IPL 2021: ওয়াংখেড়ে থেকে খেলা সরানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বাসিন্দাদের

Last Updated:

সম্প্রচারকারী সংস্থার ১৪ জন করোনা পজিটিভ কী করে সুরক্ষিত থাকবে আইপিএল৷

#মুম্বই:  সাম্প্রতিকতম ডেভলপমেন্ট অনুযায়ি ওয়াংখেড়ের কাছাকাছি যাঁরা বসবাস করছেন তাঁরা আইপিএল ম্যাচ সরানোর আবেদন করেছেন৷ কোভিড ১৯ সংক্রমণের কারণে মহারাষ্ট্র ও মুম্বইতে ক্রমশই সংক্রমণ বাড়ছে৷ আর এই নিরিখেই আইপিএল ২০২১ -র ম্যাচ ওয়াংখেড়েতে সরাতে চেয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি দিয়েছেন সেখানের স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের আবেদন অন্য কোনও ভ্যেনুতে সরিয়ে দেওয়া হোক ম্যাচ৷ টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি ২ এপ্রিল মুখ্যমন্ত্রীকে তাঁরা এই মর্মে চিঠি দিয়েছেন৷
স্থানীয় বাসিন্দারা ভয় পাচ্ছেন বিভিন্ন ক্রিকেট দলগুলি এলেই প্রচুর মানুষ এখানে ভিড় করবেন৷ তাঁরা নিজেদের ফেভারিট তারকাদের এক ঝলক দেখার জন্য সেখানে জড়ো হবেন৷ ইতিমধ্যেই সেখানের বিভিন্ন বাড়ি সিল করে দেওয়া হয়েছে৷ মেরিন ড্রাইভ রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের এক সদস্য জানিয়েছেন তাঁরা আবেদন করেছেন ম্যাচ এমন ভ্যেনুতে সরিয়ে দেওয়া হক যেটা মানুষের বসবাসের এলাকা নয়৷
advertisement
তিনি আরও বলেছেন, ‘‘রাজ্য সরকাররা ধর্মীয় ও সামাজিক কাজকর্ম যেমন বিয়ে, মৃত্যু সংক্রান্ত অনুষ্ঠানে বিভিন্ন বাধা নিষেধ জারি করছেন সেখানে এরকম একটা জিনিসকে এই  খারাপ সময়ে কী করে ছাড় দেওয়া হল৷ আইপিএলের জনপ্রিয়তা ও মাত্রার কথা মাথায় রেখে কী করে এই সম্মতি দেওয়া হল৷ ’’
advertisement
আরেক বাসিন্দার মতে . ‘‘প্রত্যেক বছর ম্যাচের সময় এলাকায় প্রচুর পার্কিং সংক্রান্ত বিধিনিষেধ থাকে যা সিনিয়র বাসিন্দাদের জন্য খুবই অনভিপ্রেত বিশেষত এই কোভিডের সময়৷ ’’
advertisement
১১ গ্রাউন্ড স্টাফ এই মুহূর্তে করোনা পজিটিভ৷ প্লেয়াররা যেরকমভাবে একটা জায়গার মধ্যে থাক গ্রাউন্ড স্টাফরা সেভাবে থাকতেন না৷ তাঁরা সাধারণত ট্রেনে করে নিয়মিত যাতায়াত করতেন৷ এমসিএ এখন তাদের থাকার ব্যবস্থা করেছে৷ তারা এই সময়টা পুরোটাই স্টেডিয়ামের মধ্যে থাকবে৷ তবুও করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভবনা অত্যন্ত জোরালো৷
এদিকে শুধু এঁরা নয় সম্প্রচারকারী সংস্থার ১৪ জন ইতিমধ্যেই করোনা পজিটিভ হয়েছেন৷ সম্প্রচারকারী সংস্থার সদস্যরা সকলেই মুম্বইয়ের ফোর সিজনস হোটেলে ছিলেন সেখানেই তাঁরা পজিটিভ হন৷ দলে রয়েছেন ডিরেক্টর, ইভিএস অপরেটর্স , প্রডিউসার, ক্যামেরাম্যান ও ভিডিও এডিটর ৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: ওয়াংখেড়ে থেকে খেলা সরানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বাসিন্দাদের
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement