#চেন্নাই: আইপিএল (IPL 2021) শুরু হয়েছে ৷ কয়েক ঘণ্টা পরেই ৯ এপ্রিল সেই বিশেষ সময় সাড়ে সাতটায় আইপিএলের প্রথম ম্যাচ ৷ যেখানে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ এদিনের ফাইনালে চেন্নাইতে খেলা হবে৷
আইপিএল ২০২০ সংযুক্ত আরব আমিরশাহিতে কোনও ওপেনিং সেরিমনি ছিল না৷ কিন্তু সেবার গর্ভনিং কাউন্সিল প্রথমবার বিশেষ কিছু ব্যক্তিত্বকে ডেকেছিল৷ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ড ইন ইন্ডিয়া বিসিসিআই সচিব জয় শাহকে ওপেনিংয়ে আসতে বলা হয়েছে৷ এছাড়াও হুইলচেয়ার ক্রিকেট ইন্ডিয়াকেও আমন্ত্রণ পাঠানো হয়েছে৷ এদিকে বিসিসিআই কোনও মিডিয়াকে ক্রিকেট ভ্যেনুতে ম্যাচ কভার করতে অনুমতি দেয়নি৷ তবে সমস্ত রাজ্যের সদস্যদের ম্যাচের ওপেনিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে৷
IPL 2021: BCCI Secretary invites Differently-Abled Cricket Council of India members for opener.
Thank You @BCCI @JayShah #IPL2021 #bccihttps://t.co/q2BvjzTdNb — Cricket Association for the Blind in India (CABI) (@blind_cricket) April 9, 2021
This year’s IPL Opening ceremony for the first time shall have representation from the Differently abled governing council members. Mr. Jay Shah, the Secretary of the BCCI, has extended invitation to the office bearers of the Differently Abled Cricket Council of India (DCCI) pic.twitter.com/d1vur2azpU
— Wheelchair Cricket India (@india_wcc) April 8, 2021
বোর্ডে এক বিজ্ঞপ্তি জারি করে বলেছে স্বাস্থ্য ও সুরক্ষা চিন্তা মাথায় রেখেই সংবাদমাধ্যমকে ম্যাচ কভার করতে মাঠে ঢুকতে দেওয়া হবে না৷ যদি আবার স্বাস্থ্য পরিস্থিতি ঠিক হয়ে যায় কোভিডের দ্বিতীয় ওয়েভ নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় তাহলে আবার সংবাদমাধ্যমকে মাঠে ঢুকে ম্যাচ কভার করতে দেওয়া হবে৷ এই বিষয়ে ঘোষণা সামনের দিনে করা যাবে৷ বিসিসিআই ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে ভার্চুয়াল প্রেস কনফারেন্সের সুযোগ দেবে৷
এবার করোনা ভাইরাস অতিমারির জেরে কোনও দলই নিজের হোম গ্রাউন্ডে খেলতে পারবে না৷ দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ ও হায়দরাবাদে খেলা হবে৷ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ৩০ মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা হবে৷ কোনও দলই নিজের হোম গ্রাউন্ডে খেলার সুযোগ পাবে না৷ মুম্বই এবার নিজেদের সবচেয়ে বেশি ম্যাচ চেন্নাইতে খেলবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2021