IPL 2021, KKR vs SRH : দীনেশ কার্তিকের ব্যাটে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল নাইটরা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
IPL 2021, KKR vs SRH Match : Kolkata Knight riders vs Sunrisers Hyderabad, cricket score, আইপিএল 2021, দীনেশ কার্তিকের ব্যাটে সানরাইজার্সকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল নাইটরা
দুবাই: ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স যে ভুল করেছিল প্রথম ইনিংস শেষে সেটা নিয়ে সন্দেহ থাকার কথা নয় অধিনায়ক কেন উইলিয়ামসনের। কেকেআর বোলারদের দাপটে কমলা ব্রিগেড একেবারে কোণঠাসা হয়ে গেল ব্যাট হাতে। উইলিয়ামসন ২৬ এবং আব্দুল সামাদ ২৫ সর্বোচ্চ স্কোরার।নাইট রাইডার্স বোলারদের মধ্যে সাউদি, শিবম মাভি, বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট পেলেন। একটি উইকেট পেলেন সাকিব আল হাসান।
দুই দলের আজকে পর্যন্ত মুখোমুখি সাক্ষাতে ১৩ বার জিতেছে নাইট রাইডার্স। ৭ বার জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।প্লে-অফে ওঠার লড়াই ক্রমশ কঠিন হয়ে উঠছে কলকাতা নাইট রাইডার্সের। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিততে না পারলে আশা কার্যত শেষ হয়ে যাবে নাইট ব্রিগেডের। এমন কঠিন পরিস্থিতিতে প্রকট হয়ে উঠছে আন্দ্রে রাসেলের অনুপস্থিতি। হ্যামস্ট্রিং চোটের জন্য গত দু’টি ম্যাচে পাওয়া যায়নি ক্যারিবিয়ান তারকাকে। ফলে দলের ভারসাম্যের প্রশ্নে তৈরি হয়েছে বড় শূন্যতা।
advertisement
তবে রবিবার দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকেই যেভাবে বল হতে সানরাইজার্স ব্যাটসম্যানদের চেপে ধরল বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, সাকিবরা, এবং যেভাবে ফিল্ডিং করল দলটা, তাতে বুঝতে অসুবিধে নেই এই ম্যাচটা জিততে কতটা মরিয়া শাহরুখ খানের দল।
advertisement
Location :
First Published :
October 03, 2021 6:41 PM IST