#কলকাতা:
প্রেমের কোনও বয়স হয় না। স্থান, কালও হয় না। প্রেম নিবেদন করা যায় যেখানে খুশি। আর এটা তো আইপিএল। এখানে ক্রিকেটের বাইরেও অনেক কিছুই হয়। তা হলে লাভ স্টোরি-র জন্ম কেন হবে না! তবে খেলার মাঠে বান্ধবীকে প্রোপোজ করার ছবি এর আগেও অনেকবার দেখা গিয়েছে। ফুটবলার হোক বা ক্রিকেটার, অনেকেই খেলার মাঠে বান্ধবীকে প্রেম নিবেদন করেছেন। তবে আইপিএলে এরকম ছবি হয়তো এর আগে দেখা যায়নি। দীপক চাহারের সৌজন্যে এবার আইপিএলে লাভ স্টোরি হল। দীপক তাঁর বান্ধবীকে প্রোপোজ করলেন আইপিএলে ম্যাচ শেষেই।A special moment for @deepak_chahar9!
— IndianPremierLeague (@IPL) October 7, 2021
Heartiest congratulations! #VIVOIPL | #CSKvPBKS | @ChennaiIPL pic.twitter.com/tLB4DyIGLo
আইপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হেরেছে চেন্নাই সুপার কিংস। তবে আগেই আইপিএলের প্লে অফে জায়গা পাকা করে ফেলেছে সিএসকে। ধোনির দল অবশ্য শেষ তিনটি ম্যাচে হেরেছে। এদিন পঞ্জাবের বিরুদ্ধে জিতলে ধোনির দল অবশ্য এক নম্বরে উঠে আসতে পারত। উল্টোদিকে, পঞ্জাব কিংস এদিন জয়ের ফলে মুম্বই ইন্ডিয়ান্সকে টপকে আইপিএলের পয়েন্ট টেবিলে পাঁচে উঠে এল। এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে ৪২ বলে ৯৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন পঞ্জাবের ক্যাপ্টেন কে এল রাহুল।
আরও পড়ুন- Finch on Warner : টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়ার্নারের ওপর ভরসা রাখছেন ফিঞ্চ
ম্যাচ হারের পরও দীপক চাহারের জন্য চেন্নাইয়ের ক্রিকেটাররা দারুন এক ছবি দেখার সুযোগ পেলেন। পঞ্জাব বনাম চেন্নাই ম্যাচের পর গ্যালারিতে বান্ধবীকে সারপ্রাইজ দিলেন দীপক চাহার। আচমকা বান্ধবীর সামনে এনগেজমেন্ট রিং নিয়ে হাজির হলেন দীপক। এমন একটি মুহুর্ত হতে পারে, আন্দাজই করতে পারেননি দীপকের বান্ধবী। আংটি পরানোর পরই দীপককে জড়িয়ে ধরেন তিনি। এমন একটি রোম্যান্টিক মুহুর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দীপক প্রেমের প্রস্তাব দেওয়ার পর যেন বিশ্বাসই করতে পারছিলেন না তাঁর বান্ধবী। তিনি প্রায় সঙ্গে সঙ্গে সম্মতি জানান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CSK, Deepak Chahar, IPL 2021, Love Story, PBKS