• Home
 • »
 • News
 • »
 • ipl
 • »
 • DELHI CAPITALS AND CHENNAI SUPER KINGS FIRST XI SMJ

DC vs CSK: গুরু-শিষ্যের হাইভোল্টেজ লড়াই, দেখে নিন দিল্লি-চেন্নাইয়ের প্রথম একাদশ

দেখে নিন প্রথম একাদশ।

দেখে নিন প্রথম একাদশ।

 • Share this:

  #চেন্নাই:

  চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস। অর্থাত্, আইপিএলের দ্বিতীয় ম্যাচেও হাইভোল্টেজ লড়াই। শ্রেয়াস আইয়ার না থাকায় এবার দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। অভিজ্ঞতা কম। তবে তাঁর প্রতিভা ও পারফরম্যান্স নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না। ভারতীয় ক্রিকেট সার্কিটে অনেকেই তাঁকে ভবিষ্যতের ধোনি বলে ডাকেন। যদিও ধোনি বা পন্থ, কেউই এই প্রসঙ্গে মুখ খোলেন না। তবুও ক্রিকেট দুনিয়া বলছে, আইপিএলের প্রথম ম্যাচেই গুরু-শিষ্যের লড়াই। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পন্থ। অর্থাত্, শুরুতেই গুরুকে ধাক্কা দিয়েছেন তিনি।

  গতবছর আইপিএলের রানার্স দিল্লি। হাতের কাছে এসেও ফসকে যায় ট্রফি। সিএসকের ২০২০ আইপিএল দুঃস্বপ্নের মতো ছিল। আইপিএলে তিনবারের চ্যাম্পিয়ন ধোনির সিএসকে গতবার সাত নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল। আইপিএলের ১৩ বছরের ইতিহাসে প্রথমবার সিএসকে প্লে-অফে উঠতে পারেনি। শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, স্টিভ স্মিথ, পৃথ্বী শ-এর মতো তারকা ব্যাটসম্যান রয়েছেন দিল্লিতে। পৃথ্বী ও শিখর তো দুরন্ত ফর্মে রয়েছেন। দিল্লির বোলিং বিভাগে ইশান্ত শর্মা, কাগিসো রাবাদা, উমেশ যাদব, ক্রিস ওকসের মতো পেসাররা রয়েছেন। প্রথম ম্যাচে অবশ্য রাবাডা খেলবেন না। তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন।

  চেন্নাই দল আগেরমতো নেই। এমনটা অনেকেই বলছেন। তবে দলে তারকা রয়েছেন অনেকেই। সেইসঙ্গে জাদেজা, ব্রাভোর মতো অলরাউন্ডারও ভরসা জোগাবেন।

  দিল্লির প্রথম একাদশ- শিখর ধাওয়ান, পৃথ্বী শ, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, মার্কাস স্টয়নিস, শিমরন হেটমায়ার, ক্রিস ওকস, রবিচন্দ্রন অশ্বিন, টম কুরান, অমিত মিশ্রা, আবশ খান।

  চেন্নাইয়ের প্রথম একাদশ- ঋতুরাজ গায়কোয়াড়, অম্বাতি রায়াড়ু, ফাফ ডুপ্লসি, সুরেশ রায়না, এম এস ধোনি, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, ডোয়েন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার।

  Published by:Suman Majumder
  First published: