IPL 2021: একাই চটকালেন মুম্বইয়ের ৫ উইকেট, হর্ষল কে জানতে তুঙ্গে আগ্রহ ক্রিকেটপ্রেমীদের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কে এই গুজরাতি যিনি মুম্বইয়ের তারকাদের করলেন বধ...
#চেন্নাই: বিরাট কোহলি আস্থা রেখেছিলেন আর অধিনায়কের আস্থার দাম দিলেন তরুণ হর্ষল প্যাটেল৷ আইপিএলের মঞ্চে যখন পারফর্ম করতে হয় তখন এক সে বড়কর এক খিলাড়ি ফ্লপ করে যান সেখানে ওপেনিং ম্যাচের ১৬ তম ওভারে বল হাতে পাওয়া হর্ষল যা করে দেখালেন তা নিঃসন্দেহে নজির৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৬ তম ওভারে বল করতে ডাকেন হর্ষলকে৷ তখন রোহিতের মুম্বই ৩ উইকেট খুইয়ে ১২৭ রানে ছিল৷ ক্রিজে তখনও আসার কথা ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ডের মতো ধামাকা ক্রিকেটাররা৷ সমস্ত কিছু স্বাভাবিকভাবে চললে অন্তত ১৮০-১৯০ রান উঠতে পারে৷ তিনি পাঁচটি উইকেট লুটে নিয়ে শেষ করে দেন মুম্বইয়ের বড় রানের স্বপ্ন৷ আরও আনন্দের বিষয় কার্যত সোনায় সোহাগা যে উইনিং শটও আসে তাঁরই ব্যাট থেকে৷
হর্ষল প্যাটেল মুম্বই ইন্ডিয়ান্সের দুরন্ত গতিকে একেবারে বেলাইন করে দেন ৷ ১৬ তম ওভারে তিনি হার্দিক পান্ডিয়াকে আউট করে দেন, এরপর ১৮ তম ওভারে ইশান কিষাণকে আউট করে গতি পুরোপুরি রুদ্ধ করে দেন৷ আর ম্যাচের শেষ ওভারে একেবারে বিষাক্ত বোলিংয়ে তছনছ করে দেন তিনি৷ এই ওভারে ক্রুণাল, পোলার্ড ও মার্কো জেনসনকে উইকেট তুলে নেন আর মুম্বইয়ের স্কোর দাঁড়ায় ১৫৯/৯৷ আর হর্ষল প্যাটেল মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচ উইকেট তুলে নেওয়া প্রথম বোলার হলেন৷ যা আইপিএলের ইতিহাসে নজির৷
advertisement
হরিয়ানার এই ক্রিকেটার জানিয়েছেন শেষ ওভারে ব্যাট বল সামাণ্য আটকে আসছিল ৷ এতেই তিনি বুঝে গিয়েছিলেন যে বল কীভাবে করতে হবে৷ বিপক্ষ দলের ক্রিকেটার দেখে সবসময় বল করা যায় না কিন্তু নিজের প্ল্যানিংয়ে ঠিক থেকে বল করলে সাফল্য আসবেই৷
advertisement
৩০ বছরের হর্ষল তিনি জানতেন তাঁকে শেষ দু‘ ওভার বল করতে হবে৷ কিন্তু তিনি দারুণ খুশি যে তাঁকে আরও একটি অতিরিক্ত ওভার বোলিংয়ের দায়িত্ব দেওয়া হবে৷ তিনি নিজেও উচ্ছ্বসিত যে ১০০ টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলা হর্ষল৷ কারণ এই প্রথম তিনি কোনও ম্যাচে ৫ উইকেট পেলেন৷ তাও আবার মুম্বই ইন্ডিয়ান্সের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে৷
advertisement
গুজরাতে জন্মেছেন হর্ষল৷ তিনি ২০০৯ সাল থেকে সিনিয়র লেভেল ক্রিকেট খেলছেন৷ এরমধ্যে ৬৪ টি ফার্স্টক্লাস ম্যাচ, ৫৭ টি লিস্ট এ ম্যাচ, ৯৭ টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন৷ তিনি এখন হরিয়ানা দলের অধিনায়ক৷ আইপিএলে খেলছেন ২০১০ থেকে৷ কিন্তু তাঁকে প্রধানত ব্যাকআপ বোলার হিসেবেই ব্যবহার করা হয়৷ তবে এই ম্যাচের পর তাঁর ওপর দায়িত্ব নিশ্চিতভাবে বাড়বে৷
view commentsLocation :
First Published :
April 10, 2021 9:07 AM IST

