IPL 2021 KKR vs SRH report : দলগত পারফরম্যান্স জিতিয়ে দিল নাইট রাইডার্সকে

Last Updated:

IPL 2021 KKR vs SRH Complete team performance helps KKR beat Sunrisers Hyderabad . শুভমন গিল আউট হয়ে যাওয়ার পর নীতিশ রানাও আউট হয়ে গেলেন। কিন্তু শেষপর্যন্ত থেকে দীনেশ কার্তিক কেকেআর জয় নিশ্চিত করলেন। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে এই ম্যাচটা জেতা ছাড়া উপায় ছিল না

আজ একটা দল হিসেবে খেলেছে কলকাতা নাইট রাইডার্স
আজ একটা দল হিসেবে খেলেছে কলকাতা নাইট রাইডার্স
৬ উইকেটে জয়ী নাইট রাইডার্স
#দুবাই: ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে সানরাইজার্স যে ভুল করেছিল প্রথম ইনিংস শেষে সেটা নিয়ে সন্দেহ থাকার কথা নয় অধিনায়ক কেন উইলিয়ামসনের। কেকেআর বোলারদের দাপটে কমলা ব্রিগেড একেবারে কোণঠাসা হয়ে গেল ব্যাট হাতে। উইলিয়ামসন ২৬ এবং আব্দুল সামাদ ২৫ সর্বোচ্চ স্কোরার। নাইট রাইডার্স বোলারদের মধ্যে সাউদি, শিবম মাভি, বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট পেলেন। একটি উইকেট পেলেন সাকিব আল হাসান।
advertisement
তবে রবিবার দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকেই যেভাবে বল হতে সানরাইজার্স ব্যাটসম্যানদের চেপে ধরল বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, সাকিবরা, এবং যেভাবে ফিল্ডিং করল দলটা, তাতে বুঝতে অসুবিধে নেই এই ম্যাচটা জিততে কতটা মরিয়া শাহরুখ খানের দল। শুভমন গিল আউট হয়ে যাওয়ার পর নীতিশ রানাও আউট হয়ে গেলেন। কিন্তু শেষপর্যন্ত থেকে দীনেশ কার্তিক কেকেআর জয় নিশ্চিত করলেন। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে এই ম্যাচটা জেতা ছাড়া উপায় ছিল না শাহরুখ খানের দলের।
advertisement
advertisement
দুবাইয়ে নিজামের শহরের দলকে হারিয়ে বাদশাকে নতুন উপহার দিল তার দল। কিন্তু বলতে হবে শুভমন গিলের কথা। যতক্ষণ ব্যাট করলেন বুঝিয়ে দিয়ে গেলেন দায়িত্ব নিতে তৈরি। এতদিন শুরু করেও বড় রান করতে পারছিলেন না। আজ পারলেন। রশিদ খান, মালিক, ভুবনেশ্বর কুমারদের বিরুদ্ধে ধৈর্য ধরে ইনিংস তৈরি করলেন। ম্যাচ শেষে জানিয়ে গেলেন লক্ষ্য ছিল তাড়াহুড়া না করে ম্যাচ যতটা সম্ভব শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া।
advertisement
এর ফলে নিজেদের আত্মবিশ্বাস বাড়বে। কোচ ব্রেন্ডন ম্যাককালাম প্রচন্ড পজিটিভ মানুষ। শুভমন মনে করেন এই জয় তাদের দল হিসেবে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। আগামী বৃহস্পতিবার রাজস্থানকে হারিয়ে প্লে অফের টিকিট নিশ্চিত করতে চান নাইটদের তরুণ তুর্কি। সব মিলিয়ে আজ কেকেআরের জয় সম্ভব হয়েছে দলগত পারফরম্যান্সে। একটা মরিয়াভাব লক্ষ্য করা গিয়েছে। আর সাকিব আল হাসানকে এতদিন বসিয়ে রাখা সঠিক সিদ্ধান্ত ছিল না সেটা বুঝতে পেরেছো কেকেআর টিম ম্যানেজমেন্ট।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021 KKR vs SRH report : দলগত পারফরম্যান্স জিতিয়ে দিল নাইট রাইডার্সকে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement