IPL 2021: হায় রে পোড়া কপাল, আইপিএলের উদ্বোধনী ম্যাচে Mumbai Indians-র পারফরম্যান্স জানেন!

Last Updated:

Mumbai Indians vs RCB -র প্রথম ম্যাচ আইপিএল ২০২১ -র৷

#চেন্নাই : মুম্বই ইন্ডিয়ান্স  (Mumbai Indians) আইপিএলের  ইতিহাসের সবচেয়ে সফল দল হলেও এদিন আইপিএলের (IPL 2021) ওপেনিং ম্যাচ (IPL Opening Match) খেলার আগে দুরুদুরু বক্ষেই নামবে৷ কারণ ২০১৩ সাল থেকে আইপিএলের ওপেনিং ম্যাচে লাগাতার হেরে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স৷ গত আট মরশুম ধরে লাগাতার একটাও প্রথম ম্যাচে জিততে পারেনি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স৷ মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে৷ মুম্বই ইন্ডিয়ান্স ২০১৩ , ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ তে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে৷ এইবছর যদি তারা ফের খেতাব জেতে তাহলে আইপিএল জয়ের হ্যাটট্রিক করে ফেলবে তারা৷
আজ সন্ধ্যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে খেলতে নেমে রোহিতের মুম্বই নিজেদের পুরোন কালো রেকর্ড ভাঙতে পারে কিনা সেটাই এখন দেখার৷
আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ান্স (৪ এপ্রিল ২০১৩) - শেষ ওভার অবধি খেলা গড়িয়েছিল মুম্বই এই ম্যাচে ২ রানে হেরে গিয়েছিল৷ আরসিবি ২০ ওভারে ১৫৬ রান করেছিল৷ আর মুম্বইয়ের শেষ ওভারে ১০ রান দরকার  ছিল যা মুম্বই করতে পারেনি৷
advertisement
advertisement
কেকেআর বনাম মুম্বই (১৬ এপ্রিল ২০১৪) -নাইটরা প্রথম ব্যাট করে ১৬৩ রান করেছিল৷ ম্যাচে নাইট বোলারদের শানদার পারফরম্যান্সে মুম্বই ৪১ রান পিছনে থেকে গিয়েছিল মুম্বই৷
কেকেআর বনাম মুম্বই (৮ এপ্রিল ২০১৫) - মুম্বইয়ের দ্বিতীয় ট্রফি জয়ের বছরে তারা ফের একবার ওপেনিং ম্যাচে হেরেছিল৷ মুম্বই ১৬৮ রান করেছিল৷ গম্ভীরের অর্ধ শতরানের সৌজন্যে কলকাতা ৯ বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল তারা৷
advertisement
রাইজিং পুণে সুপার জায়ান্ট বনাম মুম্বই (৯ এপ্রিল ২০১৬) - আরপিএসের কাছে ৯ উইকেটে হেরে গিয়েছিল মুম্বই৷ প্রথমে ব্যাট করে ১০০ রানের গণ্ডিও টপকাতে পারেনি মুম্বই৷ হরভজন সিং ৩০ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ১০০ রান সহজেই টপকে যায়৷ পাঁচ ওভার হাতে থাকতেই ম্যাচ জিতে যায় তারা৷
রাইজিং পুণে সুপার জায়ান্ট বনাম মুম্বই (৬ এপ্রিল ২০১৭) - ১৮৪ কা করেও মুম্বই ইন্ডিয়ান্স হেরে গিয়েছিল৷ অজিঙ্ক রাহানে ও স্টিভ স্মিথের যোজনার কাছে মাত হয়ে যায় তারা ৷ এক বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় রাইজিং পুণে৷ এবারের খেতাব গিয়েছিল মুম্বইয়ের ঘরে৷
advertisement
চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (৭ এপ্রিল ২০১৮) - এটা একেবারে রুদ্ধশ্বাস ম্যাচ ছিল৷ মুম্বই এই ম্যাচে ১৬৫ রান করেছিল৷ সূর্যকুমার যাদব ও ইশান কিষণ ভালো খেলেছিলেন৷ এদিকে চেন্নাই ১৬.৩ ওভারে ৮ উইকেটে ১১৮ রান করেও ম্যাচ জিতে গিয়েছিল৷ ব্র্যাভো ৩০ বলে ৬৮ রান করে ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন৷
advertisement
দিল্লি ক্যাপিটাল্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (২৪ মার্চ ২০১৯)- ঋষভ পন্থ ২৭বলে ৭৮ রান করেছিলেন, যার সুবাদে ৬ উইকেটে ২১৩ রান হয়েছিল৷ দিল্লি ৩৭ রানে সহজে ম্যাচ জিতেছিল৷
চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই (১৯ সেপ্টেম্বর ২০২০)- চেন্নাই সুপার কিংসের মতো দলের পক্ষে ১৬২ রান কোনও বড় টার্গেট নয়৷ অম্বাতি রায়ডু ও ফ্যাফ ডুপ্লেসিস দারুণ ইনিংস খেলে চেন্নাইকে ম্যাচ জিতিয়ে দেন৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: হায় রে পোড়া কপাল, আইপিএলের উদ্বোধনী ম্যাচে Mumbai Indians-র পারফরম্যান্স জানেন!
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement