IPL 2021: সুপার চার্জড আপ পারফরম্যান্স চাহারের, ভারতের হেডস্যারের ট্যুইটে শোরগোল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ম্যান অফ দ্য ম্যাচকে নিয়ে তাবড় ক্রিকেটবোদ্ধারা ঠিক কী বললেন...
#মুম্বই: দীপক চাহারের (Deepak Chahar) দারুণ বোলিং স্পেল দেখে মুগ্ধ ক্রিকেট ফ্যান থেকে ক্রিকেটবোদ্ধা সকলেই৷ তবে ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ একেবারে প্রশংসায় ভরিয়ে দিলেন দীপক চাহারকে৷ নিজের ট্যুইটে রবি শাস্ত্রী জানিয়েছেন, ‘‘Proven fact. Genuine swing both ways with control can undo the best. Super variations. Brilliant’’ -অর্থাৎ প্রমাণিত সত্য, দু‘দিকেই দারুণ সুইং, যার জন্য সেরারাও ভুল করে, দারুণ বৈচিত্র, দুদ্ধর্ষ৷ ’’
প্রথম ম্যাচে খালি হাতে ফিরলেনও দ্বিতীয় ম্যাচে পঞ্জাব টপ অর্ডারকে একেবারে শেষ করে দেন তিনি৷ টপ অর্ডারের পাঁচ জনের মধ্যে চারজনই তাঁর বিষাক্ত বোলিংয়ের শিকার৷ প্রথমেই ময়ঙ্ক আগরওয়ালের আউটসাইড এজ লেগে স্টাম্প উড়ে যায়৷ এরপর শান্ত দ্বিতীয় ওভারের পর তার জোড়া ধাক্কায় পঞ্জাব দলের মেরুদণ্ডের মধ্যে দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যায়৷ তিনি পরপর তুলে নেন ক্রিস গেইল (Chris Gayle) নিকোলাস পুরান (Nicholas Pooran)-কে ৷ তিনটি বলের মধ্যে এই দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি৷ তাঁকে দিয়ে একবারেই স্পেল করিয়ে নেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ৷ নিজের ২০০ তম ম্যাচে (MS Dhoni 200 match) ধোনির এই সিদ্ধান্ত কামাল হয়ে যায়৷ শেষ ওভারে দীপক হুডাকে আউট করে চার উইকেট ঝোলায় ভরে নেন দীপক চাহার৷ তাঁর এদিনের পরিসংখ্যান ৪/১৩৷
advertisement
দীপকের এই পারফরম্যান্সের পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ধন্য ধন্য৷ টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) তাঁকে স্যালুট করেন৷
advertisement
Proven fact. Genuine swing both ways with control can undo the best. Super variations. Brilliant @deepak_chahar9 #CSKvsPBKS @IPL #IPL2021 @ChennaiIPL pic.twitter.com/Dn2s8luZj7
— Ravi Shastri (@RaviShastriOfc) April 16, 2021
advertisement
এছাডা়ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞ তিনিও উচ্ছ্বসিত প্রশংসায় দীপককে ভরিয়ে দিয়েছেন৷ তিনি বলেছেন ভাগ্য সঙ্গ না দেওয়ায় তিনি ভারতীয় ক্রিকেট দলের ক্ষুদ্রতম ফর্ম্যাটে নেই৷ তিনি আরও যোগ করে বলেন খুব একটা আগেও নয় যখন তিনি বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেট নিয়েছিলেন৷ যা টি টোয়েন্টি ওয়ার্ল্ড রেকর্ড৷
Wonder why Deepak Chahar had fallen out of favour for Team India in the T20s.....in the squad but not in the playing XI. World record holder....achieved that not too long ago. #PBKSvsCSK #IPL2021
— Aakash Chopra (@cricketaakash) April 16, 2021
advertisement
একই ভাবে দীপকের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন ইরফান পাঠানও৷ নিজের মাইক্রোব্লগিং সাইটের জন্য তিনি ট্যুইট করেছেন৷
Smart bowling by Deepak chahar. Surprise Bouncer is always a good option from swing bowler,as batsman always thinking to play on front foot to negate the swing. #CSKvPBKS
— Irfan Pathan (@IrfanPathan) April 16, 2021
advertisement
দীপক চাহারের দুরন্ত বোলিংয়ে ভর দিয়ে সিএসকে পঞ্জাবকে ৮ উইকেটে ১০৬ রান করে৷
view commentsLocation :
First Published :
April 16, 2021 11:08 PM IST

