#আহমেদাবাদ: IPL 2021 -র ২৬ তম ম্যাচ খেলা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম পঞ্জাব কিংসের (Punjab Kings) মেগা ম্যাচ৷ একটা মাত্র হার আর তার জেরেই এখন পয়েন্ট টেবলের তিন নম্বরে৷ আর পঞ্জাব কিংস এদিকে রয়েছে পয়েন্ট টেবলের ৬ নম্বরে৷ এদিনের ম্যাচে টসে জিতে বিরাট কোহলি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন৷
আইপিএলে এখনও অবধি পঞ্জাব ও ব্যাঙ্গালোরের মধ্যে ২৬ টি ম্যাচ খেলা হয়েছে৷ এরমধ্যে ১৪ বার পঞ্জাব ও ১২ বার ব্যাঙ্গালোর জয় হাসিল করেছে৷ পঞ্জাবের দল চারটি হেরেছে আর দুটি জিতেছে৷ ৷ আরসিবি -র পয়েন্ট ১০৷ সিএসকে-র থেকে পয়েন্টের বিচারে নয় পিছিয়ে আছে রানরেটের বিচারে৷
আরসিবি-র সম্ভাব্য একাদশ- দেবদত্ত পাডিক্কাল, বিরাট কোহলি, রজত পাটিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কেইল জেমিসন, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল৷
পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ- কেএল রাহুল, ময়ঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, দীপক হুড্ডা, নিকোলাস পুরন, শাহরুখ খান, মোয়েস অনরিক্স, ক্রিস জর্ডন, রবি বিষ্ণোই, অর্শদীপ সিংহ, মহম্মদ শামি৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।