IPL 2021: ম্যাচ জাস্ট শুরু হবে, পাওয়ার প্লেতে KKR বিশ্রী খেলে অন্যদিকে SRH চমৎকার

Last Updated:

কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ ঘিরে বাড়ছে উত্তেজনা৷

#চেন্নাই: IPL 2021 -র বর্তমান মরশুমের প্রথম ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দরাবাদ  (SRH)৷ তাদের প্রতিপক্ষ কেকেআর (KKR)৷ হায়দরাবাদে আইপিএলে প্রদর্শন বেশ ভালো৷ তারা পরপর পাঁচটা মরশুম প্লে অফে পৌঁছে গেছে৷ গত মরশুমে যোগ্যতা অর্জন পর্বে পেরোলেও প্লে অফে হেরে গিয়েছিল৷ অন্যদিকে কেকেআর প্লে অফের টিকিট পায়নি গত মরশুমে৷ ফলে কেকেআরের জন্য এই প্রথম ম্যাচ যথেষ্ট চ্যালেঞ্জিং হবে৷
আইপিএল গত ২ মরশুমে পাওয়ার প্লে -কথা তুললে দেখা যাবে সানরাইজার্স হায়দরাবাদ সবচেয়ে বেশি রান করেছে৷ দলে এই মুহূর্তে ৮.৮০৭ রানরেটে তারা ১৬৪১ রান করেছে৷ অন্যদিকে কলকাতার দলটি ৭.৫১৯ রান রেটে ১২৬৭ রান করেছে৷
পাওয়ার প্লে -তে হায়দরাবাদের পারফরম্যান্স কেকেআরের তুলনায় অনেকটা ভালো৷ হায়দরাবাদ পাওয়ার প্লেতে ৫৩ রান গড়ে রান করেছে৷ অন্যদিকে কেকেআর মাত্র ৪৫ গড়ে রান করেছে৷ হায়দরাবাদের পক্ষ থেকে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও জনি  বেয়রস্তো দ্রুত গতিতে রান তোলেন৷
advertisement
advertisement
হায়দরাবাদ সবচেয়ে কম ২৬ উইকেট পাওয়ার প্লে -তে উইকেট হারিয়েছে৷ অন্য ৭ টি দল যেখানে গড়ে ৩০ বা তার চেয়ে বেশি উইকেট হারিয়েছে৷ কেকেআর এর মধ্যে আরও খারাপ পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখিয়ে ৪৪ উইকেট হারিয়েছে৷ অর্থাৎ প্রথম ৬ ওভারে কেকেআর সবচেয়ে বেশি উইকেট হারিয়েছে৷ এই কারণেই আইপিএলে সাম্প্রতিক মরশুমগুলিতে কেকেআরের সেই ঝাঁঝ লাগানো পারফরম্যান্স পাওয়া যায়নি৷  অথচ হায়দরাবাদ একবার কিন্তু কেকেআর ২ বার আইপিএল খেতাব জিতেছে৷
advertisement
গত মরশুমে কেকেআর আইপিএলে ২ বার গ্রুপ পর্বে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল৷ আর ২ বারই তারা জিতেছিল৷ একটি ম্যাচ কেকেআর সুপার ওভারে জিতেছিল৷  আইপিএলে কেকেআর বনাম সানরাইজার্সে কেকেআরের পাল্লাই ভারি ৷ ১৯ বারের মধ্যে কেকেআর ১২ বার জিতেছে আর সানরাইজার্স ৭ বার ম্যাচ জিতেছে৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: ম্যাচ জাস্ট শুরু হবে, পাওয়ার প্লেতে KKR বিশ্রী খেলে অন্যদিকে SRH চমৎকার
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement