IPL 2021: KKR vs RR তরুণ বোলাররা লড়েও পারলেন না, লাগাতার হার অব্যহত কেকেআরের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কেকেআর ১৩৩ করে ৯ উইকেটে৷ ৬ উইকেট হাতে রেখে জয় পেল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস৷
#মু্ম্বই: লড়লেন বোলাররা কিন্তু ব্যাটসম্যানরা যেখানে একেবারে ভাঁড়ে মা ভবানি পারফরম্যান্স করে যান সেখানে তাঁরা আর কী বা করতে পারেন৷ ফলে কেকেআরকে টানা চার ম্যাচ হারতে হল৷ অধিনায়ক সঞ্জু স্যামসনের দায়িত্বশীল ৪১ বলে ৪২ দল রাজস্থানের জয় নিশ্চিত করে দেয়৷
শনিবারের চিপকে কলকাতার দেওয়া ১৩৪ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল রাজস্থান রয়্যালস৷ তবে তরুণ নাইট বোলাররা এদিন নিজেদের কম রানের পুঁজি রক্ষা করতে ব্যবহার করছিল বোলাদের ৷ প্রথম ব্রেক থ্রু দেন বরুণ চক্রবর্তী৷ তিনি তুলে নেন জস বাটলারের উইকেট৷ এরপর শিভম মাভি নেন ১৭ বলে ২২ করা তরুণ প্রতিভা যশস্বী জয়সওয়ালকে৷
advertisement
এরপরেও ঝরঝরে খেলছিলেন সঞ্জু স্যামসন , শিভম দুবে জুটি৷ এটাকে ভাঙেন বরুণ চক্রবর্তীষ তিনি নেন শিভম দুবের উইকেট৷
advertisement
হতশ্রী ব্যাটিং৷ আর সেই এক একঘেয়ে ভুল ৷ তারই খেসারত দিয়ে কেকেআর ২০ ওভারে করল মাত্র ১৩৩ রান৷ তাও ৯ উইকেটে হারিয়ে৷ এদিন টপ অর্ডার , মিডল অর্ডার, ধামাকা ব্যাটসম্যান রাজস্থান রয়্যালস বোলারদের সামনে কেউ খাপই খুলতে পারলেন না৷ ক্রিস মরিস দুরন্ত পারফরম্যান্স দিলেন বল হাতে৷
advertisement
পয়েন্ট টেবলের তলানিতে থাকা দুই দলের মধ্যে একটু ওপরে ওঠার জন্য লড়াই৷ আর সেই ম্যাচে টসে জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠায় রাজস্থান রয়্যালস ৷
এদিনের ম্যাচে দুই দলই নিজেদের শেষ ম্যাচের প্রথম একাদশ নিয়ে নামেনি৷ ওপেনিংয়ে শুভমান গিল ও নীতিশ রানা ভালো করলেও হঠাৎই ৫.৪ ওভারে গিল রানআউট হয়ে যান৷ খেলার ৮.১ ওভারে আউট হন আরেক কেকেআর ওপেনার নীতিশ রাণা৷ শুভমান গিল ২০ রানে, নীতিশ রাণা ২২ রানে আউট হন৷
advertisement
এরপর চটপট প্যাভিলয়নে ফেরেন সুনীল নারিন৷ অধিনায়ক ইয়ন মর্গ্যান নেমেই শূন্য রানে ফেরত যান৷ দলের সব ক্রিকেটারই এদিন ছিলেন একেবারে বেরঙ৷ দলের হয়ে সর্বোচ্চ স্কোর রাহুল ত্রিপাঠীর ২৬ বলে ৩৬৷ তাঁর ইনিংসে ছিল ১ টি চার ২ টি ছয়৷ ২৪ বলে ২৫ রান করে মরিসের শিকার দীনেশ কার্তিক৷
রাজস্থানের জার্সিতে ৪ উইকেট ক্রিস মরিসের৷ এছাড়াও কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যানকে তিনিই শূন্য রানে রানআউট করে দেন৷ সব মিলিয়ে বড়সড় গণ্ডগোল কেকেআর শিবিরে৷
view commentsLocation :
First Published :
April 24, 2021 5:38 PM IST