IPL 2021: PBKS vs RCB ম্যাচে জোর লড়াই, জেনে নিন Toss আপডেট

Last Updated:
KL Rahul vs Virat Kohli -Photo- News 18 Creative
KL Rahul vs Virat Kohli -Photo- News 18 Creative
#আহমেদাবাদ: IPL 2021 -র ২৬ তম ম্যাচ খেলা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর  (Royal Challengers Bangalore)  বনাম পঞ্জাব কিংসের (Punjab Kings)  মেগা ম্যাচ৷ একটা মাত্র হার আর তার জেরেই এখন পয়েন্ট টেবলের তিন নম্বরে৷ আর পঞ্জাব কিংস এদিকে রয়েছে পয়েন্ট টেবলের ৬ নম্বরে৷ এদিনের ম্যাচে টসে জিতে বিরাট কোহলি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন৷
আইপিএলে এখনও অবধি পঞ্জাব ও ব্যাঙ্গালোরের মধ্যে ২৬ টি ম্যাচ খেলা হয়েছে৷ এরমধ্যে ১৪ বার পঞ্জাব ও ১২ বার ব্যাঙ্গালোর জয় হাসিল করেছে৷  পঞ্জাবের দল চারটি হেরেছে আর দুটি জিতেছে৷ ৷ আরসিবি -র পয়েন্ট ১০৷ সিএসকে-র থেকে পয়েন্টের বিচারে নয় পিছিয়ে আছে রানরেটের বিচারে৷
আরসিবি-র সম্ভাব্য একাদশ- দেবদত্ত পাডিক্কাল, বিরাট কোহলি, রজত পাটিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কেইল জেমিসন, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল৷
advertisement
advertisement
পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ- কেএল রাহুল, ময়ঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, দীপক হুড্ডা, নিকোলাস পুরন, শাহরুখ খান, মোয়েস অনরিক্স, ক্রিস জর্ডন, রবি বিষ্ণোই, অর্শদীপ সিংহ, মহম্মদ শামি৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: PBKS vs RCB ম্যাচে জোর লড়াই, জেনে নিন Toss আপডেট
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement