IPL 2021: MI vs DC: মেগা টক্করে ‘এই’ ১১ ক্রিকেটারের ওপর বাজি ধরতেই পারেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
শিখর ধাওয়ান ও রোহিত শর্মা কে হয়ে উঠবেন গেমচেঞ্জার৷
#চেন্নাই: আইপিএল (IPL 2021) ইতিহাসে সবচেয়ে বেশি সাফল্য যে দলের সে হল খেতাবরক্ষার লড়াইতে নামা মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ৷ দিল্লি ক্যাপিটাল্স (Delhi Capitals)-র বিরুদ্ধে এই মরশুমের ১৩ তম ম্যাচ খেলবেন রোহিত এন্ড কোং৷ এই টুর্নামেন্টে এই দু‘টি দলই এদিন নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে৷ মুম্বই ও দিল্লি এখনও অবধি একটি করে ম্যাচ হেরেছে ও দুটি করে জিতেছে৷ এদিকে রানরেটে মুম্বইয়ের থেকে দিল্লি একটু ভালো হওয়ায় পয়েন্ট টেবলের তিনে রয়েছে ঋষভ পন্থের দল৷
এই দুই দলই গত মরশুমের ফাইনালিস্ট৷ এই প্রথম দিল্লি চেন্নাইতে ম্যাচ খেলবে এর আগে তারা সব ম্যাচই মুম্বইতে খেলেছিল৷ অন্যদিকে মুম্বই নিজের তিনটি ম্যাচই চেন্নাইতেই খেলেছে৷
মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা ভালো শুরু করেছে৷ তবে এই মরশুমে একটিও অর্ধশতরান করে উঠতে পারেননি৷ এখনও অবধি তাঁদের দলে সূর্যকুমার যাদবই অর্ধশতরান করেছে৷ এদিকে চেন্নাইয়ের পিচ এখনও অবধি খুব একটা বেশি ব্যাটসম্যান সহায়ক নয়৷ জোরে বোলার জসপ্রীত বুমরাহ সামনে থেকে বোলিং ব্রিগেডকে গাইড করছেন৷ গত দু‘টি ম্যাচে দল ১৫০ ও ১৫২ রান করেছে৷ বুমরাহ ও বোল্ট ডেথ ওভারে দারুণ বল করছেন৷
advertisement
advertisement
এদিকে দিল্লির ওপেনার শিখর ধাওয়ান শানদার ফর্মে রয়েছেন৷ তিনি দু‘টি অর্ধশতকের সঙ্গে ১৮৬ রান করে ফেলেছেন৷ ধাওয়ান ও পৃথ্বী শ দিল্লিকে একটা ধামাকা শুরু করে দেয়৷ মার্কস স্টোয়েনিস ও ললিত যাদবও দলের খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন৷
জেনে নিন আজকের ম্যাচের dream 11 team কী হতে পারে-
অধিনায়ক- রোহিত শর্মা
সহ অধিনায়ক- ঋষভ পন্থ
advertisement
ক্রিকেটার -রোহিত শর্মা, পৃথ্বী শ, শিখর ধাওয়ান, সূর্যকুমার যাদব
অলরাউন্ডার - ক্রিকস ওকস, ক্রুণাল পান্ডিয়া
বোলার-ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, রাহুল চাহার, আবেশ খান
view commentsLocation :
First Published :
April 20, 2021 4:03 PM IST

