#চেন্নাই: শেষ ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দলের কাছে পর্যদুস্ত হতে হয়েছিল পঞ্জাবকে। অন্যদিকে হারের হ্যাটট্রিক করে বসেছিল সানরাইজার্স। তাই আজ চেন্নাইতে দুই দলের কাছেই ম্যাচটা ছিল কামব্যাক লড়াই। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কে এল রাহুল। কিন্তু প্রথম থেকেই ধস নামল প্রীতি জিন্টার দলের ব্যাটিংয়ে। অধিনায়ক রাহুল ফিরে গেলেন মাত্র ৪ করে। আগারওয়াল কয়েকটা দেখার মত শট খেলেও ফিরে গেলেন ২২ করে। ব্যর্থ হলেন ক্রিস গেইল। ১৫ করে এলবিডব্লিউ হয়ে গেলেন রশিদ খানের বলে।
পুরান খাতা না খুলেই রান আউট হয়ে গেলেন। টানা দুটো ম্যাচে ভেঙে পড়ল পঞ্জাব ব্যাটিং। দীপক হুদা লড়াই করলেন সামান্য। কিন্তু অভিষেক শর্মার বলে এলবি হলেন। অস্ট্রেলিয়ান মোজেস হেনরিক ফিরে গেলেন ১৪ করে। অভিশেক শর্মার বলে স্ট্যাম্প আউট হলেন। তরুণ শাহরুখ খান এরপর দায়িত্ব নিলেন দলের রান বাড়ানোর। দুটো ছক্কা হাঁকালেন। কিন্তু খলিল আহমেদের বলে মারতে গিয়ে ২২ রানে আউট হয়ে গেলেন।
পাশাপাশি বলতে হবে খলিল আহমেদের কথা। এই বাঁহাতি জোরে বোলার ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। একটা সময় ধারাবাহিকতার অভাব দেখা দিচ্ছিল। কিন্তু এই আইপিএল খলিলের বড় পরীক্ষা। বাঁহাতি স্পিনার অভিষেক শর্মা বুদ্ধি করে বল করলেন। তবে ব্যর্থতা পঞ্জাব ব্যাটসম্যানদের। পিচের চরিত্র না বুঝে খারাপ শট খেলে উইকেট দিয়ে এলেন। সিদ্ধার্ত কল যথেষ্ট কৃপণ বোলিং করলেন। তবে চিপক বজায় রাখল তাঁর চরিত্র। লো স্কোরিং ম্যাচ দিয়ে ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছে চেন্নাই। বুধবার প্রথম ম্যাচে সেই ট্রেন্ড বজায় রইল। এখন দেখার রান তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নারের দল কত তাড়াতাড়ি নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।