#মুম্বই: আইপিএলে (Indian Premier League) কিছু কিছু দলের লড়াই বাড়তি মাত্রা যোগ করে তারমধ্যে অন্যতম হল মুম্বই বনাম কলকাতার লড়াই৷ আসলে এই দুই দলেরই ফ্যানবেস অনেকটা বড় তাই এই দুই দলই নিজেদের ফ্যানদের একটু বেশি খুশি দিতে এই ম্যাচে বাড়তি প্রচেষ্টা করেন৷ তবে গত কয়েক মরশুম কেকেআরের পারফরম্যান্স একটু নিম্নগামী৷ পাশাপাশি মুম্বইয়ের বিরুদ্ধে তাদের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানটাও নাইট ফ্যানদের মোটেই স্বস্তিতে রাখে না৷
এবার কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স লড়াইতে দুটি দল প্রথম ম্যাচটি খেলবে চেন্নাইয়ের চিপকে আর দ্বিতীয় ম্যাচটি খেলবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে৷
এই দুই দল মোট ২৭ বার মুখোমুখি হয়েছে৷ তারমধ্যে ২১ টি ম্যাচ জিতেছে মুম্বই৷ আর কলকাতা ম্যাচ জিতেছে মাত্র ৬ বার৷
মুম্বই বনাম কলকাতা (KKR vs MI ) ম্যাচে সেরা পারফরমারদের তালিকায় এক নম্বরে খোদ রোহিত শর্মা৷ তাঁর মোট রান কলকাতার বিরুদ্ধে ৮২৩৷ এরপর রয়েছেন সূর্যকুমার যাদব (৩৬৭), কাইরন পোলার্ড (২৪৬)৷ রোহিত ইডেন গার্ডেন্সে নিজের আইপিএলের একমাত্র শতরান করেছিলেন কলকাতার বিরুদ্ধে৷ এদিকে মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের হয়ে সফলতম বোলার সুনীল নারিন৷ তিনি মোট ২২ টি উইকেট নিয়েছেন৷ এরপর এই মেগা এনকাউন্টারের সফলতম বোলার জসপ্রীত বুমরাহ (১২), হার্দিক পান্ডিয়া (১১)৷
ক্লিনিক্যাল পারফরম্যান্স বলতে যা বোঝায় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাই দেখিয়েছে কেকেআর৷ দু‘বারের চ্যাম্পিয়ন মঙ্গলবার মুখোমুখি হবে পাঁচবারের মুম্বই ইন্ডিয়ান্সের৷ কিন্তু কলকাতা যত ভালোই হোক না কেন মুম্বইয়ের সামনে যখনই পড়ে তখনই কেমন যেন কুঁকড়ে যায়৷
Kolkata Knight Riders: Eoin Morgan (c), Dinesh Karthik, Shubman Gill, Nitish Rana, Tim Seifert, Rinku Singh, Andre Russell, Sunil Narine, Kuldeep Yadav, Shivam Mavi, Lockie Ferguson, Pat Cummins, Kamlesh Nagarkoti, Sandeep Warrier, Prasidh Krishna, Rahul Tripathi, Varun Chakravarthy, Shakib Al Hasan, Sheldon Jackson, Vaibhav Arora, Harbhajan Singh, Karun Nair, Ben Cutting, Venkatesh Iyer, Pawan Negi.
Mumbai Indians: Rohit Sharma (c), Suryakumar Yadav, Anmolpreet Singh, Chris Lynn, Saurabh Tiwary, Dhawal Kulkarni, Jasprit Bumrah, Rahul Chahar, Trent Boult, Mohsin Khan, Hardik Pandya, Jayant Yadav, Kieron Pollard, Krunal Pandya, Anukul Roy, Ishan Kishan, Quinton de Kock, Aditya Tare, Adam Milne, Nathan Coulter Nile, Piyush Chawla, James Neesham, Yudhvir Charak, Marco Jansen, Arjun Tendulkar.
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।