IPL 2021: ক্রিস গেইল পেয়ে গেলেন ‘রাণী’, প্রবল আনন্দে লাগলেন নাচতে, দেখুন ভিডিও

Last Updated:

এবার ফের এক তাঁর ভিডিও সামনে এসেছে৷

Chris Gayle's started dancing- Photo Courtesy-Instagram
Chris Gayle's started dancing- Photo Courtesy-Instagram
#কলকাতা: আইপিএল ২০২১ (IPL 2021) এ পঞ্জাব কিংসের  (PBKS)  তারকা ক্রিকেটার ক্রিস গেইল (Chris Gayle) এখনও নিজের দাপট সেভাবে দেখাননি৷ কিন্তু সবসময়েই তাঁকে অগ্রাহ্য করা যায় না৷ তিনি নিজেও বিন্দাস থাকেন আর তাঁর সঙ্গে যাঁরা থাকেন তাঁদেরও হাসিখুশিতে ভরিয়ে রাখেন৷ এবার ফের এক তাঁর ভিডিও সামনে এসেছে৷
এই ভিডিওতে ক্যারাম খেলছেন ক্যারিবিয়ান বস৷ এতে ক্যারাম বোর্ডে লাইন বসিয়ে একটি অতি শক্ত অ্যাঙ্গেল পেরিয়ে গেছেন৷ আর সেই শক্ত অ্যাঙ্গেলের শট মারার পরেই তিনি ঘরের মধ্যেই সেলিব্রেশন শুরু করে দিয়েছেন৷ ঘরের মধ্যেই দেদার দৌড় দিয়েছেন৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ দেখে নিন সেই ভিডিও৷
advertisement
advertisement
গেইলের এই ভিডিও পঞ্জাব কিংস নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন৷ এই ভিডিও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের ঠিক আগেই সামনে এসেছিল৷ ম্যাচের আগে গেইল সঙ্গীদের সঙ্গে ক্যারাম খেলছিলেন৷ পারফেক্ট শটের পরেই তিনি নেচেছেন ৷ ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে ,‘রাণী তো বস কি হোগি’৷
এ মরশুমের গেইলের ক্রিকেটের কথা বললে বলতে হয় ৬ ম্যাচে ১১৯ স্ট্রাইকরেটে ১১৩ রান করেছেন৷ আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে গেইল পুরো স্বমহিমায় ছিলেন৷ প্রভাসিমরণ সিংহ তাড়াতাড়ি আউট হয়ে যান৷ এরপরেই গেইল বিস্ফোরক হয়ে ওঠেন৷ গেইল জেমিসনের ওভারে পাঁচটি চার মারেন৷
advertisement
পঞ্জাবের ইনিংসের ছয় ওভারে তিনি লাগাতার চারটি চার মারেন৷ এই ওভারটি জেমিসন বল করেছিলেন৷ এই ওভারের শেষ বলেও চার মারেন তিনি৷ অর্থাৎ গেইল ২৪ বলে ৪৬ রান করেন৷ ইনিংসে তিনি ৬ টি চার ও ২ ছক্কা মারেন৷ অর্থাৎ  তাঁর ৩৬ রান বাউন্ডারি থেকে এসেছে৷ স্ট্রাইকরেট ১৯১ বেশি ছিল৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: ক্রিস গেইল পেয়ে গেলেন ‘রাণী’, প্রবল আনন্দে লাগলেন নাচতে, দেখুন ভিডিও
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement