IPL 2021: PBKS vs SRH -র দু‘দলেই প্রথম একদশে বদল, দেখে নিন টসের মুহূর্ত

Last Updated:

আইপিএলের এই ম্যাচে প্রথম জয় চাইছে সানরাইজার্স হায়দরাবাদ আর জয়ে ফিরতে মরিয়া পঞ্জাব৷

PBKS vs SRH -News 18 Creative
PBKS vs SRH -News 18 Creative
#নয়াদিল্লি: ১৪ তম মরশুমের ১৪ তম ম্যাচে চেন্নাই জমজমাট৷ জয়ের খোঁজে সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংস৷ কেএল রাহুল এখনও অবধি ৮৪ টি ম্যাচ খেলেছেন অন্যদিকে ডেভিড ওয়ার্নার খেলেছেন ১৪৫ টি ম্যাচ ৷ তবে এই ্ম্যাচ একটু হলেও বেশি গুরুত্বপূর্ণ হায়দরাবাদের জন্য৷ কারণ এখনও তারা মরশুমের প্রথম জয় হাতড়াচ্ছে৷ এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল পঞ্জাব কিংস৷
দেখে নিন টসের মুহূর্তের ভিডিও
advertisement
advertisement
দুই দলেই এদিন প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন এসেছে৷ দেখে নিন দুই দলের প্লেয়িং ইলেভেন৷
advertisement
advertisement
আইপিএল (IPL 2021) -র চোদ্দতম মরশুমে বুধবারে ১৪ তম খেলা৷ মুখোমুখি পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ ৷ ভারতীয় সময় সাড়ে তিনটেয় খেলা শুরু৷ হায়দরাবাদের দল আইপিএলে এখনও জয়ের খাতা খুলতে পারেনি৷ এদিকে পঞ্জাবও নিজের তিনটি ম্যাচের ২ টি তে হেরেছে৷ হায়দরাবাদ তিনটি ম্যাচেই তাড়া করে অল্প ব্যবধানে হেরেছে৷
আজ আর তাই সেই ভুলে পুনরাবৃত্তি চায়না দক্ষিণী হেভিওয়েটরা৷
advertisement
দলের মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ভালো পারফর্ম করছে না৷ মুম্বইয়ের বিরুদ্ধে ওয়ার্নার ও বেয়রস্তো ভালো শুরু করেছিলেন৷ কিন্তু এরা আউট হতেই সব গণ্ডগোল৷ ভুবনেশ্বর কুমার বল হাতে সেরকম ভালো পারফর্ম করেননি৷ তিনি মাত্র ২ টি উইকেট নিয়েছেন৷
advertisement
পঞ্জাব শুরু ভালো করেই একেবারে পড়ে গেছে৷ কিন্তু তাদের একটা ভালো স্পিনারের অভাব ভোগাচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: PBKS vs SRH -র দু‘দলেই প্রথম একদশে বদল, দেখে নিন টসের মুহূর্ত
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement