IPL 2021: ভারতীয় ক্রিকেটারদের কীভাবে হবে COVID-19 Vaccination, জানাল বোর্ড

Last Updated:

বিদেশি ক্রিকেটাররা কি ভ্যাকসিন পাবেন, যা জানাল বোর্ড৷

Indian Cricketers will get a Covid 19 jab -Photo- File
Indian Cricketers will get a Covid 19 jab -Photo- File
#মুম্বই: ভারতীয় ক্রিকেটাররা এই মুহূর্তে আইপিএলে  (IPL 2021) খেলেছেন৷ তাদের শনিবার থেকে ভ্যাকসিন নিতে পারবেন তাঁরা৷ তবে কোভিড ১৯ ভ্যাকসিনেশন  (COVID-19 vaccinations) শুরু তা বাধ্যতামূলক নয়৷ সম্প্রতি ভারত সরকার জানিয়েছে মে মাসের ১ তারিখ থেকে প্রতিটা নাগরিক যাদের বয়স ১৮ বছর তারা ভ্যাকসিন নিতে পারবেন৷
বিসিসিআই (BCCI) সূত্র জানিয়েছে, ‘‘ ভারতীয় ক্রিকেটাররা শনিবার থেকে ভ্যাকসিন পেতে পারবেন৷ তবে নেবেন কিনা তা ক্রিকেটারদের সিদ্ধান্ত৷ ’’
এদিকে ভারতের করোনা পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য ইতিমধ্যেই কেকেআরের তারকা প্লেয়ার প্যাট কামিন্স ৫০ হাজার ডলারের অনুদান দিয়েছেন৷
advertisement
তবে তাঁকে যখন জিজ্ঞাসা করা হয় বিদেশ থেকে আসা প্লেয়াররা এই ভ্যাকসিন পাবেন কিনা প্রশ্নে তিনি জানিয়েছেন ভারতীয় প্লেয়াররাই এই ভ্যাকসিন পাবেন৷
advertisement
করোনায় জেরবার অবস্থা গোটা দেশের। এমন পরিস্থিতির মাঝেও চলছে আইপিএল। তা নিয়ে প্রশ্নও উঠছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সেরা জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে। তবে অনেকেই প্রশ্ন তুলছেন, দেশের এই দুঃসময় আইপিএলে কোটি কোটি টাকা খরচ করার মানেটা কী! এই টাকা তো সাধারণ মানুষের স্বাস্থ্য খাতে খরচ করা যেত। যাই হোক, করোনার আতঙ্কে একের পর এক তারকা আইপিএল ছেড়ে বাড়ি ফিরেছেন। দেখে নেওয়া যাক তাঁদের। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। দুজনেই আরসিবিতে ছিলেন।
advertisement
সানরাইজার্সের বিরুদ্ধে খেলার পরই দিল্লি ক্যাপিটালসের পেসার রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে বাড়ি ফেরার কথা জানিয়েছেন। অশ্বিন বলেছেন, তাঁর পরিবারে করোনা হানা দিয়েছে। এই কঠিন সময়ে তিনি পরিবারের সদস্যের পাশে থাকতে চান।
advertisement
রাজস্থান রয়্যালসের অ্যান্ড্রু টাই ও লিয়াম লিভিংস্টোন অস্ট্রেলিয়ায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এবার এক কোটি টাকায় টাইকে দলে নিয়েছিল রাজস্থান। একটিও ম্যাচ খেলেননি তিনি। লিয়াম লিভিংস্টোন জানিয়েছেন, তিনি জৈব সুরক্ষা বলয়ে থেকে ক্লান্ত।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: ভারতীয় ক্রিকেটারদের কীভাবে হবে COVID-19 Vaccination, জানাল বোর্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement