হোম /খবর /খেলা /
IPL Points Table 2021: দুরন্ত কেকেআর, পয়েন্ট টেবলের কোথায় আপনার প্রিয় দল

IPL Points Table 2021: দুরন্ত পারফরম্যান্স কেকেআরের, পয়েন্ট টেবলের কোথায় আপনার প্রিয় দল

KKR is in the 2nd position in IPL point table - Photo Courtesy- Twitter

KKR is in the 2nd position in IPL point table - Photo Courtesy- Twitter

IPL 2021 এ জোর টক্কর শুরু হয়ে গেছে৷ কে কোথায় দাঁড়িয়ে জেনে নিন এক ক্লিকে৷

  • Last Updated :
  • Share this:

#চেন্নাই: সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে চমৎকার জয়,কেকেআর (KKR) নিজের আইপিএল অভিযান শুরু করল ১০ রানে জয় দিয়ে৷ আর এই জয়ের কারণেই এক লাফে পয়েন্ট টেবলের ২ নম্বরে জায়গা দিয়ে শুরু করল তাদের আইপিএল (IPL 2021) অভিযান৷ পয়েন্ট এক থাকলেও রান রেটের বিচারে ভালো জায়গায় থেকে ক্লাসের ফার্স্ট পড়ুয়া হয়েছে দিল্লি ক্যাপিটাল্স (DC)৷

Teams after 3rd match of IPL 2021 is completed -News 18 Teams after 3rd match of IPL 2021 is completed -News 18

নীতিশ রাণা ও রাহুল ত্রিপাঠীর দুরন্ত অর্ধ শতরান কলকাতা নাইট রাইডার্সকে ১০ রানে ম্যাচ জিততে সাহায্য করেছে৷ রবিবারের এম এ চিদাম্বরম স্টেডিয়াম কেকেআরের জন্য দীর্ঘদিন পর লাকি হল৷ এদিন রাণা ৫৬ বলে ৮০ রান করেছিলেন আর ত্রিপাঠী করেছিলেন ২৯ বলে ৫৩ রান করেন ৷ ২০ ওভারে ৬ উইকেটে কেকেআর ১৮৭ রান করেছিল৷ প্রাক্তন নাইট মণীশ পান্ডে কেকেআরের স্বপ্নে কাঁটা হতে পারতেন কারণ তিনি ৪৪ বলে অপরাজিত ছিলেন ৬১ রানে৷ পাশাপাশি জনি বেয়রিস্তো ৪০ বলে ৫৫ রান করেন৷ কিন্তু কেকেআরকে হারানোর জন্য এই লড়াই যথেষ্ট ছিল না৷

 সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার রান তাড়া করতে নেমে রানের ফুলঝুরি ছড়ানোর বদলে একেবারে শুরুতেই প্যাক আপ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান৷ তিনি শূন্য রানেই আউট হতেন যদি হরভজন সিংয়ের (Harbhajan Singh) বলে প্যাট কামিন্স ( Pat Cummins) তাঁর ক্যাচ না ফেলে দিতেন৷ কিন্তু এই জীবনদান বেশিক্ষণ কার্যকারী হয়নি কারণ প্রসিদ্ধ কৃষ্ণা তাঁকে আউট করে দিয়েছিলেন৷ অন্যদিকে শাকিব আল হাসান (Shakib Al Hasan) ঋদ্ধিমান সাহাকে আউট করে দিয়ে সানারাইজার্সের স্কোরলাইন ১০ রানে ২ উইকেট করে দিয়েছিলেন৷

সানরাইজার্স হায়দরাবাদের বেয়রিস্তো ও মণীশ পাণ্ডের জোট কিছুটা আশা দেখালেও ম্যাচ বার করতে তারা ব্যর্থ ৷ এদিকে তিন নম্বর ম্যাচের পর আইপিএল পয়েন্ট টেবলের প্রথম তিনটি দল যথাক্রমে দিল্লি , কলকাতা ও বেঙ্গালুরু৷ অন্যদিকে শেষ তিনে রয়েছে মুম্বই, হায়দরাবাদ একদম লাস্টে চেন্নাই৷ পঞ্জাব ও রাজস্থান এ মরশুমে আইপিএল অভিযান শুরু করবে আজ ৷

Published by:Debalina Datta
First published:

Tags: IPL 2021, Kkr