Zookeeper Eaten by Lions: বান্ধবীকে পটাতে সিংহের খাঁচায় প্রবেশ! চিড়িয়াখানার কর্মীকে চরম শাস্তি পশুরাজের

Last Updated:

Zookeeper Eaten by Lions: উজবেকিস্তানে প্রেমিকাকে মুগ্ধ করতে সিংহের খাঁচায় প্রবেশ করেছিল  চিড়িয়াখানার কর্মী। বোকামির ফল ভুগতে হল তাকে। চিড়িয়াখানার কর্মীকে মেরে খেল সিংহ। বিস্তারিত জানুন...

প্রেমিকাকে পটাতে সিংহের খাঁচায় প্রবেশ! চিড়িয়াখানার কর্মীকে চরম শাস্তি পশুরাজের
প্রেমিকাকে পটাতে সিংহের খাঁচায় প্রবেশ! চিড়িয়াখানার কর্মীকে চরম শাস্তি পশুরাজের
পার্কেন্ট: সোশ্যাল মিডিয়ায় একটি ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একজন ব্যক্তিকে সিংহ দ্বারা আক্রান্ত হয়ে মারা যেতে দেখা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এই ব্যক্তি পারকেন্ট, উজবেকিস্তানের একটি ব্যক্তিগত চিড়িয়াখানায় কর্মরত ছিলেন। প্রেমিকাকে মুগ্ধ করতে তিনি সিংহের খাঁচায় প্রবেশ করেছিলেন, তবে এই কাজই তাকে জীবন দিতে বাধ্য করে।
মিররের রিপোর্ট অনুযায়ী, ৪৪ বছর বয়সী ওই ব্যক্তির নাম এফ ইরিসকুলভ, যিনি নাইট শিফটে কাজ করার সময় ভোর ৫টায় সিংহের ডেরায় প্রবেশ করেন।
advertisement
ভিডিওতে দেখা যায়, তিনি তালা খুলে সিংহদের কাছে হাঁটছেন। প্রথমে মনে হচ্ছিল সিংহরা তাকে আক্রমণ করবে না, তবে কয়েক সেকেন্ডের মধ্যেই প্রাণীগুলো তার দিকে এগিয়ে আসে। তিনি এক সিংহকে “সিম্বা” বলে ডেকে তাদের শান্ত থাকার কথা বলেন।
advertisement
সিংহদের ঘিরে থাকার পরেও ইরিসকুলভ আত্মবিশ্বাসের সাথে ক্যামেরা ঘুরিয়ে নিজের মুখ দেখান। এক সিংহ তার কাছে এলে তিনি সেটিকে স্পর্শ করেন, বোঝাতে যে তাদের সঙ্গে তার পরিচয় রয়েছে। এরপর ভিডিওটি ভয়ঙ্কর মোড় নেয়, যখন এক সিংহ তাকে আক্রমণ করে।
advertisement
প্রাণীগুলো তাকে জব্দ করার সময় তিনি উচ্চস্বরে চিৎকার করেন, আর ক্যামেরা তখনও রেকর্ড করতে থাকে। ভিডিওটি কালো পর্দায় ম্লান হয়ে যায়, তবে তার ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। তিনি “শান্ত হও, শান্ত হও,” বলে শোনা যান। তার শেষ মুহূর্তগুলো ক্যামেরায় অজান্তেই ধরা পড়ে। মিররের রিপোর্ট অনুযায়ী, সিংহেরা তার মুখের চামড়া ছিঁড়ে ফেলে।
advertisement
সরকারি বিবৃতি অনুযায়ী, “সিংহেরা তাকে মেরে ফেলে এবং তার শরীরের একটি অংশ খেয়ে ফেলে।” এই ভয়ঙ্কর ঘটনার পর উদ্ধারকারীরা একটি সিংহকে গুলি করে মেরে ফেলে এবং বাকি দুটিকে অচেতন করে।
অভ্যন্তরীণ বিষয়ক দপ্তর জানায়, “গৃহীত ব্যবস্থার ফলে সিংহগুলোকে বিশেষ খাঁচায় ফেরত পাঠানো হয়েছে। কাছাকাছি অন্য কেউ আহত হয়নি। স্থানীয় জনগণের জন্য এখন কোনো বিপদের আশঙ্কা নেই।”
বাংলা খবর/ খবর/বিদেশ/
Zookeeper Eaten by Lions: বান্ধবীকে পটাতে সিংহের খাঁচায় প্রবেশ! চিড়িয়াখানার কর্মীকে চরম শাস্তি পশুরাজের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement