DC vs CSK: গুরু-শিষ্যের হাইভোল্টেজ লড়াই, দেখে নিন দিল্লি-চেন্নাইয়ের প্রথম একাদশ

Last Updated:

দেখে নিন প্রথম একাদশ।

#চেন্নাই: চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস। অর্থাত্, আইপিএলের দ্বিতীয় ম্যাচেও হাইভোল্টেজ লড়াই। শ্রেয়াস আইয়ার না থাকায় এবার দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। অভিজ্ঞতা কম। তবে তাঁর প্রতিভা ও পারফরম্যান্স নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না। ভারতীয় ক্রিকেট সার্কিটে অনেকেই তাঁকে ভবিষ্যতের ধোনি বলে ডাকেন। যদিও ধোনি বা পন্থ, কেউই এই প্রসঙ্গে মুখ খোলেন না। তবুও ক্রিকেট দুনিয়া বলছে, আইপিএলের প্রথম ম্যাচেই গুরু-শিষ্যের লড়াই। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পন্থ। অর্থাত্, শুরুতেই গুরুকে ধাক্কা দিয়েছেন তিনি।
গতবছর আইপিএলের রানার্স দিল্লি। হাতের কাছে এসেও ফসকে যায় ট্রফি। সিএসকের ২০২০ আইপিএল দুঃস্বপ্নের মতো ছিল। আইপিএলে তিনবারের চ্যাম্পিয়ন ধোনির সিএসকে গতবার সাত নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল। আইপিএলের ১৩ বছরের ইতিহাসে প্রথমবার সিএসকে প্লে-অফে উঠতে পারেনি। শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, স্টিভ স্মিথ, পৃথ্বী শ-এর মতো তারকা ব্যাটসম্যান রয়েছেন দিল্লিতে। পৃথ্বী ও শিখর তো দুরন্ত ফর্মে রয়েছেন। দিল্লির বোলিং বিভাগে ইশান্ত শর্মা, কাগিসো রাবাদা, উমেশ যাদব, ক্রিস ওকসের মতো পেসাররা রয়েছেন। প্রথম ম্যাচে অবশ্য রাবাডা খেলবেন না। তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন।
advertisement
চেন্নাই দল আগেরমতো নেই। এমনটা অনেকেই বলছেন। তবে দলে তারকা রয়েছেন অনেকেই। সেইসঙ্গে জাদেজা, ব্রাভোর মতো অলরাউন্ডারও ভরসা জোগাবেন।
advertisement
দিল্লির প্রথম একাদশ- শিখর ধাওয়ান, পৃথ্বী শ, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, মার্কাস স্টয়নিস, শিমরন হেটমায়ার, ক্রিস ওকস, রবিচন্দ্রন অশ্বিন, টম কুরান, অমিত মিশ্রা, আবশ খান।
চেন্নাইয়ের প্রথম একাদশ- ঋতুরাজ গায়কোয়াড়, অম্বাতি রায়াড়ু, ফাফ ডুপ্লসি, সুরেশ রায়না, এম এস ধোনি, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, ডোয়েন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
DC vs CSK: গুরু-শিষ্যের হাইভোল্টেজ লড়াই, দেখে নিন দিল্লি-চেন্নাইয়ের প্রথম একাদশ
Next Article
advertisement
RPF: সন্দেহ হতেই ব্যাগ খোলাল আরপিএফ, উদ্ধার শয়ে শয়ে কচ্ছপ! গ্রেফতার একাধিক
সন্দেহ হতেই ব্যাগ খোলাল আরপিএফ, উদ্ধার শয়ে শয়ে কচ্ছপ! গ্রেফতার একাধিক
  • বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল পূর্ব রেলের আরপিএফ-এর মালদহ ডিভিশন৷ আরপিএফ জওয়ানদের তৎপরতায় উদ্ধার হল ৭৯০টি জীবিত কচ্ছপ।

VIEW MORE
advertisement
advertisement