Jadeja attacks KL Rahul : রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন অজয় জাদেজা

Last Updated:

Ajay Jadeja questions KL Rahul leadership qualities . অজয় জাদেজা কে এল রাহুলের ব্যাটিংয়ের বড় ভক্ত। কিন্তু কর্নাটকের ব্যাটসম্যানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

অধিনায়ক হিসেবে রাহুলকে পছন্দ নয় জাদেজার
অধিনায়ক হিসেবে রাহুলকে পছন্দ নয় জাদেজার
টি-টোয়েন্টিকে কোহলির পরবর্তী অধিনায়ক হিসেবে রোহিত শর্মার পাশাপাশি রাহুলের নামও শোনা যাচ্ছে। কিন্তু চলতি আইপিএলে তার দল পঞ্জাব প্লে-অফ থেকে বলতে গেলে ছিটকে গেছে। চাপের মুহূর্তে তার দল বারবার ভেঙে পড়েছে। এমন মুহূর্তে ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা মন্তব্য করেছেন যে, তার মনেই হয় না যে রাহুল একজন অধিনায়ক! ক্রিকবাজকে অজয় জাদেজা বলেন, 'রাহুলের দিকে যদি তাকান, সে দুই বছর ধরে পঞ্জাব দলের অধিনায়ক। আমার কখনই মনে হয় না, সে একজন নেতা।
advertisement
এই দলটা ভাল সময় কাটাক বা খারাপ, কখনই তাকে আলাদা করে বোঝা যায় না। কাউকে ভারতের অধিনায়ক করা হয় তার দর্শন ও ব্যক্তিত্ব দিয়ে। কারণ, তাকে নেতা হতে হবে। রাহুলের মধ্যে আমি এখনও তা দেখিনি। কারণ, সে মৃদুভাষী ও সবকিছুই মেনে নেয়। সে কখনও অধিনায়ক হলে, অবশ্যই অনেক দিন টিকে থাকবে। কারণ, যে লোক সবকিছু মেনে নেয়, সে এই জায়গায় টিকে থাকতে পারে।
advertisement
advertisement
জাদেজা আরও বলেন, 'একজন অধিনায়কের কিছু গুণাবলী থাকা উচিত। আমি তার ধরন বা দর্শনের সঙ্গে একমত হই বা না হই, ভারতের অধিনায়কের অন্তত কিছু একটা দর্শন থাকা উচিত। কারণ, আইপিএল দল ও ভারতীয় দলের অধিনায়কত্বের মধ্যে অনেক পার্থক্য। ব্যক্তিগতভাবে আমি তাকে জানি না। তার মাঝে ধোনির মতো স্থিরতা আছে। তাকে এখন নেতা হয়ে উঠতে হবে। লোকে অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে তর্ক-বিতর্ক করবে। কিন্তু রাহুলের ক্ষেত্রে আইপিএল দলেও তা হয় না। কারণ সে নিজে কোনো দায়িত্ব নেয়নি, অন্যদেরকে দল চালানোর সুযোগ দেয়।'
advertisement
জাদেজা মনে করেন রাহুল যদি অধিনায়ক হিসেবে আর একটু ব্যক্তিত্ব দেখাতে পারেন, তাহলে তিনি অনেক দূর যাবেন। সিনিয়র হিসেবে জুনিয়র রাহুলকে তিনি ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখতে চান। কিন্তু তাঁর ভুল ত্রুটি যদি আড়াল করা হয় তাহলে কখনই যোগ্য নেতা হয়ে উঠতে পারবেন না রাহুল। তাই এই সমালোচনা রাহুল যেন খারাপ মনে গ্রহণ না করেন সেটা অনুরোধ করেছেন জাদেজা।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
Jadeja attacks KL Rahul : রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন অজয় জাদেজা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement