#মুম্বই: আইপিএল হল ক্রিকেটের ক্রোড়পতি লিগ ৷ ক্রিকেটার থেকে শুরু করে স্পনসর, ব্রডকাস্টার এবং অবশ্যই আয়োজক, সবারই প্রতি বছর নজরে থাকে এই টুর্নামেন্ট ৷ ক্রিকেটে এখন বিনোদনই আসল কথা ৷ আর আইপিএল থেকে বেশি বিনোদন আর কোথায় পাওয়া সম্ভব ৷ অতিমারীর কারণে এ বছর একসময়ে আইপিএল আয়োজনই অনিশ্চিত হয়ে পড়ে ৷ ক্রমেই পিছিয়ে যেতে থাকে টুর্নামেন্ট ৷ অবশেষে টুর্নামেন্ট দেশের মাটির বদলে হয় আরব দেশে ৷
আইপিএল এ বছর আয়োজিত না হলে প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়তে হত বিসিসিআইকে ৷ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন আইপিএল এ বছর না হলে ৪০০ কোটি টাকা ক্ষতি হবে বিসিসিআইয়ের ৷ এমন পরিস্থিতিতে বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করে চমকে দিল বোর্ড। আমিরশাহীর তিনটি মাঠে দারুণ সফল টুর্নামেন্ট আয়োজিত হয়েছে ৷ কিন্তু জানেন কি ? এবারের আইপিএল আয়োজন করতে কত টাকা খরচ হয়েছে বিসিসিআইয়ের ? সেই অঙ্কটা বিশাল ৷ সংযুক্ত আরব আমিরশাহীর এমিরেটস ক্রিকেট বোর্ডকে টুর্নামেন্টের খরচবাবদ ১০০ কোটি টাকা দিয়েছে বিসিসিআই ৷
টাকার অঙ্কটা শুনেই বোঝা সম্ভব, কেন আইপিএল আয়োজন করতে মুখিয়ে থাকে যে কোনও দেশই ৷ এ বছর ১৯ সেপ্টেম্বর শুরু হয় টুর্নামেন্ট। চলে নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত। তিনটে ভেন্যুতে আয়োজিত হয় ম্যাচ-আবু ধাবি, শারজা এবং দুবাই। ফাইনালে দিল্লিকে একপেশে লড়াইয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স। টানা দু’বার কাপ জেতে তারা। সবমিলিয়ে পাঁচবার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।