IPL 2021: KKR বধের অক্সিজেনে টগবগে MI, প্রথম জয় পেতে মরিয়া SRH

Last Updated:

সানরাইজার্স হায়দরাবাদ (SRH) এ মরশুমে শুরুটাই করেছে ল্যাজে গোবরে অবস্থায়৷

#চেন্নাই: সানরাইজার্স হায়দরাবাদ (SRH) এ মরশুমে শুরুটাই করেছে ল্যাজে গোবরে অবস্থায়৷ দু‘টি ম্যাচের (IPL 2021) ২ টিতেই হেরেছে ডেভিড ওয়ার্নার বাহিনী৷ এই অবস্থায় শনিবার তাদের সামনে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স৷ ডেভিড ওয়ার্নারের ( David Warner) ছেলেরা হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ও কলকাতা নাইট রাইডার্স (KKR) বিরুদ্ধের ম্যাচ দুটি৷
ওয়ার্নার, মণীশ পান্ডে, জনি বেয়রিস্তো প্রত্যেকেই ইতিমধ্যেই অর্ধশতরান করে ফেলেছেন কিন্তু তারপরেও দল জয়ের মুখ দেখেনি৷ এদিকে মুম্বই ইন্ডিয়ান্স  (MI) এ মরশুমে আরসিবি-র কাছে হারলেও কলকাতা নাইট রাইডার্সকে জেতা ম্যাচ হারিয়ে দিয়ে আত্মবিশ্বাসে ফুটছে৷
ব্যাটসম্যানদের পাশাপাশি SRH -ক্যাম্পের ধামাকা বোলার রশিদ খান দু‘টি ম্যাচেই ২ টি করে উইকেট পেয়েছেন৷ প্রথম ম্যাচে ২৪ রান দিয়ে ২ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি৷
advertisement
advertisement
ওয়েস্টইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডার আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে ৩ উইকেট পান কিন্তু তিনি ব্যাট হাত কার্যকর হতে পারেননি৷ ফলে একসময় যে দল ২ উইকেট খুইয়ে ১১৬ রান করেছিল তারা ১৫০ তাড়া করে উঠতে পারেনি৷
ভুবনেশ্বর কুমার সানরাইজার্সের স্ট্রাইক বোলার তিনি দুটি ম্যাচে একটি করেই  উইকেট পেয়েছন৷ ২০১৬ -র চ্যাম্পিয়নরা এম এ  চিদাম্বরম স্টেডিয়ামে এদিন নিজেদের পারফরম্যান্সে আরও বেশি ধারাবাহিকতা দাবি করছে৷
advertisement
এদিকে মুম্বই ইন্ডিয়ান্স (MI) কেকেআরের নিশ্চিত জয়ের কেক মুখ থেকে কার্যত ছিনিয়ে নিয়েছে৷ ডেথ ওভারে তারা যেভাবে ম্যাচে ফিরে এসেছিল তা কুর্নিশযোগ্য৷ এই ম্যাচে তারা ১৫২ রানই করতে পেরেছিল৷ আর ওপেনিং পার্টনারশিপেই নীতিশ রাণা ও শুভমান গিলের ওপেনিং পার্টনারশিপ ছিল ৭২ রানের৷ প্রথম উইকেট তারা যখন খোয়ায় তখন তাদের ৯ ওভার খেলা হয়ে গিয়েছিল৷ কিন্তু এরপর যেন উইকেট খোয়ানোর ধুম পড়ে যায়৷ আর ১২২ রানে ৩ উইকেট থেকে কেকেআর ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে ১৪০ করে উঠতে পেরেছিল৷ ফলে যা হওয়ার তাই হয় ১০ রানে ম্যাচ হারে তারা৷
advertisement
এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা (Rohit Sharma) এবং সূর্য কুমার যাদব (Suryakumar Yadav)  যথাক্রমে ৪৩ ও ৫৬ রান করেন৷ মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচে নিজের মিডল অর্ডারের থেকে আরও ভালো পারফরম্যান্স  আশা করছে৷ এই ম্যাচে রাহুল চাহার ২৭ রান দিয়ে ৪ উইকেট পেয়েছিল আর ট্রেন্ট বোল্ট ২ উইকেট নেন৷ এছাড়া কেকেআরকে জয়ের লাইন থেকে সরিয়ে দিয়েছিল জসপ্রীত বুমরাহের ডেথ ওভারের দুরন্ত বোলিং৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: KKR বধের অক্সিজেনে টগবগে MI, প্রথম জয় পেতে মরিয়া SRH
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement