IPL 2021: MI vs SRH ম্যাচে ড্রিম ইলেভেনে কারা, কোথায়, কখন রাখবেন নজর

Last Updated:

কে জিতবে আজকের ম্যাচ ড্রিম ইলেভেনে কারা থাকবেন?

#চেন্নাই: আইপিএল ২০২১  (IPL 2021)-র ১৪ তম মরশুম শনিবার মুম্বই ইন্ডিয়ান্স  (Mumbai Indians)  আর সানরাইজার্স হায়দরাবাদ  (Sunrisers Hyderabad) আজ শনিবার খেলবে৷ এই দুটি দলই নিজেদের প্রথম দুটি দল যারা এবারের আইপিএলের তৃতীয় ম্যাচ খেলবে৷
সানরাইজার্স হায়দরাবাদ (SRH) এ মরশুমে শুরুটাই করেছে ল্যাজে গোবরে অবস্থায়৷ দু‘টি ম্যাচের (IPL 2021) ২ টিতেই হেরেছে ডেভিড ওয়ার্নার বাহিনী৷ এই অবস্থায় শনিবার তাদের সামনে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স৷ ডেভিড ওয়ার্নারের ( David Warner) ছেলেরা হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ও কলকাতা নাইট রাইডার্স (KKR) বিরুদ্ধের ম্যাচ দুটি৷
ওয়ার্নার, মণীশ পান্ডে, জনি বেয়রিস্তো প্রত্যেকেই ইতিমধ্যেই অর্ধশতরান করে ফেলেছেন কিন্তু তারপরেও দল জয়ের মুখ দেখেনি৷ এদিকে মুম্বই ইন্ডিয়ান্স  (MI) এ মরশুমে আরসিবি-র কাছে হারলেও কলকাতা নাইট রাইডার্সকে জেতা ম্যাচ হারিয়ে দিয়ে আত্মবিশ্বাসে ফুটছে৷
advertisement
advertisement
এদিকে মুম্বই ইন্ডিয়ান্স (MI) কেকেআরের নিশ্চিত জয়ের KKR-র  মুখ থেকে কার্যত ছিনিয়ে নিয়েছে৷ ডেথ ওভারে তারা যেভাবে ম্যাচে ফিরে এসেছিল তা কুর্নিশযোগ্য৷ এই ম্যাচে তারা ১৫২ রানই করতে পেরেছিল৷ আর ওপেনিং পার্টনারশিপেই নীতিশ রাণা ও শুভমান গিলের ওপেনিং পার্টনারশিপ ছিল ৭২ রানের৷ প্রথম উইকেট তারা যখন খোয়ায় তখন তাদের ৯ ওভার খেলা হয়ে গিয়েছিল৷ কিন্তু এরপর যেন উইকেট খোয়ানোর ধুম পড়ে যায়৷ আর ১২২ রানে ৩ উইকেট থেকে কেকেআর ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে ১৪০ করে উঠতে পেরেছিল৷ ফলে যা হওয়ার তাই হয় ১০ রানে ম্যাচ হারে তারা৷
advertisement
ওয়ার্নারের ওপর উঠেছে প্রশ্ন৷ অস্ট্রেলিয়ান তারকার প্রথম একাদশ বেছে নেওয়া নিয়ে খুশি নয় থিঙ্কট্যাঙ্ক৷ মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ড্রিম ইলেভেন৷
উইকেটরক্ষক- কুইন্টন ডি কক
ক্রিকেটার- রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, মণীশ পান্ডে, সূর্যকুমার যাদব
অলরাউন্ডার- ক্রুণাল পান্ডিয়া, জেসন হোল্ডার
বোলার- রশিদ খান, রাহুল চাহার, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার
আইপিএল ম্যাচ কখন শুরু হবে?
advertisement
আইপিএল ২০২১ -র ৯ নম্বর ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে সন্ধ্যা সাড়ে সাতটায় খেলা হবে৷ টস হবে সন্ধ্যা সাতটায়৷
১৭ এপ্রিলের এই ম্যাচ হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে৷
এই ম্যাচের লাইভ সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে, আর লাইভ স্ট্রিমিং হবে হটস্টারে৷ যারা জিও গ্রাহক তারা এই স্ট্রিমিং ফ্রি -তে দেখতে পাবেন৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: MI vs SRH ম্যাচে ড্রিম ইলেভেনে কারা, কোথায়, কখন রাখবেন নজর
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement