IPL 2021; CSK vs PBKS: ৪২ বলে ৯৮, একার হাতে ধোনির চেন্নাইকে হারালেন কে এল রাহুল

Last Updated:

CSK vs PBKS: হারের হ্যাটট্রিক করল চেন্নাই। ধোনি এদিনও পঞ্জাবের বিরুদ্ধে রান পেলেন না।

#কলকাতা: পর পর তিন ম্যাচে হার। ভাগ্যিস আগে থেকেই প্লে অফে জায়গা নিশ্চিত করে ফেলেছিল চেন্নাই সুপার কিংস। ফিরতি ম্যাচে পঞ্জাব কিংস হারিয়ে দিল ধোনির সিএসকে-কে। বলা ভাল, কে এল রাহুল একাই হারিয়ে দিলেন চেন্নাইকে। ৪২ বলে করলেন ৯৮ রান। অল্পের জন্য সেঞ্চুরি ফস্কে গেল পঞ্জাবের ক্যাপ্টেনের। এই ম্যাচে জিতলে এক নম্বরে উঠে আসতে পারত চেন্নাই। কিন্তু পঞ্জাব এদিন চেন্নাইকে হেলায় হারিয়ে দিয়েছে।
চেন্নাইয়ের বিরুদ্ধে জিতলেও পঞ্জাবের চলতি আইপিএলে প্লে অফে ওঠার রাস্তা বেশ কঠিন। তাদের এখন তাকিয়ে থাকতে হবে কেকআর ও মুম্বই ইন্ডিয়ান্সের দিকে। এই দুই দল এবার বড় ব্যবধানে না হারলে পঞ্জাবের ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত। তবে একেবারে শেষের দিকে এসে পঞ্জাব দুরন্ত পারফর্ম করল। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে পঞ্জাব। আপাতত তারা মুম্বই ইন্ডিয়ান্সকে টপকে আইপিএলের পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে। তবে কেকেআর ও মুম্বই হারলেও পঞ্জাবের প্লে অফের রাস্তা পরিষ্কার নয়। কারণ তখন আবার তাদের থেকে রাজস্থানকে নেট রান রেটে পিছিয়ে থাকতে হবে।
advertisement
এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে ৭ ওভার বাকি থাকতেই ৬ উইকেটে জয় তুলে নেয় পঞ্জাব। চেন্নাই প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩৪ রান তুলেছিল। আইপিএলের দ্বিতীয় পর্বে বড় রানের দেখা খুব একটা পাওয়া যাচ্ছে না। বোলারদের দাপট চোখে পড়ার মতো থাকছে। বিশেষ করে স্পিনারদের। এদিন ১৩ ওভারের মাথায় জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পঞ্জাব। সেই সময় অবশ্য সেঞ্চুরির সামনে ছিলেন রাহুল। তবে ৯৮-তেই থামতে হল তাঁকে।
advertisement
advertisement
আরও পড়ুন- এই সাতটি দামি জিনিসের মালিক বিরাট কোহলি, দাম শুনলে চোখ কপালে উঠবে
এদিন শার্দুল ঠাকুরের ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে ম্যাচ জেতান পঞ্জাব অধিনায়ক। শুরু থেকেই দারুন আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করছিলেন তিনি। এদিন চেন্নাইয়ের বোলারদের ৭টি চার ও ৮টি ছক্কা মেরেছেন রাহুল। তবে এদিন চেন্নাইয়ের ফাফ ডু প্লেসিও দুরন্ত ইনিংস খেলেছেন। ৫৫ বলে ৭৬ রান করেন তিনি। তবে তাঁর এমন ইনিংস মাঠে মারা গেল। এমএস ধোনি এদিনও রান পেলেন না। মাত্র ১২ রান করে ফিরলেন তিনি। চেন্নাইয়ের শার্দুল ঠাকুর এদিন তিন উইকেট পেয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021; CSK vs PBKS: ৪২ বলে ৯৮, একার হাতে ধোনির চেন্নাইকে হারালেন কে এল রাহুল
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement