হোম /খবর /খেলা /
IPL 2021: রবিবারে শাপমোচন, ২০১২-র পর চিপকে প্রথম জয় নাইটবাহিনীর

IPL 2021: রবিবারে শাপমোচন, ২০১২-র পর চিপকে প্রথম জয় নাইটবাহিনীর

KKR vs SRH today's match in iPL -Photo- File

KKR vs SRH today's match in iPL -Photo- File

KKR vs SRH ম্যাচে শানদার জয় কেকেআরের, ১০ রানে জিতল নাইটরা৷

  • Last Updated :
  • Share this:

#চেন্নাই: চেন্নাইয়ের মাটিতে কলকাতা ও হায়দরবাদ (KKR vs SRH) দুটি দলের রেকর্ডই বেশ খারাপ৷ কলকাতা চেন্নাইতে ৯ টি ম্যাচের ৭ টিতে হেরেছে৷ এখানে একমাত্র ২০১২ সালে কলকাতা ২ টি ম্যাচ জিতেছিল৷ এরমধ্যে ফাইনালও রয়েছে৷ সেবারই কলকাতা প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল৷ এদিকে হায়দরাবাদ এই মাঠে মোট তিনটি ম্যাচ খেলেছে৷ তারমধ্যে তিনবারই হেরেছিল, কিন্তু  ম্যাচ শুরুর আগের এই পরিসংখ্যান ম্যাচ শেষে কলকাতার পক্ষে বদলালো৷ ৯ বছর বাদে চিপকের মাঠে ম্যাচ জিতল কেকেআর৷ ফলে চেন্নাইয়ের মাঠে তাদের জয়ের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৷

অন্যদিকে ধারাবাহিক পারফরম্যান্সধারী সানরাইজার্স হায়দরাবাদের জন্য মৃত্যু কবর হয়েই রইল চিপকের বাইশ গজ ৷ তারা এই নিয়ে এই মাঠে ৪ টি ম্যাচ হারল , শুধু তাই নয় আজ অবধি হায়দরাবাদ চেন্নাইয়ের মাঠে একটিও ম্যাচ জিততে ব্যর্থ৷

ইয়ন মর্গ্যানের (Eon Morgan) কেকেআর এবং সানরাইজার্স হায়দবাদ নামবে ডেভিড ওয়ার্নারের (David Morgan) নেতৃত্বে৷ এই দুই দল আইপিএলে মোট ১৯ বার মুখোমুখি হয়েছে৷ এই মুখোমুখির পরিসংখ্যানে কেকেআরের পাল্লা ভারি৷ কলকাতা জিতেছে ১২ বার এবং হায়দরাবাদ জিতেছে মোট ৭ বার৷ গত মরশুমের আইপিএলে দু‘বারের দু‘বারই জিতেছে কলকাতা নাইট রাইডার্স ৷

এই পরিসংখ্যানকেও রবিবারের ম্যাচের পর আরও খানিকটা ভালো করে নিল নাইট বাহিনী৷ তারা ২০ বার একে অপরের মুখোমুখি হয়েছিল তার মধ্যে কেকেআর জিতল ১৩ বার৷  আইপিএল ২০২১  (IPL 2021)-র শুরুটা মন্দ হল শাহরুখ খানের দলের৷

Published by:Debalina Datta
First published:

Tags: IPL 2021, Kkr, SRH