• HOME
  • »
  • NEWS
  • »
  • ipl
  • »
  • IPL 2021 KKR STARTS THEIR IPL CAMPAIGN WITH A WIN AGAISNT SRH DD
liveLIVE NOW

IPL 2021: KKR vs SRH ম্যাচে শানদার জয় কেকেআরের, ১০ রানে জিতল নাইটরা

রবিবাসরীয় চিপকে দারুণ নাইট বাহিনী৷ ১০ রানে ম্যাচ জিতল কেকেআর৷

  • | April 11, 2021, 23:37 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 YEARS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    Apr 11, 2021 23:04 (IST)

    ১০ রানে ম্যাচ জিতল কেকেআর৷ ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রানে শেষ হল হায়দরাবাদের ইনিংস৷ 

    Apr 11, 2021 23:04 (IST)

    ১০ রানে ম্যাচ জিতল কেকেআর৷ ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রানে শেষ হল হায়দরাবাদের ইনিংস৷ 

    Apr 11, 2021 22:58 (IST)

    শেষ ওভারে ৬ বলে ২২ রান দরকার সানরাইজার্সের৷

    Apr 11, 2021 22:58 (IST)

    শেষ ওভারে ৬ বলে ২২ রান দরকার সানরাইজার্সের৷

    Apr 11, 2021 22:57 (IST)

    সুযোগ দিলেন না বিজয় শঙ্করকে, আউট করলেন রাসেল৷

    Apr 11, 2021 22:49 (IST)

    ৩৭ বলে অর্ধশতরান করলেন মণীশ পাণ্ডে৷ 

    Apr 11, 2021 22:48 (IST)

    ১৭ ওভারে সানরাইজার্সের রান ৪ উইকেটে ১৪৪৷ 

    Apr 11, 2021 22:44 (IST)

    SRH ১৬ ওভারে  ১৩১/৪ উইকেটে৷ শেষ উইকেট পতন আফগানিস্তানের বোলার মহম্মদ নবী-র৷  

    Apr 11, 2021 22:39 (IST)

    ১৫.৪ ওভারে বাউন্সার সরাসরি লাগে সানরাইজার্স হায়দরাবাদের মহম্মদ নবীর ঘাড়ে৷ 

    Apr 11, 2021 22:34 (IST)

    ১৫ ওভার শেষে রান ৩ উইকেটে ১১৮ রান৷ 

    ১০ রানে যাচ জিতল কেকেআর৷ ২০ ওভারে  উইকেটে ১৭৭ রানে শেষ হল হায়দরাবাদের ইনিংস৷ জয়ের জন্য প্রয়োজন ১৮৮ এই রান তাড়া করতে নেমে শুরুতেই ঋদ্ধিমান সাহা ও ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় সানরাইজার্স হায়দরাবাদ৷ বিস্ফোরক ওয়ার্নার আউট হন মাত্র ৩ রানে প্রসিদ্ধ কৃষ্ণার বলে৷ অন্যদিকে ঋদ্ধির উইকেট নেন শাকিব আল হাসান৷

    কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের প্রাথমিক ধাক্কা থেকে ঘুরে দাঁড়ানো শুরু করে যখন প্রাক্তন কেকেআর মণীশ পাণ্ডে এবং তুখোড় জনি বেয়রিস্তো জুটি বেঁধে খেলতে শুরু করেন৷ বেয়রিস্তো ৪০ বলে ৫৫ করে আউট হন৷ তাঁর উইকেট নেন দামী বোলার প্যাট কামিন্স৷

    এরপর মহম্মদ নবী -র ঘাড়ে সজোরে ধাক্কা মারে প্রসিদ্ধ কৃষ্ণার বাউন্সার অবশ্য তাতে মাঠ ছাড়েননি আফগান তারকা৷ কিন্তু ১১ বলে ১৪ রান করে প্রসিদ্ধ কৃষ্ণাই তাঁর উইকেট নেন৷

    ২০২১ মরশুমে কেকেআর প্রথম ম্যাচের টসে হারল  ৷ এই ম্যাচে প্রথমে ব্যাট করবে নাইটরা  , ফিল্ডিং করবে  ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ৷ এদিন প্রথমে ব্যাট করে কেকেআর ২০ ওভারে  ৬ উইকেট  খুইয়ে ১৮৭ করল রান৷ নীতিশ রাণা (Nitish Rana) ৫৬  বলে ৮০ করেন , রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi)  করেন ২৯ বলে ৫৩ রান৷ যদিও এদিন ভারতীয় দলের পিনআপ বয় শুভমান গিল আশা জাগিয়েও বড় স্কোর করতে পারেননি৷ অন্যদিকে আন্দ্রে রাসেল (Andre Russell) মাত্র ৫ রানে আউট হয়ে যান৷ এক সময়ে যখন ঝড়ের গতিতে রান উঠছিল তখন মহম্মদ নবী পরপর দু ওভারে দুটি উইকেট নিয়ে একটা ধাক্কা দেন৷ তিনি রাসেল ও ইয়ন মর্গ্যানকে তুলে নেন৷ শেষ বেলায় দীনেশ কার্তিকের (Dinesh Karthik)  ব্যাট একেবারে ফুলঝুরি ঝরালো৷  শেষ বলে আউট শাকিব আল হাসান( Shakib Al Hasan)৷

     আইপিএল ২০২১ -র (IPL 2021)  মেগা এনকাউন্টার রবিবার৷ কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ  ( KKR vs SRH) বাইশ গজের লড়াইতে নামল চেন্নাইয়ের চিপকে৷ ইয়ন মর্গ্যানের অধিনায়কত্বে কলকাতা নাইট রাইডার্সের এটা দ্বিতীয় মরশুম৷ ২০২০ তে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত আইপিএলে -র মধ্যে দীনেশ কার্তিকের হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন ছিনিয়ে নিয়ে দেওয়া হয় ইংলিশ এই তারকার হাতে৷

    ফলে ইয়ন মর্গ্যানের (Eon Morgan) কেকেআর এবং সানরাইজার্স হায়দবাদ নামবে ডেভিড ওয়ার্নারের (David Morgan) নেতৃত্বে৷ এই দুই দল আইপিএলে মোট ১৯ বার মুখোমুখি হয়েছে৷ এই মুখোমুখির পরিসংখ্যানে কেকেআরের পাল্লা ভারি৷ কলকাতা জিতেছে ১২ বার এবং হায়দরাবাদ জিতেছে মোট ৭ বার৷ গত মরশুমের আইপিএলে দু‘বারের দু‘বারই জিতেছে কলকাতা নাইট রাইডার্স ৷