IPL Points Table 2021: দুরন্ত পারফরম্যান্স কেকেআরের, পয়েন্ট টেবলের কোথায় আপনার প্রিয় দল

Last Updated:

IPL 2021 এ জোর টক্কর শুরু হয়ে গেছে৷ কে কোথায় দাঁড়িয়ে জেনে নিন এক ক্লিকে৷

#চেন্নাই: সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে চমৎকার জয়,কেকেআর (KKR) নিজের আইপিএল অভিযান শুরু করল ১০ রানে জয় দিয়ে৷ আর এই জয়ের কারণেই এক লাফে পয়েন্ট টেবলের ২ নম্বরে জায়গা দিয়ে শুরু করল তাদের আইপিএল (IPL 2021) অভিযান৷ পয়েন্ট এক থাকলেও রান রেটের বিচারে ভালো জায়গায় থেকে ক্লাসের ফার্স্ট পড়ুয়া হয়েছে দিল্লি ক্যাপিটাল্স (DC)৷
Teams after 3rd match of IPL 2021 is completed -News 18 Teams after 3rd match of IPL 2021 is completed -News 18
নীতিশ রাণা ও রাহুল ত্রিপাঠীর দুরন্ত অর্ধ শতরান কলকাতা নাইট রাইডার্সকে ১০ রানে ম্যাচ জিততে সাহায্য করেছে৷ রবিবারের এম এ চিদাম্বরম স্টেডিয়াম কেকেআরের জন্য দীর্ঘদিন পর লাকি হল৷ এদিন রাণা ৫৬ বলে ৮০ রান করেছিলেন আর ত্রিপাঠী করেছিলেন ২৯ বলে ৫৩ রান করেন ৷ ২০ ওভারে ৬ উইকেটে কেকেআর ১৮৭ রান করেছিল৷ প্রাক্তন নাইট মণীশ পান্ডে কেকেআরের স্বপ্নে কাঁটা হতে পারতেন কারণ তিনি ৪৪ বলে অপরাজিত ছিলেন ৬১ রানে৷ পাশাপাশি জনি বেয়রিস্তো ৪০ বলে ৫৫ রান করেন৷ কিন্তু কেকেআরকে হারানোর জন্য এই লড়াই যথেষ্ট ছিল না৷
advertisement
advertisement
সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার রান তাড়া করতে নেমে রানের ফুলঝুরি ছড়ানোর বদলে একেবারে শুরুতেই প্যাক আপ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান৷ তিনি শূন্য রানেই আউট হতেন যদি হরভজন সিংয়ের (Harbhajan Singh) বলে প্যাট কামিন্স ( Pat Cummins) তাঁর ক্যাচ না ফেলে দিতেন৷ কিন্তু এই জীবনদান বেশিক্ষণ কার্যকারী হয়নি কারণ প্রসিদ্ধ কৃষ্ণা তাঁকে আউট করে দিয়েছিলেন৷ অন্যদিকে শাকিব আল হাসান (Shakib Al Hasan) ঋদ্ধিমান সাহাকে আউট করে দিয়ে সানারাইজার্সের স্কোরলাইন ১০ রানে ২ উইকেট করে দিয়েছিলেন৷
advertisement
সানরাইজার্স হায়দরাবাদের বেয়রিস্তো ও মণীশ পাণ্ডের জোট কিছুটা আশা দেখালেও ম্যাচ বার করতে তারা ব্যর্থ ৷ এদিকে তিন নম্বর ম্যাচের পর আইপিএল পয়েন্ট টেবলের প্রথম তিনটি দল যথাক্রমে দিল্লি , কলকাতা ও বেঙ্গালুরু৷ অন্যদিকে শেষ তিনে রয়েছে মুম্বই, হায়দরাবাদ একদম লাস্টে চেন্নাই৷ পঞ্জাব ও রাজস্থান এ মরশুমে আইপিএল অভিযান শুরু করবে আজ ৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL Points Table 2021: দুরন্ত পারফরম্যান্স কেকেআরের, পয়েন্ট টেবলের কোথায় আপনার প্রিয় দল
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement