হোম /খবর /খেলা /
IPL 2021:ম্যাচ জাস্ট শুরু হবে,পাওয়ার প্লেতে KKR বিশ্রী খেলে অন্যদিকে SRH চমৎকার

IPL 2021: ম্যাচ জাস্ট শুরু হবে, পাওয়ার প্লেতে KKR বিশ্রী খেলে অন্যদিকে SRH চমৎকার

SRH is ready for their first match against KKR -Photo- Twitter

SRH is ready for their first match against KKR -Photo- Twitter

কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ ঘিরে বাড়ছে উত্তেজনা৷

  • Last Updated :
  • Share this:

#চেন্নাই: IPL 2021 -র বর্তমান মরশুমের প্রথম ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দরাবাদ  (SRH)৷ তাদের প্রতিপক্ষ কেকেআর (KKR)৷ হায়দরাবাদে আইপিএলে প্রদর্শন বেশ ভালো৷ তারা পরপর পাঁচটা মরশুম প্লে অফে পৌঁছে গেছে৷ গত মরশুমে যোগ্যতা অর্জন পর্বে পেরোলেও প্লে অফে হেরে গিয়েছিল৷ অন্যদিকে কেকেআর প্লে অফের টিকিট পায়নি গত মরশুমে৷ ফলে কেকেআরের জন্য এই প্রথম ম্যাচ যথেষ্ট চ্যালেঞ্জিং হবে৷

আইপিএল গত ২ মরশুমে পাওয়ার প্লে -কথা তুললে দেখা যাবে সানরাইজার্স হায়দরাবাদ সবচেয়ে বেশি রান করেছে৷ দলে এই মুহূর্তে ৮.৮০৭ রানরেটে তারা ১৬৪১ রান করেছে৷ অন্যদিকে কলকাতার দলটি ৭.৫১৯ রান রেটে ১২৬৭ রান করেছে৷

পাওয়ার প্লে -তে হায়দরাবাদের পারফরম্যান্স কেকেআরের তুলনায় অনেকটা ভালো৷ হায়দরাবাদ পাওয়ার প্লেতে ৫৩ রান গড়ে রান করেছে৷ অন্যদিকে কেকেআর মাত্র ৪৫ গড়ে রান করেছে৷ হায়দরাবাদের পক্ষ থেকে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও জনি  বেয়রস্তো দ্রুত গতিতে রান তোলেন৷

হায়দরাবাদ সবচেয়ে কম ২৬ উইকেট পাওয়ার প্লে -তে উইকেট হারিয়েছে৷ অন্য ৭ টি দল যেখানে গড়ে ৩০ বা তার চেয়ে বেশি উইকেট হারিয়েছে৷ কেকেআর এর মধ্যে আরও খারাপ পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখিয়ে ৪৪ উইকেট হারিয়েছে৷ অর্থাৎ প্রথম ৬ ওভারে কেকেআর সবচেয়ে বেশি উইকেট হারিয়েছে৷ এই কারণেই আইপিএলে সাম্প্রতিক মরশুমগুলিতে কেকেআরের সেই ঝাঁঝ লাগানো পারফরম্যান্স পাওয়া যায়নি৷  অথচ হায়দরাবাদ একবার কিন্তু কেকেআর ২ বার আইপিএল খেতাব জিতেছে৷

গত মরশুমে কেকেআর আইপিএলে ২ বার গ্রুপ পর্বে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল৷ আর ২ বারই তারা জিতেছিল৷ একটি ম্যাচ কেকেআর সুপার ওভারে জিতেছিল৷  আইপিএলে কেকেআর বনাম সানরাইজার্সে কেকেআরের পাল্লাই ভারি ৷ ১৯ বারের মধ্যে কেকেআর ১২ বার জিতেছে আর সানরাইজার্স ৭ বার ম্যাচ জিতেছে৷

Published by:Debalina Datta
First published:

Tags: IPL 2021, Kkr, SRH