হোম /খবর /খেলা /
IPL 2021: KKR vs SRH ম্যাচে কেমন থাকবে আবহাওয়া, পিচের চরিত্র জানুন এক ক্লিকে

IPL 2021: KKR vs SRH ম্যাচে কেমন থাকবে আবহাওয়া, পিচের চরিত্র জানুন এক ক্লিকে

KKR vs SRH today's match in iPL -Photo- File

KKR vs SRH today's match in iPL -Photo- File

কলকাতা বনাম হায়দরাবাদ ম্যাচে আবহাওয়া ও পিচের চারিত্রিক বৈশিষ্ট্য জেনে রাখা জরুরি৷

  • Last Updated :
  • Share this:

#চেন্নাই: আইপিএল ২০২১ -র (IPL 2021)  মেগা এনকাউন্টার রবিবার৷ কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ  ( KKR vs SRH) বাইশ গজের লড়াইতে নামবে চেন্নাইয়ের চিপকে৷ ইয়ন মর্গ্যানের অধিনায়কত্বে কলকাতা নাইট রাইডার্সের এটা দ্বিতীয় মরশুম৷ ২০২০ তে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত আইপিএলে -র মধ্যে দীনেশ কার্তিকের হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন ছিনিয়ে নিয়ে দেওয়া হয় ইংলিশ এই তারকার হাতে৷

ফলে ইয়ন মর্গ্যানের (Eon Morgan) কেকেআর এবং সানরাইজার্স হায়দবাদ নামবে ডেভিড ওয়ার্নারের (David Morgan) নেতৃত্বে৷ এই দুই দল আইপিএলে মোট ১৯ বার মুখোমুখি হয়েছে৷ এই মুখোমুখির পরিসংখ্যানে কেকেআরের পাল্লা ভারি৷ কলকাতা জিতেছে ১২ বার এবং হায়দরাবাদ জিতেছে মোট ৭ বার৷ গত মরশুমের আইপিএলে দু‘বারের দু‘বারই জিতেছে কলকাতা নাইট রাইডার্স ৷

এদিকে চেন্নাইয়ের মাটিতে কলকাতা ও হায়দরবাদ দুটি দলের রেকর্ডই বেশ খারাপ৷ কলকাতা চেন্নাইতে ৯ টি ম্যাচের ৭ টিতে হেরেছে৷ এখানে একমাত্র ২০১২ সালে কলকাতা ২ টি ম্যাচ জিতেছিল৷ এরমধ্যে ফাইনালও রয়েছে৷ সেবারই কলকাতা প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল৷ এদিকে হায়দরাবাদ এই মাঠে মোট তিনটি ম্যাচ খেলেছে৷ তারমধ্যে তিনবারই হেরেছে৷ কলকাতার জন্য ভয়ের হতে চলেছেন ভুবনেশ্বর কুমার৷ সেখানে তিনি ২৭ উইকেট নিয়েছিল৷ কলকাতার জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন হরভজন সিং৷ আইপিএলের ২০১৯ এ -র ম্যাচে তাঁর বোলিং চেন্নাইয়ের হয়ে দারুণ ছিল৷

চেন্নাইয়ের পিচ স্বভাবসিদ্ধ চরিত্রই দেখাবে৷ চিরাচরিত স্লো পিচ যেখানে স্পিনাররা সুবিধা পেয়ে থাকে৷ এদিকে মুম্বই ইন্ডিয়ান্স ও আরসিবি -র প্রথম ম্যাচে ১৭ টি উইকেটের মধ্যে ১১টি পেসাররা এবং ২ টি মাত্র স্পিনাররা পেয়েছিল৷ এদিকে কলকাতার কাছে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হরভজন সিং, শাকিব আল হাসানের মতো স্পিনাররা আছে৷ অন্যদিকে হায়দরাবাদের কাছে রয়েছে রশিদ খান৷ আফগানিস্তানের এই স্পিনারকে সারা বিশ্ব কুর্নিশ করে৷ এছাড়া তাঁকে সঙ্গ দেবেন মুজিব উর রহমান, শাহবাজ নদিম৷

আবহাওয়ার পূর্বাভাস- চেন্নাইতে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ KKR ও SRH পরস্পরের মুখোমুখি হবে৷ সন্ধ্যাবেলা ২৮ থেকে ৩০ ডিগ্রি তাপমাত্রা থাকবে৷ বৃষ্টির কোনও সম্ভবনা নেই৷ সে সময় আর্দ্রতা ৫৬ শতাংশ থাকবে৷

Published by:Debalina Datta
First published:

Tags: IPL 2021, Kkr, SRH