#দুবাই:‘যারে দেখতে নারি তার চলন ব্যাঁকা’ বাংলার একটি জনপ্রিয় প্রবাদ৷ ফের একবার রবি শাস্ত্রী তাই করে নেটিজেনদের কাছে হাস্যস্পদ হলেন৷
করোনা অতিমারি সারা পৃথিবী স্তব্ধ ৷ অলিম্পিক্স পিছিয়ে গেল , পিছিয়ে গেল টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ৷ নির্ধারিত উইন্ডোতে শুরু করা গেল না আইপিএল৷ কিন্তু আইপিএল এবার হবেই এ কথা বারবার বলে যিনি আশ্বস্ত করেছেন তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আর তাঁর কথা যে শুধু কথার কথা নয় তা আরও একবার প্রমাণিত হয়ে গেল ১০ নভেম্বর ২০২০ তে৷ প্রায় ২ মাস ধরে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আয়োজিত হল আইপিএলের ত্রয়োদশ সংস্করণ৷ শুধু আয়োজিত বললে অবশ্য কম বলা হবে৷ একেবারে তারকা খচিত পূর্ণ শক্তির দল নিয়ে আটটি দল লড়ল শ্রেষ্ঠত্বের লড়াই৷ কোনও কাটছাঁট টুর্নামেন্টও হল না একেবারে নির্দিষ্ট ফর্ম্যাট মেনেই চলল আইপিএল৷
তবে ভ্যেনুর অভাবে হোম ও অ্যাওয়ে ম্যাচের গ্রাউন্ড ফেসিলিটি দেওয়া যায়নি . তাই ডবল লেগে খেলা হলেও সেই সুবিধাটা পাননি ক্রিকেটাররাও৷ কিন্তু দাদা-র হাত ধরেই ঘটেছে শাপমোচন৷ দীর্ঘ লকডাউন ও তার পরবর্তী পর্বে ক্রিকেটাররা যখন অনুশীলন করতে পারছিলেন না তখনও তাঁদের স্কিল পারফরম্যান্সের ওপর আস্থা রেখেই টুর্নামেন্ট আয়োজনের সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷
আসলে তিনিই তো দেখিয়েছেন লর্ডসের ঐতিহ্যমণ্ডিত ব্যালকনিতে উর্ধ্বাঙ্গ অনাবৃত করে টি শার্ট ঘোরানো যায় ৷ আসলে সকলেই বীরদের ভালোবাসে৷ যারা নিজেরা সাহসী সিদ্ধান্ত নিতে পারে না তারা অন্য কারোর সাহসী সিদ্ধান্তকে কুর্নিশ করে আর এটাই সৌরভের অসম্ভব জনপ্রিয়তার কারণ৷ আর তাই আইপিএল ফাইনালের দিনে ট্যুইটারে ট্রেন্ডিং হলেন দাদা ৷
Ladies and Gentlemen, presenting to you FIVE TIME IPL CHAMPIONS - #MumbaiIndians #Dream11IPL pic.twitter.com/Wz2ONkrh7E
— IndianPremierLeague (@IPL) November 10, 2020
Let's not forget to congratulate @SGanguly99, @JayShah, Brijesh Patel and all the @BCCI and @IPL staff for organising such a massive event against all odds. Dada kept his promise like always.👏🙌#IPLfinal #Ipl2020 pic.twitter.com/hh8Up0XQ2R
— Wasim Jaffer (@WasimJaffer14) November 10, 2020
Undoubtedly the most handsome person here is dada 💙 @SGanguly99. And the one who’s lifting it for 5th time has the most beautiful smile💙 @ImRo45 pic.twitter.com/1fSu1FD6MH
— Chandrika R Ashok (@ChandrikaAshok) November 10, 2020
Dada looking Hitman and thinking "why not he is captain of India for Limited overs cricket"😉😉#MakeRohitIndianCaptain#IPLFinal #MI #OneFamily#Master pic.twitter.com/2mxuT7BRIS
— SIDDHARTHVFC (@Siddharthr091) November 10, 2020
Thanks for turning around things and gave us entertainment Dada.! @SGanguly99 ❤️ pic.twitter.com/z5sCqz8Ti6
— Gs Reddy (@Gs__Vinod) November 10, 2020
Take a BOW @JayShah, Brijesh Patel, @hemangamin and the medical staff of the @BCCI for pulling off the impossible and making it a Dream @IPL #IPL2020 #IPLfinal pic.twitter.com/5rL6oqOLmC
— Ravi Shastri (@RaviShastriOfc) November 10, 2020
No Dada and No love lost! @SGanguly99 https://t.co/rGBWkwBmLu
— Rahul Rawat (@rawatrahul9) November 10, 2020
ভারতীয় ক্রিকেটের অধিনায়কত্বের দায়িত্ব তিনি যখন নিয়েছিলেন তখন বেটিং কলঙ্কে মূহ্যমান ভারতীয় ক্রিকেট৷ সাহসী সিদ্ধান্ত ও সফল পারফরম্যান্স দিয়ে ক্রিকেটকে স্বমহিমায় প্রতিষ্ঠা করেছিলেন তিনি৷ এবার যখন সারা পৃথিবী মারণ রোগের ভয়ে লুকিয়ে তখন সমস্ত সুরক্ষাবিধি মেনে একজন ক্রিকেটার ও স্টাফদের অসুস্থ হতে না দিয়ে সফল ভাবে আয়োজন করে ফেললেন মিলিয়ন ডলার ক্রিকেট শো৷ তাই সকলেই জানাচ্ছে কুর্নিশ দাদা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2020, Ravi Shastri, Sourav Ganguly