IPL 2021: গলায় ঝুলছে ঢোল, দু‘হাতে ধরা কাঠি, পঞ্জাবি গানে জোর নাচ গেইলের, Viral Video
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সোমবার আইপিএলে অভিযান শুরু করছে পঞ্জাব কিংস (Punjab Kings ) ৷ তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)৷ ও.য়াংখেড়েতে মুম্বই হবে এই মেগা ম্যাচ৷
#মুম্বই: ক্রিস গেইল (Chris Gayle) সব অর্থেই সুপারস্টার৷ মাঠে হোক বা মাঠের বাইরে জামাইকান তারকা নিজের দিকে স্পটলাইট ছিনিয়ে নিতে কসুর করেন না৷ দিন কয়েক আগেই মাইকেল জ্যাকসনের মতো নাচের স্কিল দেখিয়ে বাজিমাত করেছিলেন তিনি৷ এবার তিনি ধামাল মাচালেন দালের মেহেন্দি-র (Daler Mehndi) গানে৷ পঞ্জাব কিংসের আইকন ‘তুনাক তুনাক তুন’’ গানে নাচলেন৷ তাদের ম্যাচ সোমবার ৷ প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস৷ তার আগেই পোস্ট করা ভাঙড়া নাচে মঞ্চ মাতালেন তিনি৷
একদিনের মধ্যে লাইকের সংখ্যা প্রায় সত্তর হাজার ৷ সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর পরেই ঝড়ের গতিতে আসা শুরু হয়েছে লাইক৷ ইউনিভার্স বস ( "The Universe Boss") মাঠে নামার আগেই মাঠের বাইরে মাতাতে শুরু করেছেন৷ রঙিন গেইলের নাচ -গানে মাতোয়ারা ফ্যানরাও দেদার কমেন্ট করছেন৷ কেউ তাঁকে বলেছেন ওয়েস্টইন্ডিজের দালের মেহেন্দি আবার কেউ বলছে বিপক্ষের বোলারদের একেবারে মেরে শেষ করে দেবেন তিনি৷
advertisement
কেউ আবার লিখেছেন গেইলের এই পারফরম্যান্স অবিশ্বাস্য৷ কেউ কেউ আবার আগুন ইমোজি দিয়েছেন৷
advertisement
advertisement
আবার গেইলকে নিয়ে আরও একটি ভিডিও পোস্ট করেছে পঞ্জাব ফ্রাঞ্চাইজি৷ তার ক্যাপশনে লিখেছে ‘গেইল স্টর্ম ইজ হিয়ার’ - গেইল ঝড় এখানে এসে গেছে৷ আবার ক্যাপশনে আরও যোগ করা হয়েছে ‘‘ ক্রিস গেইল একটা ভাইব তাই নয় কি? ’’ মাঠে অনুশীলনের সময় মুখ ফুলিয়ে হাসির মতো করা সকলের জন্য আনন্দের মুহূর্ত উপহার দেওয়া এই তো তাঁর রঙিন চরিত্রের বৈশিষ্ট্য৷ গেইলের সঙ্গে ফ্রাঞ্চাইজিদের সম্পর্কের কেমিস্ট্রি বুঝিয়ে দেয় এই ভিডিওগুলি৷
advertisement
ক্রিস গেইলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসা মানেই তা সুপার ভাইরাল হয়ে যাওয়া তাই তাঁর সেই ফানি ভিডিওটিও সকলেই খুব পছন্দ করছেন৷ সেখানে প্রিয় খেলোয়াড়কে দেখে কেউ লিখেছেন ‘গেইল জাঠ’, ‘ইউনিভার্স বস’, ‘কিং ইজ হিয়ার’৷
বুধবার দিন গেইল নিজের কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ করে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন গেইল কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ করে দলের সঙ্গে যোগ দিয়েছেন মাইকেল জ্যাকসনের মুন ওয়াক করে৷
advertisement
সোমবার আইপিএলে অভিযান শুরু করছে পঞ্জাব কিংস (Punjab Kings ) ৷ তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)৷ ও.য়াংখেড়েতে মুম্বই হবে এই মেগা ম্যাচ৷
view commentsLocation :
First Published :
April 11, 2021 2:59 PM IST

