IPL 2021: আইপিএলে তৃতীয় দল হিসেবে ‘এই’ গর্বের নজির, কি বললেন KKR-র মালিক কিং খান

Last Updated:

কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কর্ণধার শাহরুখ খান (Shahrukh Khan) উচ্ছ্বসিত৷

#মুম্বই: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কর্ণধার শাহরুখ খান (Shahrukh Khan) উচ্ছ্বসিত৷ আর হবেন নাই বা কেন আইপিএল এর আগে একমাত্র ২ টি দল  যে কৃতিত্ব অর্জন করতে পেরেছে তারমধ্যে তৃতীয় দল হিসেবে সেই কৃতিত্ব অর্জন করল কেকেআর৷ তারা আইপিএলে নিজেদের শততম ম্যাচ জিতে নিল৷ আইপিএলে এর আগে সর্বাধিক বেশি ম্যাচ জয়ের কৃতিত্ব মুম্বই ইন্ডিয়ান্সের৷ আর দু‘ নম্বরে চেন্নাই সুপার কিংস৷ আর কলকাতা নাইট রাইডার্স তৃতীয় দল হিসেবে ম্যাচ জয়ে তিন অঙ্কের সংখ্যায় প্রবেশ করল৷ Mumbai Indians -র জেতা ম্যাচ ১২০ টি, আর Chennai Super Kings-র জেতা ম্যাচের সংখ্যা ১০৬ টি৷ আর কলকাতা সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারানোর ফলে নিজেদের শততম ম্যাচ জিতে নিল৷
ম্যাচ জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত দলের অন্যতম কর্ণধার SRK৷ নিজের ট্যুইটে তিনি দলের অন্য কর্ণধার ও ক্রিকেটারদেরও ট্যাগ করেছেন৷ জয় মেহেতা, জুহি চাওলা ছাড়া গোটা দল, প্রসিদ্ধ কৃষ্ণা, দীনেশ কার্তি, নীতিশ রাণা, রাহুল ত্রিপাঠী, আন্দ্রে রাসেল, হরভজন সিং, প্যাট কামিন্সকেও৷ সকলকে জানিয়েছে এটা দেখার জন্য দারুণ ছিল৷
advertisement
advertisement
সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে চমৎকার জয়,কেকেআর (KKR) নিজের আইপিএল অভিযান শুরু করল ১০ রানে জয় দিয়ে৷ আর এই জয়ের কারণেই এক লাফে পয়েন্ট টেবলের ২ নম্বরে জায়গা দিয়ে শুরু করল তাদের আইপিএল (IPL 2021) অভিযান৷ পয়েন্ট এক থাকলেও রান রেটের বিচারে ভালো জায়গায় থেকে ক্লাসের ফার্স্ট পড়ুয়া হয়েছে দিল্লি ক্যাপিটাল্স (DC)৷
advertisement
নীতিশ রাণা ও রাহুল ত্রিপাঠীর দুরন্ত অর্ধ শতরান কলকাতা নাইট রাইডার্সকে ১০ রানে ম্যাচ জিততে সাহায্য করেছে৷ রবিবারের এম এ চিদাম্বরম স্টেডিয়াম কেকেআরের জন্য দীর্ঘদিন পর লাকি হল৷ এদিন রাণা ৫৬ বলে ৮০ রান করেছিলেন আর ত্রিপাঠী করেছিলেন ২৯ বলে ৫৩ রান করেন ৷ ২০ ওভারে ৬ উইকেটে কেকেআর ১৮৭ রান করেছিল৷ প্রাক্তন নাইট মণীশ পান্ডে কেকেআরের স্বপ্নে কাঁটা হতে পারতেন কারণ তিনি ৪৪ বলে অপরাজিত ছিলেন ৬১ রানে৷ পাশাপাশি জনি বেয়রিস্তো ৪০ বলে ৫৫ রান করেন৷ কিন্তু কেকেআরকে হারানোর জন্য এই লড়াই যথেষ্ট ছিল না৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: আইপিএলে তৃতীয় দল হিসেবে ‘এই’ গর্বের নজির, কি বললেন KKR-র মালিক কিং খান
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement