IPL 2021: KKR vs SRH ম্যাচে কেমন থাকবে আবহাওয়া, পিচের চরিত্র জানুন এক ক্লিকে

Last Updated:

কলকাতা বনাম হায়দরাবাদ ম্যাচে আবহাওয়া ও পিচের চারিত্রিক বৈশিষ্ট্য জেনে রাখা জরুরি৷

#চেন্নাই: আইপিএল ২০২১ -র (IPL 2021)  মেগা এনকাউন্টার রবিবার৷ কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ  ( KKR vs SRH) বাইশ গজের লড়াইতে নামবে চেন্নাইয়ের চিপকে৷ ইয়ন মর্গ্যানের অধিনায়কত্বে কলকাতা নাইট রাইডার্সের এটা দ্বিতীয় মরশুম৷ ২০২০ তে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত আইপিএলে -র মধ্যে দীনেশ কার্তিকের হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন ছিনিয়ে নিয়ে দেওয়া হয় ইংলিশ এই তারকার হাতে৷
ফলে ইয়ন মর্গ্যানের (Eon Morgan) কেকেআর এবং সানরাইজার্স হায়দবাদ নামবে ডেভিড ওয়ার্নারের (David Morgan) নেতৃত্বে৷ এই দুই দল আইপিএলে মোট ১৯ বার মুখোমুখি হয়েছে৷ এই মুখোমুখির পরিসংখ্যানে কেকেআরের পাল্লা ভারি৷ কলকাতা জিতেছে ১২ বার এবং হায়দরাবাদ জিতেছে মোট ৭ বার৷ গত মরশুমের আইপিএলে দু‘বারের দু‘বারই জিতেছে কলকাতা নাইট রাইডার্স ৷
advertisement
এদিকে চেন্নাইয়ের মাটিতে কলকাতা ও হায়দরবাদ দুটি দলের রেকর্ডই বেশ খারাপ৷ কলকাতা চেন্নাইতে ৯ টি ম্যাচের ৭ টিতে হেরেছে৷ এখানে একমাত্র ২০১২ সালে কলকাতা ২ টি ম্যাচ জিতেছিল৷ এরমধ্যে ফাইনালও রয়েছে৷ সেবারই কলকাতা প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল৷ এদিকে হায়দরাবাদ এই মাঠে মোট তিনটি ম্যাচ খেলেছে৷ তারমধ্যে তিনবারই হেরেছে৷ কলকাতার জন্য ভয়ের হতে চলেছেন ভুবনেশ্বর কুমার৷ সেখানে তিনি ২৭ উইকেট নিয়েছিল৷ কলকাতার জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন হরভজন সিং৷ আইপিএলের ২০১৯ এ -র ম্যাচে তাঁর বোলিং চেন্নাইয়ের হয়ে দারুণ ছিল৷
advertisement
advertisement
চেন্নাইয়ের পিচ স্বভাবসিদ্ধ চরিত্রই দেখাবে৷ চিরাচরিত স্লো পিচ যেখানে স্পিনাররা সুবিধা পেয়ে থাকে৷ এদিকে মুম্বই ইন্ডিয়ান্স ও আরসিবি -র প্রথম ম্যাচে ১৭ টি উইকেটের মধ্যে ১১টি পেসাররা এবং ২ টি মাত্র স্পিনাররা পেয়েছিল৷ এদিকে কলকাতার কাছে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হরভজন সিং, শাকিব আল হাসানের মতো স্পিনাররা আছে৷ অন্যদিকে হায়দরাবাদের কাছে রয়েছে রশিদ খান৷ আফগানিস্তানের এই স্পিনারকে সারা বিশ্ব কুর্নিশ করে৷ এছাড়া তাঁকে সঙ্গ দেবেন মুজিব উর রহমান, শাহবাজ নদিম৷
advertisement
আবহাওয়ার পূর্বাভাস- চেন্নাইতে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ KKR ও SRH পরস্পরের মুখোমুখি হবে৷ সন্ধ্যাবেলা ২৮ থেকে ৩০ ডিগ্রি তাপমাত্রা থাকবে৷ বৃষ্টির কোনও সম্ভবনা নেই৷ সে সময় আর্দ্রতা ৫৬ শতাংশ থাকবে৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: KKR vs SRH ম্যাচে কেমন থাকবে আবহাওয়া, পিচের চরিত্র জানুন এক ক্লিকে
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement