IPL 2021; KKR vs RR: ৮৬ রানে জিতল কেকেআর, প্লে-অফ-এর টিকিট প্রায় পাকা কলকাতার

Last Updated:

IPL 2021; KKR vs RR: শিভম মাভি নিলেন চারটি উইকেট। তিন উইকেট লকি ফার্গুসনের।

#শারজাহ: বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসকে ৮৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। কলকাতা এই জয়ের পর আইপিএলের প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলেছে প্রায়। প্রথমে ব্যাট করে কলকাতা চার উইকেটে ১৭১ রান করে। ৪৪ বলে চারটি বাউন্ডারি ও দুটি ছক্কার সাহায্যে ৫৬ রান করেন শুভমান গিল। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে প্রথম উইকেটে ৭৮ রান যোগ করেন তিনি। কেকেআরকে চ্যালেঞ্জিং স্কোর খাঁড়া করতে সাহায্য করেন দুই ওপেনার শুভমান ও ভেঙ্কটেশ।
জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের শুরুটা খুব খারাপ হয়। শুরু থেকেই একের পর এক উইকেট পড়তে থাকে। প্রথম ওভারেই আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল। সাকিব আল হাসানের বলে বোল্ড হন তিনি। এর পর দলের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনও রান পাননি। ১৬.১ ওভারে রাজস্থানের পুরো দল ৮৫ রানে গুটিয়ে যায়। রাহুল তেওয়াতিয়া সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেছেন।
advertisement
এই জয়ের পর কেকেআর-এর পয়েন্ট দাঁড়াল ১৪। কলকাতার নেট রান রেট ভাল। ফলে প্লে-অফে কলকাতার জায়গা প্রায় পাকা। অন্যদিকে, পঞ্জাব কিংস এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে জিতলেও প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল। আজকের ম্যাচ জেতার পরে পঞ্জাবের পয়েন্ট ছিল ১২। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের ১২ পয়েন্ট থাকলেও তাদের রান রেট -0.048। প্লে -অফে পৌঁছতে হলে রোহিত শর্মাদের এবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অলৌকিক কিছু করতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন- এই সাতটি দামি জিনিসের মালিক বিরাট কোহলি, দাম শুনলে চোখ কপালে উঠবে
কেকেআরের বোলিংয়ের সামনে এদিন ছারখার হয়ে যায় রাজস্থানের ব্যাটিং লাইন। শিভম মাভি এদিন চারটি উইকেট নিয়েছেন। প্রথম ওভারেই যশস্বীকে তুলে রাজস্থানকে শুরুতেই বড় ধাক্কা দেন সাকিব। লকি ফার্গুসন এদিন তিনটি উইকেট পেয়েছেন। সাকিব ও বরুণ চক্রবর্তী একটি করে উইকেট পেয়েছেন। এই জয় নিশ্চিতভাবেই কেকেআর শিবিরকে বড় স্বস্তি এনে দিল। একইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সকে হতাশায় ডুবিয়ে দিল বলা চলে।
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021; KKR vs RR: ৮৬ রানে জিতল কেকেআর, প্লে-অফ-এর টিকিট প্রায় পাকা কলকাতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement