IPL 2021: Corona রিপোর্টে বড় ভুল! দল হারল, অকারণে কোয়ারেন্টাইনে দিল্লির তারকা পেসার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
তিনবার আরটি-পিসিআর হয় তাঁর। তিনবারই রিপোর্ট নেগেটিভ এসেছে দিল্লির পেসারের।
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলেই ভারতের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। এদেশে এসেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল তাঁকে। করিয়েছিলেন করোনা টেস্ট। সেই টেস্ট-র রিপোর্টেই বড় ভুল ধরা পড়ে।
দক্ষিণ আফ্রিকার পেসার এনরিচ নোর্জের করোনা রিপোর্ট ভুল আসে। ফলে দুদিন অকারণেই তাঁকে কোয়ারেন্টাইনে থাকতে হয়।
শেষ পর্যন্ত তিনবার আরটি-পিসিআর হয় তাঁর। তিনবারই রিপোর্ট নেগেটিভ এসেছে দিল্লির পেসারের।advertisement
advertisement
দিল্লি দলের সঙ্গে যোগ দিতে পারেননি নোর্জ। তাঁর সতীর্থ কাগিসো রাবাডা দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। কিন্তু ভুল রিপোর্টের জেরে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল নোর্জেকে।advertisement
দিল্লির হার ঘরে বসে দেখতে হয়েছিল নোর্জেকে। শেষ পর্যন্ত এবার তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলে জানিয়েছে দিল্লির টিম ম্যানেজমেন্ট।Location :
First Published :
Apr 16, 2021 7:57 PM IST








