IPL 2021: Coronavirus Second wave ভয়ে কাঁটা বিদেশি ক্রিকেটাররা, দেখুন হাল!

Last Updated:

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের (Corona 2nd Wave) মধ্যেই চলছে আইপিএলের ১৪ তম (IPL 2021) মরশুম৷

Coronavirus second wave in India has dtir fear in foriegn cricketer- Photo Courtesy- Kane Williamson /Instagram
Coronavirus second wave in India has dtir fear in foriegn cricketer- Photo Courtesy- Kane Williamson /Instagram
: করোনা ভাইরাসের মরণ নাচ যখন সারা দেশে চলছে তারমধ্যে রমরমিয় চলছে আইপিএল৷ এরই মধ্যে প্রথম পর্বের ভ্যেনুগুলিতে খেলা শেষ ফলে বিভিন্ন দলের ক্রিকেটারদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে৷ বায়োবাবলে থাকাকালীন সংক্রমিত হওয়ার সম্ভবনা থাকে না৷ কিন্তু যখনই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে তখনই সংক্রমণের ভয় থাকেই৷ বিদেশি ক্রিকেটারদের মধ্যে আতঙ্ক চরমে তা কেন উইলিয়ামসনের পোস্ট করা ছবি দেখলেই মালুম পাবেন সকলে৷ SunRisers Hyderabad-র অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং কেন উইলিয়ামসন এভাবে যাচ্ছেন৷ এটার ক্যাপশনে লিখেছেন , “Stay safe.”- অর্থাৎ সুরক্ষিত থাকুন৷
তাহলে কি আসলে ভারতে সুরক্ষার পরিবেশ নেই৷ কারণ ফুল পিপিই কিট পরেই তাঁরা নিশ্চিত হননি, তাঁরা হুডেড প্রোটেকটিভ স্যুট পরেছেন৷ যাতে পুরো মুখটাও কভারে ঢাকা রয়েছে৷ উইলিয়ামসনও এই একই আতঙ্কের ছবি শেয়ার করেছেন৷
advertisement
advertisement
ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে আতঙ্ক ছাড়া আর কিছু নেই৷ একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু টাই, কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা ইতিমধ্যেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ পাশাপাশি অ্যান্ড্রু টাই শুধু যাননি তার আগে বিস্ফোরক মন্তব্যও করে গেছেন৷ জানিয়েছেন যে দেশে রোগীরা অক্সিজেন পাচ্ছে না , বেড পাচ্ছে না, সেখানে কী করে ফ্রাঞ্চাইজি ও সরকার কোটি কোটি টাকা খরচ করে আইপিএল আয়োজন করছেন৷
advertisement
মঙ্গল অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন ভারত থেকে ১৫ মে অবধি কোনও বিমান যাবে না৷ গত এক সপ্তাহ ধরে ভারতে করোনা আক্রান্তের ৩ লক্ষ কেস হচ্ছে৷  এদিকে অজি পেসার প্যাট কামিন্স পিএম কেয়ার্স ফান্ডে ৫০ হাডার ডলার দান করেছেন৷ তিনি আইপিএল চলা উচিত কিনা তা নিয়ে নিজের মতও দিয়েছেন ট্যুইটারে৷
advertisement
বুধবার আইপিএল সিএসকে বনাম এসআরএইচ (CSK-SRH) ম্যাচ৷ ধোনির দল এখন টগবগ করে ফুটছে বিরাট বাহিনীকে হারানোর পর৷ সিএসকে সেই ম্যাচে ৬৯ রানে জিতেছিল৷
অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ কেন উইলিয়ামসন ও ডেভিড ওয়ার্নারের ওপর নির্ভর করে৷ এছাড়াও তাদের দলের বড় মুখ জনি বেয়রিস্তো৷ চার ম্যাচে তারা এখনও অবধি একটিমাত্র ম্যাচ জিতেছে৷ পঞ্জাব কিংসকে খালি হারিয়েছে৷ তারা হেরেছে আরসিবি , মুম্বই ও দিল্লির বিরুদ্ধে ম্যাচ৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: Coronavirus Second wave ভয়ে কাঁটা বিদেশি ক্রিকেটাররা, দেখুন হাল!
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement