিল্লি পয়েন্ট টেবলের ২ নম্বরে রয়েছেন৷

দিল্লি প্রথমে ব্যাট করে এদিন ৪ উইকেটে ১৫৯ রান করে৷ জবাবে হায়দরাবাদ সুপার ওভারে দিল্লি ক্যাপিটাল্স জয় হাসিল করেছে৷ যদিও তিনি ৪ ওভারে ২৭ রান দিয়েছেন৷ দিল্লি ক্যাপিটাল্স তিনি গত পাঁচ ম্যাচে মাত্র একটি উইকেট নিয়েছেন৷ গত চার ম্যাচে তিনি খালি হাত ছিলেন৷

Published by:Debalina Datta
First published:

Tags: IPL 2021, Ravichandran Ashwin