KKR vs CSK: সুইং মন্ত্রেই সাফল্য দীপকের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
ওয়াংখেড়ের ব্যাটিং স্বর্গরাজ্য উইকেটে রান তাড়া করে জেতা অসম্ভব ব্যাপার ছিল না। কিন্তু প্রথম থেকেই দুরন্ত সুইং এবং নিয়ন্ত্রিত লাইন, লেন্থ বল রেখে কেকেআর ব্যাটিং লাইনআপের মেরুদন্ড ভেঙে দিলেন দীপক চাহার
মহেন্দ্র সিং ধোনির অত্যন্ত প্রিয় পাত্র তিনি। গতির জন্য নয়, সুইং এবং ধারাবাহিকতার জন্য বিখ্যাত তিনি। রাজস্থানের বিরুদ্ধে দুরন্ত বল করেছিলেন। এদিন আবার নিজের জাত চেনালেন। নতুন বলে গিল, ইয়ন মর্গ্যান, রানাদের নাচিয়ে ছাড়লেন। দুদিকেই অনায়াস দক্ষতায় মুভ করালেন বল। ম্যাচ শেষে জানিয়ে দিলেন রহস্যের কথা। সহজ ভাষায় বলেন," আমি নতুন কিছু করার চেষ্টা করছি না। নিজের শক্তি সম্পর্কে আমি অবহিত। সেটাই মাঠে করে দেখানোর চেষ্টা করছি। চেষ্টা করেছি সোজা বল করতে। দলের অধিনায়ক আমার ওপর আস্থা রাখেন, এটাই আমার শক্তি" ।
advertisement
দীপক মনে করেন মহেন্দ্র সিং ধোনি উইকেটের পেছনে থেকে তাঁকে সাহস দেন সব সময়। রান দিলেও নিজের স্বাভাবিক শক্তি ছেড়ে অন্য কিছু চেষ্টা করতে বারণ করেন। দীপক জানাচ্ছেন এই পারফরম্যান্স অক্সিজেন জোগাবে। দলের প্রধান স্ট্রাইক বোলার হিসেবে নিজের কাজ ধারাবাহিকভাবে করে যেতে চান। তবে স্বীকার করে নিয়েছেন এদিন রাসেল এবং প্যাট কামিন্স যখন মারতে শুরু করেছিলেন তখন কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিলেন। কিন্তু সেই মহেন্দ্র সিং ধোনির মন্ত্রে নিজেকে সামলে নেন।
advertisement
Location :
First Published :
April 21, 2021 11:56 PM IST

