#চেন্নাই: দুঃসময় চলছে মহেন্দ্র সিং ধোনির! না হলে আইপিএলের অন্যতম সফল দলের ক্যাপ্টেন কেন একটানা ব্যর্থতা দেখছেন! গত মরশুমে আইপিএলে চেন্নাই সুপার কিংস- এর পারফম্যান্স হতাশাজনক ছিল। প্লে-অফে জায়গা করতে পারেনি ধোনির টিম। ফলে চলতি মরশুমে ধোনি ও চেন্নাই সুপার কিংস-এর উপর চাপ অনেক বেশি। এরই মধ্যে এবার ক্যাপ্টেন ধোনির ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন উঠে গেল। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর বলেছেন, ''সাত নম্বরে ব্যাট করতে নামলে ক্যাপ্টেন-এর ভূমিকা কী! ধোনিকে আরও উপরের দিকে নামতে হবে। তবেই দায়িত্ব নিয়ে ম্যাচ বের করতে পারবে ও।''
একটি শো-তে গৌতম গম্ভীর বলেছেন, ''আমরা সব সময় বলি যে কোনও দলের ক্যাপ্টেনকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। অর্থাৎ দল যখন সমস্যায় পড়বে, তখন ক্যাপ্টেনকে সবার আগে এগিয়ে আসতে হবে। কিন্তু সাত নম্বরে ক্যাপ্টেন নামলে ব্যাটিংয়ে তার কোনো ভূমিকা আর থাকবে না। তবে এটাও মানতে হবে, এখন আর ধোনি আগের মতো নেই। চার বছর আগের আর এখনকার ধোনির মধ্যে অনেক তফাৎ। এখন ধোনি উইকেটে এসেই যে কোনও বোলারের বিরুদ্ধে বড় শট খেলতে পারবে না। কিন্তু এটাও ঠিক, ব্যাটিংয়ের হাল ধরতে হলে ওকে উপরের দিকে এসেই ব্যাটিং করতে হবে। আমার তো মনে হয় চার বা পাঁচ নম্বরে নেমে ধোনির ব্যাটিং করা উচিত।
এই মুহূর্তে বোলিং বিভাগ নিয়ে চেন্নাই সুপার কিংস বেশি চিন্তিত। তবে গৌতম গম্ভীর মনে করছেন, ব্যাটিংয়ে উপরের দিকে এসে ধোনি পারফর্ম করতে পারলে টিমের অন্যদের তাঁর পারফরম্যান্সে অনুপ্রাণিত করতে পারে। এদিন গম্ভীর আরও বলেছেন, ''আমি জানি এই মুহূর্তে সিএসকে-এর বোলিং নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ব্যাটিংয়েও ওরা আহামরি কিছু করছে না। দলের এমন সময়ে ক্যাপ্টেনকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে। আর এই সময় ধোনি উপরের দিকে উঠে এসে পারফর্ম করতে পারলে দলের বাকিরা উত্সাহ পাবে। ওদের পারফরম্যান্সে ভাল প্রভাব পড়বে।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chennai Super Kings, CSK, Gautam Gambhir, Indian Premier League, IPL, IPL 2021, MS Dhoni