হোম /খবর /খেলা /
DC vs CSK পন্থ এবং পৃথ্বীর ব্যাটে ভর করে চেন্নাইর বিপরীতে লড়াকু রান তুলল দিল্লি

IPL 2021, DC vs CSK : পন্থ এবং পৃথ্বীর ব্যাটে ভর করে ধোনির হলুদ ব্রিগেডের বিপরীতে লড়াকু রান তুলল দিল্লি

IPL 2021 Delhi capitals scores 172 good innings from Prithvi Shaw and Rishabh Pant against CSK. দুর্দান্ত ছন্দে ব্যাট করছিলেন পৃথ্বী শ।দীর্ঘদিন পর মুম্বই ব্যাটসম্যানকে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করতে দেখা গেল। ৬০ রানের ইনিংস সাজানো ছিল সাতটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি দিয়ে।রান পেলেন অধিনায়ক পন্থ

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

#দুবাইঃ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম থেকে ব্যাট করতে নেমে দিল্লির শুরুটা ভাল হয়নি। শিখর ধাওয়ান হাজেলউডের বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। সম্পূর্ণ ব্যর্থ শ্রেয়াস আইয়ার। অস্ট্রেলিয়ান পেসারের বলেই মারতে গিয়ে ব্যাটের নীচে লেগে বলটা ওপরে উঠে গেল। সহজ ক্যাচ নিলেন ঋতুরাজ। এরপর অক্ষর প্যাটেল ফিরে গেলেন ১০ রান করে। তাঁকে চার নম্বরের কোন যুক্তিতে নামানো হয়েছিল কেউ জানে না। অন্যদিকে দুর্দান্ত ছন্দে ব্যাট করছিলেন পৃথ্বী শ।

দীর্ঘদিন পর মুম্বই ব্যাটসম্যানকে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করতে দেখা গেল। ৬০ রানের ইনিংস সাজানো ছিল সাতটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি দিয়ে। কিন্তু জাদেজার বলে কভারের ওপর দিয়ে মারতে গিয়ে লং ওফে ক্যাচ দিলেন দু প্লেসির হাতে। পৃথ্বীর আউট হয়ে যাওয়ার ফলে দিল্লির রান তোলার গতি অনেকটা কমে গেল। পন্থ এবং হেটমায়ার ক্রিজে থাকলেও সহজে রান তুলতে পারছিলেন না।

মইন আলি, জাদেজা বুদ্ধি করে বল করলেন। কিছুতেই বাউন্ডারি আসছিল না দিল্লির। তবে দেখার বিষয় এদিন ব্রাভোকে ধোনি প্রথম বল করতে দিলেন ১৫ ওভারের মাথায়। ব্যাপারটা পরিষ্কার, ডেথ ওভারে দলের সেরা বোলারকে যত বেশি সম্ভব ব্যবহার করার প্ল্যান ছিল ধোনির।হেটমায়ার  ৩৭ করে ফিরলেন।পয়েন্ট তালিকায় দু’নম্বরে থাকা চেন্নাই সুপার কিংস অবশ্য আচমকা ফর্ম হারিয়েছে। শেষ তিনটি ম্যাচেই হেরেছেন ধোনিরা।

পরাজয়ের হ্যাটট্রিকের ধাক্কা সামলে জয়ের সরণিতে ফিরতে মরিয়া তারা। অবশ্য ফর্মের বিচারে এগিয়ে দিল্লি ক্যাপিটালসই। চলতি প্রতিযোগিতাতে দু’বারের মুখোমুখি সাক্ষাতে সিএসকে’কে বশ মানিয়েছেন পন্থরা। এমনকী, ধোনিদের বিরুদ্ধে তার আগের দু’টি মোকাবিলাতেও শেষ হাসি হেসেছিল দিল্লি। গতবার ফাইনালে উঠেও খেতাব জিততে না পারার আক্ষেপ এবার আরও আগ্রাসী করে তুলেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটিকে।
Published by:Rohan Chowdhury
First published:

Tags: Delhi Capitals, IPL 2021