CSK vs SRH: চেন্নাইয়ের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করবে সানরাইজার্স

Last Updated:

শক্তির বিচারে আজ এগিয়ে থেকে শুরু করবে চেন্নাই তাতে অবাক হওয়ার মত কিছু নেই। তবে মরিয়া সানরাইজার্স কামব্যাক করতে পারে কিনা তার উত্তর দেবে সময়

ধোনি বনাম ওয়ার্নার লড়াই দিল্লিতে
ধোনি বনাম ওয়ার্নার লড়াই দিল্লিতে
বোলিং বিভাগে আগেরদিন চোটের কারণে খেলতে পারেননি ভুবনেশ্বর কুমার। অস্ত্রোপচার হয়েছে নটরাজনের। রশিদ খান বোলিং বিভাগের সবচেয়ে বড় সম্পদ ওয়ার্নারের দলের কাছে। অভিশেক শর্মা অলরাউন্ডার হলেও সেভাবে নজর কাড়তে পারছেন না। দুটো ম্যাচে বিরাট সিং পুরোপুরি ব্যর্থ। কেদার যাদব বড় রান করতে পারেননি। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি নিজে রান না পেলেও ওপেনার ডু প্লেসি এবং ঋতুরাজ গায়কোয়াড় রান পাচ্ছেন। সুরেশ রায়না, রায়াডুর অভিজ্ঞতা সব সময় দলের বাড়তি ওজন বাড়ায়।
advertisement
মঈন আলি ব্যাট এবং বল হাতে সার্ভিস দিচ্ছেন। পাশাপাশি নতুন বলে দীপক চাহার সুইং দিয়ে চাপে ফেলছেন বিপক্ষকে। আর রবীন্দ্র জাদেজা ম্যাজিক দেখাচ্ছেন। আরসিবির বিরুদ্ধে এক ওভারে ব্যাট হাতে ৩৭ রান নিয়েছিলেন, আবার বল হাতে ডি ভিলিয়ার্স, ম্যাক্সওয়েলকে বোল্ড করেছিলেন। তাই বর্তমান ফর্ম এবং শক্তির বিচারে আজ এগিয়ে থেকে শুরু করবে চেন্নাই তাতে অবাক হওয়ার মত কিছু নেই। তবে মরিয়া সানরাইজার্স কামব্যাক করতে পারে কিনা তার উত্তর দেবে সময়। ডেভিড ওয়ার্নার জানিয়েছেন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাঁদের। এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতেই হবে।
advertisement
advertisement
চেন্নাই সুপার কিংস - ডু প্লেসি, ঋতুরাজ, মইন, রায়না, রায়াডু, জাদেজা, ধোনি, কারান, শার্দুল, দীপক, লুঙ্গি
সানরাইজার্স - ডেভিড ওয়ার্নার, বেয়ারস্টো, উইলিয়ামসন, মনিশ, বিজয়, কেদার, রশিদ, সন্দীপ শর্মা, সূচিত, খলিল, কল
view comments
বাংলা খবর/ খবর/IPL/
CSK vs SRH: চেন্নাইয়ের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করবে সানরাইজার্স
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement