#চেন্নাই: আইপিএল (IPL 2021) ইতিহাসে সবচেয়ে বেশি সাফল্য যে দলের সে হল খেতাবরক্ষার লড়াইতে নামা মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ৷ দিল্লি ক্যাপিটাল্স (Delhi Capitals)-র বিরুদ্ধে এই মরশুমের ১৩ তম ম্যাচ খেলবেন রোহিত এন্ড কোং৷ এই টুর্নামেন্টে এই দু‘টি দলই এদিন নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে৷ মুম্বই ও দিল্লি এখনও অবধি একটি করে ম্যাচ হেরেছে ও দুটি করে জিতেছে৷ এদিকে রানরেটে মুম্বইয়ের থেকে দিল্লি একটু ভালো হওয়ায় পয়েন্ট টেবলের তিনে রয়েছে ঋষভ পন্থের দল৷
এই দুই দলই গত মরশুমের ফাইনালিস্ট৷ এই প্রথম দিল্লি চেন্নাইতে ম্যাচ খেলবে এর আগে তারা সব ম্যাচই মুম্বইতে খেলেছিল৷ অন্যদিকে মুম্বই নিজের তিনটি ম্যাচই চেন্নাইতেই খেলেছে৷
মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা ভালো শুরু করেছে৷ তবে এই মরশুমে একটিও অর্ধশতরান করে উঠতে পারেননি৷ এখনও অবধি তাঁদের দলে সূর্যকুমার যাদবই অর্ধশতরান করেছে৷ এদিকে চেন্নাইয়ের পিচ এখনও অবধি খুব একটা বেশি ব্যাটসম্যান সহায়ক নয়৷ জোরে বোলার জসপ্রীত বুমরাহ সামনে থেকে বোলিং ব্রিগেডকে গাইড করছেন৷ গত দু‘টি ম্যাচে দল ১৫০ ও ১৫২ রান করেছে৷ বুমরাহ ও বোল্ট ডেথ ওভারে দারুণ বল করছেন৷
এদিকে দিল্লির ওপেনার শিখর ধাওয়ান শানদার ফর্মে রয়েছেন৷ তিনি দু‘টি অর্ধশতকের সঙ্গে ১৮৬ রান করে ফেলেছেন৷ ধাওয়ান ও পৃথ্বী শ দিল্লিকে একটা ধামাকা শুরু করে দেয়৷ মার্কস স্টোয়েনিস ও ললিত যাদবও দলের খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন৷
জেনে নিন আজকের ম্যাচের dream 11 team কী হতে পারে-
অধিনায়ক- রোহিত শর্মা
সহ অধিনায়ক- ঋষভ পন্থ
ক্রিকেটার -রোহিত শর্মা, পৃথ্বী শ, শিখর ধাওয়ান, সূর্যকুমার যাদব
অলরাউন্ডার - ক্রিকস ওকস, ক্রুণাল পান্ডিয়া
বোলার-ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, রাহুল চাহার, আবেশ খান
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2021, Rishabh Pant, Rohit Sharma