IPL 2021: ১৫ টি ছক্কা, ১৭ টি চার, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে AB de Villiers-র অদ্ভুত রেকর্ড

Last Updated:

মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে গেমচেঞ্জার এবি ডিভিলিয়ার্স৷

#চেন্নাই : আইপিএল ২০২১ -র রোমাঞ্চ ভরা  প্রথম ম্যাচ ২ উইকেটে জিতে নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের অভিযান শুরু করেছে৷১৬০ রান দরকার ছিল জয়ের জন্য তা নিজেদের শেষ বলে অর্জন করে ফেলে তারা৷ একটা সময়ে মনে হচ্ছিল আরসিবি খুব সহজেই ম্যাচ জিতে যাবে৷ তিন্তু ২ ওভারের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল ও বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্স ফের ম্যাচে ফিরে আসে৷ সেই কঠিন সময়ে ম্যাচ বার করে আনার চেষ্টা শুরু করেন অভিজ্ঞ এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)৷  তিনি মাত্র ২৭ বলে ৪৮ রানের মহা গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেন৷
ডিভিলিয়ার্সের যখন ব্যাট করছিলেন তাঁর উল্টো দিকে ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, কাইল জেমিসন একের পর এক আউট হয়ে যান৷ কিন্ত ক্রিকেট দুনিয়ার মিস্টার ৩৬০ ডিগ্রি নিজের মনোবল বজায় রেখে লক্ষ্যে অবিচল থাকেন৷ ট্রেন্ট বোল্ট থেকে জসপ্রীত বুমরাহ সকলের তুখোড় বল তিনি সামলান অনায়াস দক্ষতায়৷ নিজের আক্রমণাত্মক ক্রিকেট খেলে দলকে জয় এনে দেন৷ ২০১৫ তে তিনি মুম্বইয়ের জন্য ভয়ানক ছিলেন৷ ডেথওভারে বেশ বড় ক্ষতি করেছিলেন মুম্বইয়ের৷
advertisement
এদিকে মুম্বইয়ের বিরুদ্ধে প্রোটিয়া এই তারকার রেকর্ড অদ্ভুত৷ বিশেষ করে ডেথ ওভারে৷ ২০১৫ থেকে ডিভিলিয়ার্স এখনও অবধি শেষ পাঁচ ওভারে মুম্বইয়ের বিরুদ্ধে ২০৭ রান করেছেন৷ এই পর্বে তাঁর স্ট্রাইক রেট ২৪৯.৪০৷ মুম্বইয়ের বিরুদ্ধে ডেথ ওভারে তিনি ১৭ টি চার এবং ১৫ টি ছক্কা মেরেছেন৷
advertisement
ডেথ এভারে এবি বেবি মুম্বইয়ের সেরা বোলারদের বিরুদ্ধেও তুখোড় পারফরম্যান্স দিয়েছেন৷ তিনি ১৯ বলে ৫০ রান করেন৷ জসপ্রীত বুমরাহও তাঁর হাতে মার খেয়েছেন৷ বুম বুম বুমরাহের বিরুদ্ধে ৩০ বলে ৬৯ রান করেছেন তিনি৷ মালিঙ্গার বিরুদ্ধে ১৪ বলে ৪৪ এবং হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ১০ বলে ৩৩ রান করেন তিনি৷ সোজা কথায় মুম্বইয়ের কাছে এবি এখন ডেথ ওভারে -র ভয়ানক অভিশাপ৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: ১৫ টি ছক্কা, ১৭ টি চার, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে AB de Villiers-র অদ্ভুত রেকর্ড
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement