IPL 2021: কার্তিকের নিঃস্বার্থ সিদ্ধান্তকে কুর্নিশ মর্গ্যানের

Last Updated:

অধিনায়কত্বের হাতবদল পর্বটা মসৃণভাবে হয়েছিল জানিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। কোনও ইগো সমস্যা কাজ করেনি দুজনের মধ্যে

এবছর নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট শুরু থেকেই দলের দায়িত্ব দিয়েছে তাঁর হাতে। প্রথম ম্যাচ জিতে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে সেই মুম্বই ইন্ডিয়ান্স চ্যালেঞ্জ টপকাতে ব্যর্থ কেকেআর। রবিবার বিরাট কোহলির দলের বিরুদ্ধে জয়ের খোঁজে নামবে দীনেশ কার্তিক, শাকিব আল হাসানের দল।
এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়েছেন নাইট রাইডার্স অধিনায়ক। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে গতবার মাঝপথে অধিনায়ক বদল করার ব্যাপারটা ঠিক কেমন ছিল। দল তাঁকে যেমন অধিনায়ক ঘোষণা করায় খুশি হয়েছিলেন, তেমনই প্রশংসা করেছেন দীনেশ কার্তিকের। কার্তিক নিঃস্বার্থভাবে দায়িত্ব ছেড়ে দিয়ে যেভাবে ইংলিশ অধিনায়ককে মানিয়ে নেওয়ার সময় দিয়েছিলেন তাতে মুগ্ধ তিনি। অধিনায়কত্বের হাতবদল পর্বটা মসৃণভাবে হয়েছিল জানিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। কোনও ইগো সমস্যা কাজ করেনি দুজনের মধ্যে।
advertisement
advertisement
দলের স্বার্থে কার্তিকের এমন সিদ্ধান্ত কুর্নিশ করার মত পরিষ্কার জানিয়েছেন ইয়ন মর্গ্যান। পাল্টা দীনেশ জানিয়েছেন যেভাবে তাঁর নেতৃত্বে জলের গ্রাফ নীচের দিকে নামছিল তাতে অধিনায়ক থাকার ব্যাপারে প্রশ্ন উঠতে শুরু করেছিল নিজের মনেই। তাঁর অধিনায়ক থাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ দলের জেতা। তাই টিম ম্যানেজমেন্টকে বলে তিনি ইয়ন মর্গ্যানকে অধিনায়ক করার প্রস্তাব দেন। নতুন অধিনায়কের নেতৃত্বে দল ভাল পারফর্ম করলেও শেষপর্যন্ত প্লে-অফের টিকিট মেলেনি। এবছর ধারাবাহিক পারফর্ম করতে চান দুজনেই।
advertisement
দুজনেই মনে করেন এবারের দল বেশ ভারসাম্য যুক্ত। অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণ প্রতিভাদের জায়গা দেওয়া হয়েছে। অতীতে দেখা গিয়েছে অনেক আনকোরা নতুন ক্রিকেটার হিসেবে বদলে দিয়েছেন। কেকেআর জার্সিতে সেরকম চমক দিতে কে পারেন সেটাই দেখার। আপাতত প্লে-অফ নয়, একটা করে ম্যাচ টার্গেট করছেন দুজনে। তবে দুটো ম্যাচ হয়ে গেলেও ইয়ন মর্গ্যান এবং কার্তিকের ব্যাটে বড় রান নেই। দুজনেই অবশ্য আশাবাদী একটা ম্যাচে রান পেয়ে গেলেই ছন্দ ফিরে পাবেন দুজনে। কিন্তু দুজনের লক্ষ্যটাই এক। চ্যাম্পিয়ন হওয়া। সমর্থকদের দুঃখ ভোলানো।
advertisement
কিন্তু মিডল অর্ডার এখনও ব্যর্থ। কোন মন্ত্রে কামব্যাকের স্ক্রিপ্ট লেখে শাহরুখ খানের দল সেটাই দেখার। সবচেয়ে বড় কথা গত ম্যাচে বিশ্রী হার দেখে দলের সমালোচনা করেছিলেন স্বয়ং শাহরুখ খান। দলের ক্রিকেটারদের এর থেকে বড় অপমান আর কিছু হয় না। তাই কার্তিক হোন বা মর্গ্যান, মুখে কথা না বলে কতটা পারফর্ম করতে পারলেন সেদিকেই তাকিয়ে থাকবে ক্রিকেটপ্রেমীরা।
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: কার্তিকের নিঃস্বার্থ সিদ্ধান্তকে কুর্নিশ মর্গ্যানের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement