IPL 2021: অজি ক্রিকেটারদের দেশে ফেরার দায়িত্ব নেবে না সরকার

Last Updated:

উল্লেখ্য ভারতের সঙ্গে সবরকম বিমান পরিষেবা ছিন্ন করেছে অস্ট্রেলিয়া সরকার। তাই অনিশ্চয়তার বেড়াজালে আটকে রয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

ওয়ার্নার, লিনদের দেশে ফেরার দায়িত্ব নেবে না সরকার
ওয়ার্নার, লিনদের দেশে ফেরার দায়িত্ব নেবে না সরকার
এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার জানিয়েছে তাঁরা ভারতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং বাকি কোচ, সাপোর্ট স্টাফদের দিকে নজর রাখছেন। প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। ইতিমধ্যেই তিনজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার আইপিএল ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন। বেন স্টোকস এবং লিভিংস্টোন ২ ইংলিশ ক্রিকেটারও দেশে ফিরে গিয়েছেন। মনে করা হচ্ছে মুখে আসল কারণ না বললেও ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য ভীত এই বিদেশি ক্রিকেটাররা। তবে এই মুহূর্তে ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে স্টিভ স্মিথ, প্যাট কামিন্স সহ যেসব তারকা ক্রিকেটাররা রয়েছেন, তাঁরা এই মুহূর্তে দেশে ফেরার কথা ভাবছেন না। নিজেদের ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে ভাল পারফর্ম করায় আসল লক্ষ্য তাঁদের।
advertisement
উল্লেখ্য ভারতের সঙ্গে সবরকম বিমান পরিষেবা ছিন্ন করেছে অস্ট্রেলিয়া সরকার। তাই অনিশ্চয়তার বেড়াজালে আটকে রয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর বক্তব্যের পর একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে। কোটি কোটি টাকা রোজগারের জন্য ক্রিকেটাররা যদি ভারতে আসতে পারেন, তাহলে একটা চার্টার্ড বিমান ভাড়া করার মত টাকা তাঁদের রয়েছে। তাই মরিসনের এমন বক্তব্য অনৈতিক কিছু নয় বলেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/IPL/
IPL 2021: অজি ক্রিকেটারদের দেশে ফেরার দায়িত্ব নেবে না সরকার
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement