IPL Opening ceremony 2021: কয়েক ঘণ্টা পরেই মেগা টুর্নামেন্ট, ওপেনিং সেরিমনি কি হচ্ছে?

Last Updated:

এবার করোনা ভাইরাস অতিমারির জেরে কোনও দলই নিজের হোম গ্রাউন্ডে খেলতে পারবে না৷

#চেন্নাই: আইপিএল (IPL 2021) শুরু হয়েছে ৷ কয়েক ঘণ্টা পরেই ৯ এপ্রিল সেই বিশেষ সময় সাড়ে সাতটায় আইপিএলের প্রথম ম্যাচ ৷ যেখানে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ এদিনের ফাইনালে চেন্নাইতে খেলা হবে৷
আইপিএল ২০২০  সংযুক্ত আরব আমিরশাহিতে কোনও ওপেনিং সেরিমনি ছিল না৷ কিন্তু সেবার গর্ভনিং কাউন্সিল প্রথমবার বিশেষ কিছু ব্যক্তিত্বকে ডেকেছিল৷ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ড ইন ইন্ডিয়া বিসিসিআই সচিব জয় শাহকে ওপেনিংয়ে আসতে বলা হয়েছে৷ এছাড়াও হুইলচেয়ার ক্রিকেট ইন্ডিয়াকেও আমন্ত্রণ পাঠানো হয়েছে৷ এদিকে বিসিসিআই কোনও মিডিয়াকে ক্রিকেট ভ্যেনুতে ম্যাচ কভার করতে অনুমতি দেয়নি৷ তবে সমস্ত রাজ্যের সদস্যদের ম্যাচের ওপেনিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে৷
advertisement
advertisement
advertisement
বোর্ডে এক বিজ্ঞপ্তি জারি করে বলেছে স্বাস্থ্য ও সুরক্ষা চিন্তা মাথায় রেখেই সংবাদমাধ্যমকে ম্যাচ কভার করতে মাঠে ঢুকতে দেওয়া হবে না৷ যদি আবার স্বাস্থ্য পরিস্থিতি ঠিক হয়ে যায় কোভিডের দ্বিতীয় ওয়েভ নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় তাহলে আবার সংবাদমাধ্যমকে মাঠে ঢুকে ম্যাচ কভার করতে দেওয়া হবে৷ এই বিষয়ে ঘোষণা সামনের দিনে করা যাবে৷ বিসিসিআই ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে ভার্চুয়াল প্রেস কনফারেন্সের সুযোগ দেবে৷
advertisement
এবার করোনা ভাইরাস অতিমারির জেরে কোনও দলই নিজের হোম গ্রাউন্ডে খেলতে পারবে না৷ দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ ও হায়দরাবাদে খেলা হবে৷ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ৩০ মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা হবে৷ কোনও দলই নিজের হোম গ্রাউন্ডে খেলার সুযোগ পাবে না৷ মুম্বই এবার নিজেদের সবচেয়ে বেশি ম্যাচ চেন্নাইতে খেলবে৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL Opening ceremony 2021: কয়েক ঘণ্টা পরেই মেগা টুর্নামেন্ট, ওপেনিং সেরিমনি কি হচ্ছে?
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement