MI vs CSK: মইন, রায়াডুদের ব্যাটে ২১৮ তুলল চেন্নাই

Last Updated:

ডু প্লেসি এবং মইন আলি এরপর খেলা ধরে ফেললেন। দুজনে মিলে গড়লেন ১০৮ রানের পার্টনারশিপ। রক্তচাপ বেড়ে গেল মুম্বই ইন্ডিয়ান্সের

১০৮ রানের পার্টনারশিপ গড়লেন মঈন এবং ফাফ
১০৮ রানের পার্টনারশিপ গড়লেন মঈন এবং ফাফ
ডু প্লেসি ঠিক পরের ওভারেই আউট হলেন অর্ধশতরান করে। দুই সেট হয়ে যাওয়া ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা চাপে পড়ে গেল চেন্নাই। সুরেশ রায়না সম্পূর্ণ ব্যর্থ। ফিরে গেলেন পোলার্ড এর বলে ২ রান করে। এরপর অবশ্য রবীন্দ্র জাদেজা এবং রায়াডু পার্টনারশিপ তৈরি করলেন। চেষ্টা করলেন বড় রান স্কোর বোর্ডে তুলতে।  বিশেষ করে রায়াডু। দুরন্ত ছন্দে এদিন বোল্ট, বুমরাদের ছাল ছাড়িয়ে দিলেন। যখন এই দুই মুম্বই বোলারের বিরুদ্ধে কাঁপতে  থাকে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা, তখন এদিন রায়াডু পাল্টা আক্রমণে দুজনের অবস্থা খারাপ করে ছাড়লেন।
advertisement
দিল্লির মাঠে প্রথম ইনিংসে ব্যাট করে গড় রান ১৮২ । কিন্তু এদিন প্রথমদিকে মইন আলি এবং ডু প্লেসির পার্টনারশিপ এবং শেষদিকে রায়াডু ঝড়ে মাথায় চাপ নিয়ে ব্যাট করতে নামবে মুম্বই সন্দেহ নেই। এবছর চেন্নাই জার্সিতে এটাই মহেন্দ্র সিং ধোনি র শেষ আইপিএল। তাঁকে মনে রাখার মত ফেয়ারওয়েল দিতে চান দলের ক্রিকেটাররা। মহেন্দ্র সিং ধোনি নিজে যত না খেলছেন, বাকিদের খেলাচ্ছেন। কিন্তু পর্দার পেছন থেকে রিমোট কন্ট্রোল থাকছে প্রাক্তন ভারত অধিনায়কের হাতে। এবার গুটিয়ে থেকে নয়, আগ্রাসী ক্রিকেট খেলার বার্তা দিয়েছেন মাহি। চেন্নাইয়ের খেলা দেখে সেটা পরিষ্কার। আজ বুমরা যে পরিমাণ রান দিয়েছেন তা শেষ কোন আইপিএল ম্যাচে তিনি দিয়েছিলেন মনে করা সম্ভব নয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/IPL/
MI vs CSK: মইন, রায়াডুদের ব্যাটে ২১৮ তুলল চেন্নাই
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement