আইপিএল ২০২০ খতম, সামনে মরশুমে আবারও নতুন দল, নতুন প্ল্যানিং নিয়ে তৈরি বোর্ড

Last Updated:

আইপিএলের বাজারে গরমাগরম খবর৷

Photo- News 18
Photo- News 18
#মুম্বই : ২০২০ -র আইপিএল শেষ হয়ে গেল৷ মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians ) পঞ্চমবারের জন্য আইপিএল সেরা হল৷ বিসিসিআই (BCCI) পরের মরশুমের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ সর্বভারতীয় সংবাদমাধ্যম হিন্দু (Hindu) রিপোর্ট অনুযায়ি আগামী আইপিএলের আগে  পুর্নাঙ্গ নিলাম হওয়ার সম্ভবনা উজ্জ্বল৷  তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে৷
রিপোর্ট অনুযায়ি বিসিসিআই আধিকারিকরা ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কথা চালাচ্ছে৷ বিসিসিআইয়ের উচ্চপদস্থ সূত্রের খবর বড় করে নিলাম হবে৷ আরও একটা বড় খবর  এ মরশুমে নবম দল হিসেবে আরও একটি দল ঢুকবে সামনের বছর৷ অতিমারির জেরে যে আর্থিক ক্ষতি হয়েছে তা পোষাতেই বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত নিচ্ছে৷
পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আহমেদাবাদ থেকে এক কর্পোরেট জায়ন্টরা এবার দল খেলাবে আইপিএলে৷ সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন আইপিএল ২০২১ নিয়ে নির্ধারিত সময় সব খবর জানিয়ে দেবে বোর্ড৷
advertisement
advertisement
আইপিএল ফাইনালে মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians (MI)  হারায় দিল্লি ক্যাপিটাল্সকে৷  ৫ উইকেটে ম্যাচ জেতেন রোহিত শর্মারা৷ দুবাইতে ১০ নভেম্বর মঙ্গলবার ছিল ১৩ তম আইপিএলের ফাইনাল৷ মুম্বই প্রথম দল হিসেবে দারুণভাবে পাঁচবার এই ট্রফি জিতল৷ এটা আইপিএলে নতুন ইতিহাস৷ ১৫৭ রান ছিল এদিন মুম্বইয়ের জয়ের টার্গেট৷ ম্যাচের ৮ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় তারা৷ রোহিত শর্মা অর্ধশতরান করেন৷ এছাড়াও কুইন্টন ডি কক , সূর্যকুমার যাদব ও ইশান কিষানরাও এবারের আইপিএলে দারুণ পারফরম্যান্স ৷
advertisement
রোহিত এদিন ৫১ বলে ৬৮ রান করেন ৷ মুম্বই এটা ১৮.৪ ওভারেই হাসিল করে যায়৷ ট্রেন্ট বোল্ট (৩/৩০)   দুরন্ত বোলিং করেন৷ ক্যাপিটাল্স শুরুতেই ৩ উইকেটে ২২ রানে ধাক্কা খায়৷ বোল্টের ফাস্ট বোলিংয়ে এই নিদারুণ পরিণতি হয়৷
বাংলা খবর/ খবর/IPL/
আইপিএল ২০২০ খতম, সামনে মরশুমে আবারও নতুন দল, নতুন প্ল্যানিং নিয়ে তৈরি বোর্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement